Investment Tips: এখানে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে দেখুন, মেয়াদ শেষে পেয়ে যাবেন ৭০ লক্ষ টাকা

Last Updated:
Investment Tips: দীর্ঘ সময় ধরে মোট বিনিয়োগ বহু গুণ বৃদ্ধি পায়। এটি রিটার্নের চক্রবৃদ্ধি হিসাবে পরিচিত।
1/7
কোনও মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলে এর পারফরম্যান্সের উপর আগে থেকে দীর্ঘ সময় ধরেই নজরদারি চালাতে হবে। এমনটাই পরামর্শ দিয়ে থাকেন অর্থ বিশেষজ্ঞরা। এটাও মাথায় রাখতে হবে যে, একটি নির্দিষ্ট সময় ধরে মিউচুয়াল ফান্ড স্কিমে টাকা বিনিয়োগ করা থাকলে পরবর্তী বছরগুলিতে আয় প্রথম কয়েক বছরের তুলনায় অসম পরিমাণে বেশি হয়।
কোনও মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলে এর পারফরম্যান্সের উপর আগে থেকে দীর্ঘ সময় ধরেই নজরদারি চালাতে হবে। এমনটাই পরামর্শ দিয়ে থাকেন অর্থ বিশেষজ্ঞরা। এটাও মাথায় রাখতে হবে যে, একটি নির্দিষ্ট সময় ধরে মিউচুয়াল ফান্ড স্কিমে টাকা বিনিয়োগ করা থাকলে পরবর্তী বছরগুলিতে আয় প্রথম কয়েক বছরের তুলনায় অসম পরিমাণে বেশি হয়।
advertisement
2/7
এর ফলে দীর্ঘ সময় ধরে মোট বিনিয়োগ বহু গুণ বৃদ্ধি পায়। এটি রিটার্নের চক্রবৃদ্ধি হিসাবে পরিচিত। আজ এই প্রতিবেদনে আইসিআইসিআই প্রুডেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডের মতো মিউচুয়াল ফান্ড স্কিমে চক্রবৃদ্ধি রিটার্নের দুর্দান্ত উপযোগিতা ব্যাখ্যা করব।
এর ফলে দীর্ঘ সময় ধরে মোট বিনিয়োগ বহু গুণ বৃদ্ধি পায়। এটি রিটার্নের চক্রবৃদ্ধি হিসাবে পরিচিত। আজ এই প্রতিবেদনে আইসিআইসিআই প্রুডেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডের মতো মিউচুয়াল ফান্ড স্কিমে চক্রবৃদ্ধি রিটার্নের দুর্দান্ত উপযোগিতা ব্যাখ্যা করব।
advertisement
3/7
ধরা যাক, এই মিউচুয়াল ফান্ড স্কিমে কোনও বিনিয়োগকারী ১ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। এদিকে তার থেকে রিটার্নের পরিমাণ ২৯.৭৪ শতাংশ। যার ফলে বিনিয়োগকারী পাবেন ১.২৯ লক্ষ টাকা।
ধরা যাক, এই মিউচুয়াল ফান্ড স্কিমে কোনও বিনিয়োগকারী ১ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। এদিকে তার থেকে রিটার্নের পরিমাণ ২৯.৭৪ শতাংশ। যার ফলে বিনিয়োগকারী পাবেন ১.২৯ লক্ষ টাকা।
advertisement
4/7
আবার কেউ যদি তিন বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তিন বছর পরে সেই বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১.৮৭ লক্ষ টাকা। অন্যদিকে কেউ যদি ৫ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তার ফলে বিনিয়োগের মেয়াদ শেষে তিনি ২১.৬৩ শতাংশ হারে রিটার্ন হিসেবে তিনি পেয়ে যাবেন ২.৬৬ লক্ষ টাকা। আবার সেই হিসেবে দেখতে গেলে ১০ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে তিনি পাবেন ৪.০৭ লক্ষ টাকা।
