৩. তথ্য কেন্দ্র
UIDAI-এর দু’টি তথ্যকেন্দ্র বা ডেটা সেন্টার রয়েছে সারা ভারতে। একটি কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুর হেব্বালে। অন্যটি হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের মানেসরে।
৪. মোট আধার
২০১৯ সাল পর্যন্ত ইস্যু করা সংখ্যার ভিত্তিতে প্রায় ১২০ কোটি আধার নম্বর জারি করা হয়েছে বলে খবর। এর মধ্যে আবার মহিলার সংখ্যা বেশি পুরুষের তুলনায়।
৫. নম্বরের বিশেষত্ব
আধার এমন একটি ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর যা কখনই ০ বা ১ দিয়ে শুরু হয় না।
৭. ব্যাঙ্ক সংযোগ
আধার কার্ড হাতে পাওয়ার পর তার ফটোকপি নিয়ে নিজের ব্যাঙ্কের শাখা অফিসে জমা দিলে কর্তৃপক্ষই অ্যাকাউন্টের সঙ্গে তা যুক্ত করে নেবেন। তখন আধার এনেবলড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এইবিএ-র সুবিধা পাওয়া সম্ভব হবে।
৮. পেমেন্ট সিস্টেম
আধার পেমেন্ট ব্রিজ বা এপিবি একটি ইউনিক পেমেন্ট সিস্টেম যা এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে অনুমোদন প্রাপ্ত। সরকারি ভর্তুকি নির্দিষ্ট উপভোক্তার অ্যাকউন্টে পৌঁছে দেওয়ার জন্য আধার নম্বর ব্যবহার করা হয়। এক্ষেত্রে আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ওই টাকা জমা হয়।