Lok Sabha Elections 2024: ভোট দিতে যাওয়ার আগে থাকুন আপ-টু-ডেট, দেখে নিন অনলাইনে ভোটার কার্ডে ঠিকানা পরিবর্তনের নিয়ম
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
ফর্ম ৮ নাগরিকদের তাঁদের ভোটার আইডি কার্ডে ঠিকানা পরিবর্তন করার অনুমতি দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নতুন অ্যাকাউন্ট তৈরি করতে, এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:উপরের ডানদিকে কোণে "সাইন আপ" বাটনে ক্লিক করতে হবে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস এবং ক্যাপচা লিখতে হবে ইতিমধ্যেই যাঁদের অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের লগইন করতে কেবল মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ক্যাপচা এবং ওটিপি লিখতে হবে
advertisement
ওয়েবসাইটের হোম স্ক্রিনে ফর্ম ৮ অপশনে ক্লিক করতে হবেতারপরে এটি অন্য পেজে নেভিগেট করবে যেখানে প্রয়োজনীয় বিবরণ লিখতে হবে পরবর্তী স্ক্রিনে, আবেদনের কারণ লিখে সেটি সিলেক্ট করে পাঠাতে হবে। ভোটার আইডি কার্ডে ঠিকানা পরিবর্তন করতে "শিফটিং অফ রেসিডেন্স" অপশন বেছে নিতে হবে। একবার ফর্ম নং ৮ পূরণ হয়ে গেলে বিশদ বিবরণ আবার পরীক্ষা করে এবং তারপরে নিচে "প্রিভিউ অ্যান্ড সাবমিট" অপশনে ক্লিক করতে হবে।