পাড়ার সব ছোট মুদির দোকানও এবার অনলাইনে, সৌজন্যে JioMart, জানুন বিস্তারিত

Last Updated:
রিলায়েন্সের ৪৩তম বার্ষিক সাধারণ সভা (43rd RIL AGM) জিও মার্ট-এর পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন মুকেশ আম্বানি৷ স্থানীয় দোকান, পাড়ার মুদির দোকান, হকাররাও জিওমার্টে রেজিস্টার করতে পারবেন৷
1/8
হাতের মুঠোয় আস্ত মুদিখানার দোকান! অনলাইন মুদিখানায় JioMart এই মুহূর্তে দেশের একটি সুবিশাল নাম৷ এ বার সেই গ্রসারি ডেলিভারি প্ল্যাটফর্ম অন্যমাত্রা পেতে চলেছে জিও মার্ট ও হোয়াটসঅ্যাপ-এর যৌথ উদ্যোগে৷ বিশেষ করে পাড়ার ছোট মুদিখানার দোকানিদের জন্য এটা খুবই বড় সুখের খবর৷
হাতের মুঠোয় আস্ত মুদিখানার দোকান! অনলাইন মুদিখানায় JioMart এই মুহূর্তে দেশের একটি সুবিশাল নাম৷ এ বার সেই গ্রসারি ডেলিভারি প্ল্যাটফর্ম অন্যমাত্রা পেতে চলেছে জিও মার্ট ও হোয়াটসঅ্যাপ-এর যৌথ উদ্যোগে৷ বিশেষ করে পাড়ার ছোট মুদিখানার দোকানিদের জন্য এটা খুবই বড় সুখের খবর৷
advertisement
2/8
হকার, ছোট মুদির দোকানগুলিকে অনলাইনে প্ল্যাটফর্মে আনতে ফেসবুকের অনলাইন মেসেঞ্জার WhatsApp-কে কাজে লাগাবে জিও মার্ট৷৷ এর ফলে পাড়ার মুদির দোকান, হকারদেরই লাভ৷ দেশের ২০০ শহরে পাইলট প্রজেক্টের ডেবিউ করেছে JioMart৷
হকার, ছোট মুদির দোকানগুলিকে অনলাইনে প্ল্যাটফর্মে আনতে ফেসবুকের অনলাইন মেসেঞ্জার WhatsApp-কে কাজে লাগাবে জিও মার্ট৷৷ এর ফলে পাড়ার মুদির দোকান, হকারদেরই লাভ৷ দেশের ২০০ শহরে পাইলট প্রজেক্টের ডেবিউ করেছে JioMart৷
advertisement
3/8
বুধবার ৪৩তম বার্ষিক সাধারণ সভা (43rd RIL AGM)-য় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি জানান, ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি৷ সেই ব্যবহারকারীদের মাধ্যমে স্থানীয় মুদির দোকানগুলিকে এক ছাতার তলায় আনবে জিও মার্ট৷ চলতি বছরের জানুয়ারিতে ভারতের ই-কমার্স ক্ষেত্রে JioMart নিয়ে আসে রিলায়েন্স৷
বুধবার ৪৩তম বার্ষিক সাধারণ সভা (43rd RIL AGM)-য় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি জানান, ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি৷ সেই ব্যবহারকারীদের মাধ্যমে স্থানীয় মুদির দোকানগুলিকে এক ছাতার তলায় আনবে জিও মার্ট৷ চলতি বছরের জানুয়ারিতে ভারতের ই-কমার্স ক্ষেত্রে JioMart নিয়ে আসে রিলায়েন্স৷
advertisement
4/8
রিলায়েন্সের ৪৩তম বার্ষিক সাধারণ সভা (43rd RIL AGM) জিও মার্ট-এর পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন মুকেশ আম্বানি৷ স্থানীয় দোকান, পাড়ার মুদির দোকান, হকাররাও জিওমার্টে রেজিস্টার করতে পারবেন৷
রিলায়েন্সের ৪৩তম বার্ষিক সাধারণ সভা (43rd RIL AGM) জিও মার্ট-এর পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন মুকেশ আম্বানি৷ স্থানীয় দোকান, পাড়ার মুদির দোকান, হকাররাও জিওমার্টে রেজিস্টার করতে পারবেন৷
advertisement
5/8
