#কলকাতা: টেলিকম কোম্পানিরা হঠাৎই একেবারে সস্তার প্ল্যান নিয়ে বাজার ধরে রাখার লড়াইতে ঝাঁপিয়ে পড়েছে (Best Recharge Plan under 100 Rupees)৷ গ্রাহকরা এর ফায়দা পাচ্ছেন ভালই৷ সস্তা প্ল্যানে গ্রাহকদের বেশ কিছু ভাল ভাল অপশনও রয়েছে৷ ১০০ টাকারও কমে দারুণ একটা প্ল্যান বাজার কাঁপাচ্ছে৷ জিও ৭৫ টাকায় প্ল্যান নিয়ে দরদাম শুরু করেছে৷ Photo- Representative