PM Kisan যোজনা প্রকল্পে কৃষকদের টাকা কি বাড়বে! জেনে নিন বিস্তারিত
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
অনেক কৃষক ইতিমধ্যেই এই প্রকল্পে যোগ দিয়েছেন। হিসেব বলছে বর্তমানে প্রায় ১০ কোটিরও বেশি কৃষক বার্ষিক ৬ হাজার টাকা করে আয় করতে পারছেন।
advertisement
জানা গিয়েছে, পিএম কিষাণ নিধি যোজনার অন্তর্গত কিস্তির টাকা পাওয়া যেতে পারে শীঘ্রই। ভারতের মোদি সরকার কৃষকদের জন্য একটি অত্যন্ত লাভজনক প্রকল্প হিসাবে প্রধানমন্ত্রী কিষান প্রকল্প চালু করেছে। অনেক কৃষক ইতিমধ্যেই এই প্রকল্পে যোগ দিয়েছেন। হিসেব বলছে বর্তমানে প্রায় ১০ কোটিরও বেশি কৃষক বার্ষিক ৬ হাজার টাকা করে আয় করতে পারছেন।
advertisement
তবে কেন্দ্রীয় সরকারের দেওয়া এই অনুদান এককালীন নয়। বরং এক বছরে তিন কিস্তিতে এই টাকা পেয়ে থাকেন ভারতের সমস্ত প্রদেশের কৃষকরা। সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয় কিস্তির টাকা—বছরে মোট ৬ হাজার টাকা। অর্থাৎ এক এক কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা জমা হচ্ছে। এরই মধ্যে ১৪টি কিস্তির টাকা পেয়ে গিয়েছেন কৃষকরা।
advertisement
এই প্রকল্পের মাধ্যমে ভারত সরকারের তরফ থেকে সরাসরি কৃষকদের টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। ১৪টি কিস্তিতে মোট ২৮ হাজার টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন কৃষকরা। এখন তাঁরা অপেক্ষা করছেন পরবর্তী কিস্তির টাকা পাওয়ার। ১৫তম কিস্তি বকেয়া রয়েছে। এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি পাওয়া যায়, তাহলে মোট ৩০ হাজার আসবে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে। মনে করা হচ্ছে, শীঘ্রই এই পঞ্চদশ কিস্তির ২ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে।
advertisement
advertisement
advertisement