টাকা-পয়সা নিয়ে আর থাকবে না কোনও টেনশন, LIC-র এই স্কিমগুলি করানো আছে কি ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বিশদে জেনে নেওয়া যাক এইসব প্ল্যানের বিষয়ে।
গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের বিমা পলিসি তৈরি করেছে এলআইসি। যা উচ্চতর রিটার্ন দিতে সক্ষম। এলআইসি-র সেরা কয়েকটি প্ল্যানের মধ্যে অন্যতম হল - জীবন অমর, নিউ চিল্ড্রেন্স মানি ব্যাক প্ল্যান, নিউ এনডাউমেন্ট প্ল্যান, নিউ মানি ব্যাক প্ল্যান - ২০ বছর এবং নিউ জীবন আনন্দ প্ল্যান। বিশদে জেনে নেওয়া যাক এইসব প্ল্যানের বিষয়ে।
advertisement
advertisement
নিউ চিল্ড্রেন্স মানি ব্যাক প্ল্যান: ১. ন্যূনতম বেসিক অ্যাশিওর্ড সাম - ১ লক্ষ টাকা। ২. সর্বোচ্চ বেসিক অ্যাশিওর্ড সাম - কোনও সীমা নেই। ৩. স্কিম শুরু করার ক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স যথাক্রমে ০ বছর এবং ১২ বছর। ৪. মেয়াদপূর্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২৫ বছর। ৫. পলিসির মেয়াদ - ২৫ থেকে মেয়াদ শুরুর বয়স বাদ দিতে হবে। ৬. প্রিমিয়াম পেমেন্ট মোড - বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক, মাসিক (শুধুমাত্র ইসিএস) অথবা এসএসএস মোডের মাধ্যমে। ৭. গ্রেস পিরিয়ড - বার্ষিক, ষান্মাসিক ও ত্রৈমাসিক মোডের জন্য ১ মাস এবং মাসিক মোডের জন্য ১৫ দিন।
advertisement
নিউ এনডাউমেন্ট প্ল্যান: ১. স্কিম শুরু করার ক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স যথাক্রমে ৮ বছর এবং ৫৫ বছর। ২. মেয়াদপূর্তিতে সর্বোচ্চ বয়স ৭৫ বছর। ৩. ন্যূনতম বেসিক অ্যাশিওর্ড সাম - ১ লক্ষ টাকা। ৪. সর্বোচ্চ বেসিক অ্যাশিওর্ড সাম - কোনও সীমা নেই। ৫. ন্যূনতম এবং সর্বোচ্চ পলিসির মেয়াদ যথাক্রমে ১২ বছর এবং ৩৫ বছর। ৬. ন্যূনতম অ্যাক্সিডেন্ট বেনিফিট সাম অ্যাশিওর্ড - ১ লক্ষ টাকা। ৭. প্রিমিয়াম পেমেন্ট মোড - বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক এবং মাসিক।
advertisement
নিউ মানি ব্যাক প্ল্যান - ২০ বছর: ১. স্কিম শুরু করার ক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স যথাক্রমে ১৩ বছর এবং ৫০ বছর। ২. মেয়াদপূর্তিতে সর্বোচ্চ বয়স ৭০ বছর। ৩. ন্যূনতম বেসিক অ্যাশিওর্ড সাম - ১ লক্ষ টাকা। ৪. সর্বোচ্চ বেসিক অ্যাশিওর্ড সাম - কোনও সীমা নেই। ৫. পলিসির মেয়াদ ২০ বছর। ৬. প্রিমিয়াম পেমেন্টের মেয়াদ - ১৫ বছর। ৭. প্রিমিয়াম পেমেন্ট মোড - বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক এবং মাসিক। ৮. গ্রেস পিরিয়ড - বার্ষিক, ষান্মাসিক ও ত্রৈমাসিক মোডের জন্য ১ মাস।
advertisement
নিউ জীবন আনন্দ প্ল্যান: ১. স্কিম শুরু করার ক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স যথাক্রমে ১৮ বছর এবং ৫০ বছর। ২. ন্যূনতম এবং সর্বোচ্চ পলিসির মেয়াদ যথাক্রমে ১৫ বছর এবং ৩৫ বছর। ৩. মেয়াদপূর্তিতে সর্বোচ্চ বয়স ৭৫ বছর। ৪. ন্যূনতম বেসিক অ্যাশিওর্ড সাম - ১ লক্ষ টাকা। ৫. সর্বোচ্চ বেসিক অ্যাশিওর্ড সাম - কোনও সীমা নেই। ৬. ন্যূনতম অ্যাক্সিডেন্ট বেনিফিট সাম অ্যাশিওর্ড - ১ লক্ষ টাকা। ৭. প্রিমিয়াম পেমেন্ট মোড - বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক এবং মাসিক।