রিলায়েন্সের ৪৩তম বার্ষিক সাধারণ সভা (43rd RIL AGM) জিও মার্ট-এর পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন মুকেশ আম্বানি৷ স্থানীয় দোকান, পাড়ার মুদির দোকান, হকাররাও জিওমার্টে রেজিস্টার করতে পারবেন৷
রিলায়েন্সের ৪৩তম বার্ষিক সাধারণ সভা (43rd RIL AGM) জিও মার্ট-এর পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন মুকেশ আম্বানি৷ স্থানীয় দোকান, পাড়ার মুদির দোকান, হকাররাও জিওমার্টে রেজিস্টার করতে পারবেন৷
advertisement
6/8
রেজিস্টার হয়ে গেলে হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে তাঁরা অর্ডার পাবেন৷ জিওমার্টের মাধ্যমে তা পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে৷ ফলে ছোট মুদির দোকান, হকার বা ছোট ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা বাড়াতে পারবেন অনায়াসেই৷
রেজিস্টার হয়ে গেলে হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে তাঁরা অর্ডার পাবেন৷ জিওমার্টের মাধ্যমে তা পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে৷ ফলে ছোট মুদির দোকান, হকার বা ছোট ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা বাড়াতে পারবেন অনায়াসেই৷
advertisement
7/8
বর্তমানে তাঁদের খরিদ্দাররা মূলত পাড়া বা স্থানীয় এলাকাতেই সীমাবদ্ধ৷ জিওমার্টে রেজিস্টার করে দূরে দূরে গ্রাহক বাড়াতে পারবেন৷ এর পরিবর্তে হোয়াটসঅ্যাপের কী লাভ? হোয়াটসঅ্যাপ-এরও ব্যবসা আরও বাড়বে৷ ভারতে তাঁদের ইউজার বাড়বে৷ প্রচুর ছোট ব্যবসায়ী জিওমার্টে রেজিস্টার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন৷ ব্যবসা করার জন্য প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ-এর প্ল্যাটফর্মকেই ভরসা করবেন৷
বর্তমানে তাঁদের খরিদ্দাররা মূলত পাড়া বা স্থানীয় এলাকাতেই সীমাবদ্ধ৷ জিওমার্টে রেজিস্টার করে দূরে দূরে গ্রাহক বাড়াতে পারবেন৷ এর পরিবর্তে হোয়াটসঅ্যাপের কী লাভ? হোয়াটসঅ্যাপ-এরও ব্যবসা আরও বাড়বে৷ ভারতে তাঁদের ইউজার বাড়বে৷ প্রচুর ছোট ব্যবসায়ী জিওমার্টে রেজিস্টার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন৷ ব্যবসা করার জন্য প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ-এর প্ল্যাটফর্মকেই ভরসা করবেন৷
advertisement
8/8
নতুন জিও মার্ট ব্যবহারকারীকে দেওয়া হবে বিনামূল্যে Covid-19 কেয়ার কিট৷ অর্থাত্‍ জিও মার্টে যিনি প্রথম অর্ডার করবেন, তাঁকেই বিনামূল্যে এটি দেওয়া হবে৷ মুকেশ আম্বানি বলেন, 'জিওমার্ট ও হোয়াটসঅ্যাপ মিলে দেশের ৩ কোটি পাড়ার ছোট মুদির দোকানকে আর্থিক ভাবে আরও স্বচ্ছল করবে৷'
নতুন জিও মার্ট ব্যবহারকারীকে দেওয়া হবে বিনামূল্যে Covid-19 কেয়ার কিট৷ অর্থাত্‍ জিও মার্টে যিনি প্রথম অর্ডার করবেন, তাঁকেই বিনামূল্যে এটি দেওয়া হবে৷ মুকেশ আম্বানি বলেন, 'জিওমার্ট ও হোয়াটসঅ্যাপ মিলে দেশের ৩ কোটি পাড়ার ছোট মুদির দোকানকে আর্থিক ভাবে আরও স্বচ্ছল করবে৷'
advertisement
advertisement
advertisement