Bank Holiday: আজ গুড ফ্রাইডেতে কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? জেনে নিয়ে কাজকর্মের পরিকল্পনা করুন!

Last Updated:
প্রশ্ন উঠছে যে আজ গুড ফ্রাইডে উপলক্ষেও কি ব্যাঙ্ক বন্ধ থাকবে?
1/9
এপ্রিল মাস থেকেই শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। এই মাসেই একাধিক সরকারি ছুটি রয়েছে। যার ফলে একাধিক দিন বন্ধ থাকতে চলেছে সরকারি ব্যাঙ্ক। হিসেব করে দেখা যাচ্ছে সপ্তাহান্তিক ছুটিগুলির সঙ্গে অন্য সরকারি ছুটিগুলি মিলিয়ে দেখলে মাসের ১৫ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
এপ্রিল মাস থেকেই শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। এই মাসেই একাধিক সরকারি ছুটি রয়েছে। যার ফলে একাধিক দিন বন্ধ থাকতে চলেছে সরকারি ব্যাঙ্ক। হিসেব করে দেখা যাচ্ছে সপ্তাহান্তিক ছুটিগুলির সঙ্গে অন্য সরকারি ছুটিগুলি মিলিয়ে দেখলে মাসের ১৫ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
advertisement
2/9
ফলে যে সমস্ত নাগরিক জরুরি কাজের জন্য ব্যাঙ্কে যাবেন, তাঁদের এই ছুটির দিনগুলি আগে থেকে দেখে পরিকল্পনা করে নেওয়াই ভাল। প্রশ্ন উঠছে যে আজ গুড ফ্রাইডে উপলক্ষেও কি ব্যাঙ্ক বন্ধ থাকবে?
ফলে যে সমস্ত নাগরিক জরুরি কাজের জন্য ব্যাঙ্কে যাবেন, তাঁদের এই ছুটির দিনগুলি আগে থেকে দেখে পরিকল্পনা করে নেওয়াই ভাল। প্রশ্ন উঠছে যে আজ গুড ফ্রাইডে উপলক্ষেও কি ব্যাঙ্ক বন্ধ থাকবে?
advertisement
3/9
উত্তর হল- হ্যাঁ, আজ গুড ফ্রাইডে উপলক্ষে বন্ধ থাকছে ব্যাঙ্ক। এই দিনে খ্রিস্ট ধর্মাবলম্বীরা যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা স্মরণ করেন। এই বছরে এপ্রিলের সাত তারিখে গুড ফ্রাইডে এবং নয় তারিখে ইস্টার পালিত হবে।
উত্তর হল- হ্যাঁ, আজ গুড ফ্রাইডে উপলক্ষে বন্ধ থাকছে ব্যাঙ্ক। এই দিনে খ্রিস্ট ধর্মাবলম্বীরা যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা স্মরণ করেন। এই বছরে এপ্রিলের সাত তারিখে গুড ফ্রাইডে এবং নয় তারিখে ইস্টার পালিত হবে।
advertisement
4/9
দেখে নেওয়া যাক এই দিনটি উপলক্ষে কোন কোন শহরের ব্যাঙ্ক থাকছে বন্ধ।
দেখে নেওয়া যাক এই দিনটি উপলক্ষে কোন কোন শহরের ব্যাঙ্ক থাকছে বন্ধ।
advertisement
5/9
আইজল, বেঙ্গালুরু, ভোপাল, বেলাপুর, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ইম্ফল, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পটনা, রায়পুর, রাঁচি, শিলং এবং তিরুবনন্তপুরম এই শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আইজল, বেঙ্গালুরু, ভোপাল, বেলাপুর, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ইম্ফল, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পটনা, রায়পুর, রাঁচি, শিলং এবং তিরুবনন্তপুরম এই শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
6/9
গুড ফ্রাইডে পড়েছে শুক্রবার। আর ঠিক তার পরের দিন অর্থাৎ শনিবার হল মাসের দ্বিতীয় শনিবার বা সেকেন্ড স্যাটারডে। ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটিও ব্যাঙ্ক হলিডে বা ব্যাঙ্কের ছুটি থাকে। তাই যাঁরা এই সব উল্লিখিত শহরগুলিতে থাকেন তাঁদের জন্য ব্যাঙ্কের দরজা আবার সোমবার খুলবে। কারণ শনি ও রবি দুই দিনই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
গুড ফ্রাইডে পড়েছে শুক্রবার। আর ঠিক তার পরের দিন অর্থাৎ শনিবার হল মাসের দ্বিতীয় শনিবার বা সেকেন্ড স্যাটারডে। ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটিও ব্যাঙ্ক হলিডে বা ব্যাঙ্কের ছুটি থাকে। তাই যাঁরা এই সব উল্লিখিত শহরগুলিতে থাকেন তাঁদের জন্য ব্যাঙ্কের দরজা আবার সোমবার খুলবে। কারণ শনি ও রবি দুই দিনই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
7/9
এই বছরে এপ্রিল মাসে আরও কয়েকটি ছুটির দিন আছে। সেই দিনগুলিতেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। দেখে নেওয়া যাক সেই দিনগুলি কী কী।
এই বছরে এপ্রিল মাসে আরও কয়েকটি ছুটির দিন আছে। সেই দিনগুলিতেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। দেখে নেওয়া যাক সেই দিনগুলি কী কী।
advertisement
8/9
এপ্রিল ১৪: ড. বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী/বোহাগ বিহু/চেরাওবা/বৈশাখী/তামিল নববর্ষ দিবস/মহা বিষুব সংক্রান্তি/বিজু উৎসব/বুইসু উৎসব ইত্যাদি। এপ্রিল ১৫: বিষু/বোহাগ বিহু/হিমাচল দিবস/বাংলা নববর্ষের দিন এপ্রিল ১৮: শবে-ই-কদর এপ্রিল ২১: ইদ-উল-ফিতর (রমজান ঈদ)/গড়িয়া পূজা/জুমাত-উল-বিদা এপ্রিল ২২: রমজান ঈদ
এপ্রিল ১৪: ড. বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী/বোহাগ বিহু/চেরাওবা/বৈশাখী/তামিল নববর্ষ দিবস/মহা বিষুব সংক্রান্তি/বিজু উৎসব/বুইসু উৎসব ইত্যাদি। এপ্রিল ১৫: বিষু/বোহাগ বিহু/হিমাচল দিবস/বাংলা নববর্ষের দিন এপ্রিল ১৮: শবে-ই-কদর এপ্রিল ২১: ইদ-উল-ফিতর (রমজান ঈদ)/গড়িয়া পূজা/জুমাত-উল-বিদা এপ্রিল ২২: রমজান ঈদ
advertisement
9/9
সঙ্গে থাক এই তালিকা- কোন কোন ছুটির দিন কী কী বার পড়েছে সেটা দেখে নিয়ে তবেই গ্রাহকদের ব্যাঙ্কে যেতে হবে। তাহলে আর পড়তে হবে না অহেতুক বিভ্রান্তির মুখে।
সঙ্গে থাক এই তালিকা- কোন কোন ছুটির দিন কী কী বার পড়েছে সেটা দেখে নিয়ে তবেই গ্রাহকদের ব্যাঙ্কে যেতে হবে। তাহলে আর পড়তে হবে না অহেতুক বিভ্রান্তির মুখে।
advertisement
advertisement
advertisement