এবার এই কাজের জন্যেও PAN-আধার লিঙ্ক বাধ্যতামূলক ? জেনে নিন নির্দেশিকা
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
সম্প্রতি ভারতীয় অর্থমন্ত্রকের তরফে জানান হয়েছে, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের জন্য PAN ও আধার কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।
আধার নম্বরের সঙ্গে PAN লিঙ্ক করানোর সময়সীমা আরও কিছুটা বাড়ানো হয়েছে সরকারি ভাবে। PAN এবং আধার—এই দু’টি পরিচয় জ্ঞাপক নথি ভারতীয় নাগরিকের জন্য খুব জরুরি। সেক্ষেত্রে আগামী ৩০ জুন ২০২৩ তারিখের মধ্যে এই সংযুক্তি করিয়ে না নিলে ১ জুলাই ২০২৩ তারিখ থেকে PAN নিষ্ক্রিয় হয়ে যাবে। এই নথি দু’টিই KYC বা নো ইয়োর কাস্টমার প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। সম্প্রতি ভারতীয় অর্থমন্ত্রকের তরফে জানান হয়েছে, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের জন্য PAN ও আধার কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement