পাড়ার সব ছোট মুদির দোকানও এবার অনলাইনে, সৌজন্যে JioMart, জানুন বিস্তারিত
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
রিলায়েন্সের ৪৩তম বার্ষিক সাধারণ সভা (43rd RIL AGM) জিও মার্ট-এর পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন মুকেশ আম্বানি৷ স্থানীয় দোকান, পাড়ার মুদির দোকান, হকাররাও জিওমার্টে রেজিস্টার করতে পারবেন৷
advertisement
advertisement
বুধবার ৪৩তম বার্ষিক সাধারণ সভা (43rd RIL AGM)-য় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি জানান, ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি৷ সেই ব্যবহারকারীদের মাধ্যমে স্থানীয় মুদির দোকানগুলিকে এক ছাতার তলায় আনবে জিও মার্ট৷ চলতি বছরের জানুয়ারিতে ভারতের ই-কমার্স ক্ষেত্রে JioMart নিয়ে আসে রিলায়েন্স৷
advertisement
advertisement
advertisement
advertisement
বর্তমানে তাঁদের খরিদ্দাররা মূলত পাড়া বা স্থানীয় এলাকাতেই সীমাবদ্ধ৷ জিওমার্টে রেজিস্টার করে দূরে দূরে গ্রাহক বাড়াতে পারবেন৷ এর পরিবর্তে হোয়াটসঅ্যাপের কী লাভ? হোয়াটসঅ্যাপ-এরও ব্যবসা আরও বাড়বে৷ ভারতে তাঁদের ইউজার বাড়বে৷ প্রচুর ছোট ব্যবসায়ী জিওমার্টে রেজিস্টার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন৷ ব্যবসা করার জন্য প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ-এর প্ল্যাটফর্মকেই ভরসা করবেন৷
advertisement