

বাজেটে হওয়া সিদ্ধান্তের প্রভাব এবার দেখতে পাওয়া যাচ্ছে ৷ দেশের সবচেয়ে বড় সিগারেট সংস্থা ITC নিজেদের একাধিক প্রোডাক্টের দাম বাড়িয়ে দিয়েছে ৷ CNBCTV18 সূত্রের খবর অনুযায়ী, ITC তাদের সমস্ত সিগারেটের দাম ১০ থেকে ১২ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে ৷ পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন তামাক ও সিগারেটের এক্সাইজ ডিউটি বাড়ানো হবে ৷ এর জন্য ITC দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷


ITC-র ব্র্যান্ড KSFT এক প্যাকেট সিগারেট (যাতে ১০টি সিগারেট থাকে) তার দাম ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩২০ টাকা করে দিয়েছে ৷ অন্যদিকে গোল্ড ফ্লেক সুপারস্টারের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে ৷ এছাড়া লির্বাটি সিগারেটের দাম ৪০ টাকা থেকে ৫০ টাকা করা হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত সংস্থার তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি ৷


৫ জুলাই ২০১৯ নির্মলা সীতারমন তার প্রথম বাজেট পেশ করার সময় সিগারেটে ৫ টাকা প্রতি হাজার থেকে ১০ টাকা প্রতি হাজারে এক্সাইজ ডিউটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ৷ প্রথমে বেশিরভাগে সিগারেটে এক্সাইজ ডিউটি জিরো ছিল ৷ কিন্তু মোদি সরকার ২.০ প্রথম বাজেটেই এটা বাড়িয়ে ৫-১০ টাকাপ্রতি হাজার পর্যন্ত করে দিয়েছে ৷ পাশাপাশি বিড়ির উপরেও এক্সাইজ ডিউটি বাড়িয়ে দিয়েছে সরকার ৷