চাকরিরত অবস্থায় কর্মচারীর মৃত্যু হলে EPF-এর টাকা কে পাবে? নমিনি না থাকলে কী হবে ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
EPF Account: ইপিএফ অ্যাকাউন্টের দেখভাল করে ইপিএফও বা এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ই ইপিএফে অবদান রাখে।
ইপিএফ বা এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ড হল অবসরকালীন সঞ্চয় প্রকল্প। দেশের সমস্ত বেতনভোগী কর্মচারীরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। অবসরকালীন এই সঞ্চয় স্কিমে প্রতি মাসে বেতনের একটা অংশ ইপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগ করতে হয়। আর একটা অংশ বিনিয়োগ করে নিয়োগকর্তা। অবসরের পর সুদ এবং আসল মিলিয়ে পুরো টাকা হাতে পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
আগেই বলা হয়েছে, চাকরিরত অবস্থায় কর্মচারীর মৃত্যু হলে নমিনি পুরো টাকা পাবেন। কিন্তু যদি নমিনি না থাকে তাহলে? সেক্ষেত্রে পরিবারের নিকটতম সদস্যের হাতে ইপিএফের টাকা তুলে দেওয়া হয়। আবার যদি পরিবারের কোনও সদস্য বা নমিনি না থাকে বা টাকা পাওয়ার উপযুক্ত না হন, সেক্ষেত্রে আইনি উত্তরাধিকারী ইপিএফ-এর টাকা দাবি করতে পারেন।
advertisement