কম দামে ডেটা দিয়ে বাজিমাত জিও-র, খবরটা চমকে দেবে

Last Updated:
1/6
জিও-বাজারে আসার পরেই ভারতের মোবাইল ডেটার বাজারে কার্যত বিপ্লব হয়ে গিয়েছিল ৷ আর সেটা যে কোনও কথার কথার বিপ্লব নয় ৷ একেবারে পরিসংখ্যানে সেটাই প্রমাণ হয়ে গেল ৷ Photo - File
জিও-বাজারে আসার পরেই ভারতের মোবাইল ডেটার বাজারে কার্যত বিপ্লব হয়ে গিয়েছিল ৷ আর সেটা যে কোনও কথার কথার বিপ্লব নয় ৷ একেবারে পরিসংখ্যানে সেটাই প্রমাণ হয়ে গেল ৷ Photo - File
advertisement
2/6
ব্রডব্যান্ড মার্কেটের ৫০ শতাংশ এখন জিও-র দখলে  ৷ ২১.৬  শতাংশ ওয়ারলেস উপভোক্তাদের হিসেবে পাওয়া গেছে ৷ Photo - File
ব্রডব্যান্ড মার্কেটের ৫০ শতাংশ এখন জিও-র দখলে ৷ ২১.৬ শতাংশ ওয়ারলেস উপভোক্তাদের হিসেবে পাওয়া গেছে ৷ Photo - File
advertisement
3/6
সেপ্টেম্বরে ১৩ মিলিয়ন সাবস্ক্রাইবার বাড়িয়েছে জিও ৷ অক্টোবর ২০১৭ থেকে সেপ্টেম্বর ২০১৮ তে জিও-র উপভোক্তা ১১৩.৬ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে ৷ Photo - File
সেপ্টেম্বরে ১৩ মিলিয়ন সাবস্ক্রাইবার বাড়িয়েছে জিও ৷ অক্টোবর ২০১৭ থেকে সেপ্টেম্বর ২০১৮ তে জিও-র উপভোক্তা ১১৩.৬ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে ৷ Photo - File
advertisement
4/6
ব্রডব্যান্ড উপভোক্তা সারা দেশে একবছরে বেড়েছে ৫১.২ শতাংশ ৷ এই মুহূর্তে উপভোক্তা ৪৬৩.২ মিলিয়ন ৷  Photo - File
ব্রডব্যান্ড উপভোক্তা সারা দেশে একবছরে বেড়েছে ৫১.২ শতাংশ ৷ এই মুহূর্তে উপভোক্তা ৪৬৩.২ মিলিয়ন ৷ Photo - File
advertisement
5/6
এয়ারটেল ও ভোডাফোনের এই এক বছরে সাবস্ক্রাইবার বেড়েছে ৬১.৫ মিলিয়ন এবং ৩৭.৫ মিলিয়ন ৷ Photo - File
এয়ারটেল ও ভোডাফোনের এই এক বছরে সাবস্ক্রাইবার বেড়েছে ৬১.৫ মিলিয়ন এবং ৩৭.৫ মিলিয়ন ৷ Photo - File
advertisement
6/6
রিলায়েন্স জিও-র প্রতি মাসে গ্রাহক বৃদ্ধির হার ৫.৪ শতাংশ ৷ বাকিদের তুলনায় একেবারেই নগন্য ৷ এয়ারটেলের বৃদ্ধির হার ০.৭ শতাংশ ওভোডাফোনের বৃদ্ধির হার ১.২ শতাংশ ৷ Photo - File
রিলায়েন্স জিও-র প্রতি মাসে গ্রাহক বৃদ্ধির হার ৫.৪ শতাংশ ৷ বাকিদের তুলনায় একেবারেই নগন্য ৷ এয়ারটেলের বৃদ্ধির হার ০.৭ শতাংশ ওভোডাফোনের বৃদ্ধির হার ১.২ শতাংশ ৷ Photo - File
advertisement
advertisement
advertisement