হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » AADHAAR-এর পুরো অর্থ জানেন! কেউ জানতে চাইলে কী বলবেন ভেবে দেখেছেন কখনও?

AADHAAR-এর পুরো অর্থ জানেন! কেউ জানতে চাইলে কী বলবেন ভেবে দেখেছেন কখনও?

  • 15

    AADHAAR-এর পুরো অর্থ জানেন! কেউ জানতে চাইলে কী বলবেন ভেবে দেখেছেন কখনও?

    যে কোনও ভারতীয় নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি হল AADHAAR। এভাবে লেখা হয় বলে মনে হতে পারে, প্রত্যেকটি শব্দের হয়তো কোনও অর্থ রয়েছে, যাকে বলে ‘ফুল ফর্ম’, ঠিক যেমন PAN-এর অর্থ পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর।

    MORE
    GALLERIES

  • 25

    AADHAAR-এর পুরো অর্থ জানেন! কেউ জানতে চাইলে কী বলবেন ভেবে দেখেছেন কখনও?

    কিন্তু না, AADHAAR-এর কোনও ফুল ফর্ম নেই। তবে এর নিয়ন্ত্রক সংস্থা UIDAI-এর ফুল ফর্ম হল Unique Identification Authority of India, সংক্ষেপে UIDAI। অর্থাৎ Unique Identification Authority of India বা UIDAI-এর ভিত্তি হল Aadhaar নম্বর।

    MORE
    GALLERIES

  • 35

    AADHAAR-এর পুরো অর্থ জানেন! কেউ জানতে চাইলে কী বলবেন ভেবে দেখেছেন কখনও?

    এই AADHAAR সম্পর্কে কয়েকটি বিষয় দেখে নেওয়া যাক এক নজরে—
    ১. প্রথম আধার
    ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর প্রথম আধার কার্ড জারি করা হয়েছিল মহারাষ্ট্রের নন্দারবারের এক বাসিন্দার নামে।
    ২. UIDAI
    এই সংস্থার সদর দফতর রয়েছে নয়াদিল্লিতে। সারা ভারতে ৮টি আঞ্চলিক কার্যলয়ও রয়েছে।

    MORE
    GALLERIES

  • 45

    AADHAAR-এর পুরো অর্থ জানেন! কেউ জানতে চাইলে কী বলবেন ভেবে দেখেছেন কখনও?

    ৩. তথ্য কেন্দ্র
    UIDAI-এর দু’টি তথ্যকেন্দ্র বা ডেটা সেন্টার রয়েছে সারা ভারতে। একটি কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুর হেব্বালে। অন্যটি হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের মানেসরে।
    ৪. মোট আধার
    ২০১৯ সাল পর্যন্ত ইস্যু করা সংখ্যার ভিত্তিতে প্রায় ১২০ কোটি আধার নম্বর জারি করা হয়েছে বলে খবর। এর মধ্যে আবার মহিলার সংখ্যা বেশি পুরুষের তুলনায়।
    ৫. নম্বরের বিশেষত্ব
    আধার এমন একটি ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর যা কখনই ০ বা ১ দিয়ে শুরু হয় না।

    MORE
    GALLERIES

  • 55

    AADHAAR-এর পুরো অর্থ জানেন! কেউ জানতে চাইলে কী বলবেন ভেবে দেখেছেন কখনও?

    ৭. ব্যাঙ্ক সংযোগ
    আধার কার্ড হাতে পাওয়ার পর তার ফটোকপি নিয়ে নিজের ব্যাঙ্কের শাখা অফিসে জমা দিলে কর্তৃপক্ষই অ্যাকাউন্টের সঙ্গে তা যুক্ত করে নেবেন। তখন আধার এনেবলড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এইবিএ-র সুবিধা পাওয়া সম্ভব হবে।
    ৮. পেমেন্ট সিস্টেম
    আধার পেমেন্ট ব্রিজ বা এপিবি একটি ইউনিক পেমেন্ট সিস্টেম যা এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে অনুমোদন প্রাপ্ত। সরকারি ভর্তুকি নির্দিষ্ট উপভোক্তার অ্যাকউন্টে পৌঁছে দেওয়ার জন্য আধার নম্বর ব্যবহার করা হয়। এক্ষেত্রে আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ওই টাকা জমা হয়।

    MORE
    GALLERIES