আবার কেউ যদি তিন বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তিন বছর পরে সেই বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১.৮৭ লক্ষ টাকা। অন্যদিকে কেউ যদি ৫ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তার ফলে বিনিয়োগের মেয়াদ শেষে তিনি ২১.৬৩ শতাংশ হারে রিটার্ন হিসেবে তিনি পেয়ে যাবেন ২.৬৬ লক্ষ টাকা। আবার সেই হিসেবে দেখতে গেলে ১০ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে তিনি পাবেন ৪.০৭ লক্ষ টাকা।
advertisement
5/7
আবার কেউ যদি মিউচুয়াল ফান্ডটি চালু হওয়ার সময় অর্থাৎ গত ৩১ অক্টোবর ২০০২ তারিখে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে ২১.৫৬ শতাংশ হারে তাঁর বিনিয়োগের রিটার্ন ৭০ লক্ষ টাকায় পৌঁছে যাবে। এই ওপেন-এন্ডেড স্কিমটি চালু হয়েছিল গত ৩১ অক্টোবর ২০০২ তারিখে।
আবার কেউ যদি মিউচুয়াল ফান্ডটি চালু হওয়ার সময় অর্থাৎ গত ৩১ অক্টোবর ২০০২ তারিখে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে ২১.৫৬ শতাংশ হারে তাঁর বিনিয়োগের রিটার্ন ৭০ লক্ষ টাকায় পৌঁছে যাবে। এই ওপেন-এন্ডেড স্কিমটি চালু হয়েছিল গত ৩১ অক্টোবর ২০০২ তারিখে।
advertisement
6/7
যা ইক্যুইটি, ডেট এবং এক্সচেঞ্জ ট্রেডেড কমোডিটি ডেরিভেটিভ/ গোল্ড ইটিএফ-এর ইউনিট/ সিলভার ইটিএফ-এর ইউনিট/ REITs & InvITs-এর ইউনিট/ প্রেফারেন্স শেয়ারে বিনিয়োগ করে। icicipruamc.com থেকে জানা যাচ্ছে যে, এই স্কিমের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (এইউএম)-এর পরিমাণ গিয়ে পৌঁছেছে ৪৬৪৮৮ কোটি টাকায়।
যা ইক্যুইটি, ডেট এবং এক্সচেঞ্জ ট্রেডেড কমোডিটি ডেরিভেটিভ/ গোল্ড ইটিএফ-এর ইউনিট/ সিলভার ইটিএফ-এর ইউনিট/ REITs & InvITs-এর ইউনিট/ প্রেফারেন্স শেয়ারে বিনিয়োগ করে। icicipruamc.com থেকে জানা যাচ্ছে যে, এই স্কিমের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (এইউএম)-এর পরিমাণ গিয়ে পৌঁছেছে ৪৬৪৮৮ কোটি টাকায়।
advertisement
7/7
এই স্কিমের মূল কনস্টিটিউয়েন্স স্টকের মধ্যে অন্যতম হল - আইসিআইসিআই ব্যাঙ্ক (৪.৯৫ শতাংশ), এইচডিএফসি ব্যাঙ্ক (৪.৬১ শতাংশ), এনটিপিসি (৪.২ শতাংশ), মারুতি সুজুকি (৩.৮৪ শতাংশ), আরআইএল (৩.০৩ শতাংশ), ইনফোসিস (২.৪৬ শতাংশ), এসবিআই কার্ডস (২.৪২ শতাংশ), বাজাজ ফিনসার্ভ (২.৩ শতাংশ), সান ফার্মা (২.২৯ শতাংশ)। এই স্কিমের ফান্ড ম্যানেজাররা হলেন মণীশ বানথিয়া, শঙ্করণ নরেন, ইহাব দালওয়ানি, শ্রী শর্মা, গৌরব চিকানে এবং অখিল কক্কর।
এই স্কিমের মূল কনস্টিটিউয়েন্স স্টকের মধ্যে অন্যতম হল - আইসিআইসিআই ব্যাঙ্ক (৪.৯৫ শতাংশ), এইচডিএফসি ব্যাঙ্ক (৪.৬১ শতাংশ), এনটিপিসি (৪.২ শতাংশ), মারুতি সুজুকি (৩.৮৪ শতাংশ), আরআইএল (৩.০৩ শতাংশ), ইনফোসিস (২.৪৬ শতাংশ), এসবিআই কার্ডস (২.৪২ শতাংশ), বাজাজ ফিনসার্ভ (২.৩ শতাংশ), সান ফার্মা (২.২৯ শতাংশ)। এই স্কিমের ফান্ড ম্যানেজাররা হলেন মণীশ বানথিয়া, শঙ্করণ নরেন, ইহাব দালওয়ানি, শ্রী শর্মা, গৌরব চিকানে এবং অখিল কক্কর।
advertisement
advertisement
advertisement