দীপাবলির উপহার ! তৎকাল বুকিংএ বড়সড় সিদ্ধান্ত রেলের

Last Updated:
1/7
আমাদের দেশে সর্বাধিক মানুষই ট্রেনে যাতায়াত করেন। যাত্রীদের সুবিধা দিতে প্রতিদিনই নতুন কিছু ঘোষণা করে রেল ।  তাৎক্ষণিক টিকিট বুকিংএর ক্ষেত্রে যেমন তৎকালের জুড়ি মেলা ভার । (ছবি: সংগৃহীত)
আমাদের দেশে সর্বাধিক মানুষই ট্রেনে যাতায়াত করেন। যাত্রীদের সুবিধা দিতে প্রতিদিনই নতুন কিছু ঘোষণা করে রেল । তাৎক্ষণিক টিকিট বুকিংএর ক্ষেত্রে যেমন তৎকালের জুড়ি মেলা ভার । (ছবি: সংগৃহীত)
advertisement
2/7
তবে তৎকালে টিকিট বুকিং করার আগেও কিছু বিষয়ে সতর্কতা  অবলম্বন করা দরকার । জেনে নিন কি কি । (ছবি: সংগৃহীত)
তবে তৎকালে টিকিট বুকিং করার আগেও কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার । জেনে নিন কি কি । (ছবি: সংগৃহীত)
advertisement
3/7
রেলের নন-এসি টিকিট বুকিং শুরু হয় বেলা ১১ টা থেকে কিন্তু এসি ক্লাসের টিকিট বুক হয় বেলা ১০ টা থেকে । এজেন্টের মারফৎ যদি বুকিং করেন সেক্ষেত্রে এজেন্ট বুকিং শুরু হওয়ার আধ ঘন্টা পর্যন্ত টিকিট কাটতে পারবেন না । (ছবি: সংগৃহীত)
রেলের নন-এসি টিকিট বুকিং শুরু হয় বেলা ১১ টা থেকে কিন্তু এসি ক্লাসের টিকিট বুক হয় বেলা ১০ টা থেকে । এজেন্টের মারফৎ যদি বুকিং করেন সেক্ষেত্রে এজেন্ট বুকিং শুরু হওয়ার আধ ঘন্টা পর্যন্ত টিকিট কাটতে পারবেন না । (ছবি: সংগৃহীত)
advertisement
4/7
একটি IP অ্যাড্রেসের সাহায্যে আপনি ২টি তাৎক্ষণিক টিকিট বুক করতে পারবেন । (ছবি: সংগৃহীত)
একটি IP অ্যাড্রেসের সাহায্যে আপনি ২টি তাৎক্ষণিক টিকিট বুক করতে পারবেন । (ছবি: সংগৃহীত)
advertisement
5/7
নয়া নিয়ম অনুযায়ী, আপনি টাকাও ফেরত পাবেন নির্ধারিত সময়ের মধ্যে টিকিট বাতিল করলে । (ছবি: সংগৃহীত)
নয়া নিয়ম অনুযায়ী, আপনি টাকাও ফেরত পাবেন নির্ধারিত সময়ের মধ্যে টিকিট বাতিল করলে । (ছবি: সংগৃহীত)
advertisement
6/7
এছাড়াও অনলাইনে টিকিট কাটার সময় একটি বিশেষ ক্যাপচা কোড দেখানো হয় এর ফলে অন্য কোনও স্বয়ংক্রিয় স ফটওয়ারের সাহায্যে টিকিট জালিয়াতির সম্ভাবনা নেই। (ছবি: সংগৃহীত)
এছাড়াও অনলাইনে টিকিট কাটার সময় একটি বিশেষ ক্যাপচা কোড দেখানো হয় এর ফলে অন্য কোনও স্বয়ংক্রিয় স ফটওয়ারের সাহায্যে টিকিট জালিয়াতির সম্ভাবনা নেই। (ছবি: সংগৃহীত)
advertisement
7/7
অন টাইম পাসওয়ার্ডের সাহায্যে সবধরনের ইন্টারনেট পেমেন্টের সুবিধাও রয়েছে । (ছবি: সংগৃহীত)
অন টাইম পাসওয়ার্ডের সাহায্যে সবধরনের ইন্টারনেট পেমেন্টের সুবিধাও রয়েছে । (ছবি: সংগৃহীত)
advertisement
advertisement
advertisement