Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস

Last Updated:

অমর্ত্য সেন এই মুহূর্তে বিদেশে রয়েছেন৷ আগামী ১৬ জানুয়ারি তাঁকে শুনানিতে হাজির থাকতে বলা হয়েছে৷

অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছল কমিশনের নোটিস৷
অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছল কমিশনের নোটিস৷
ইন্দ্রজিৎ রুজ, বোলপুর: গতকাল রামপুরহাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দাবি করেছিলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর-এর শুনানিতে ডাকা হয়েছে৷ এই অভিযোগ করে কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন অভিষেক৷ তৃণমূল শীর্ষ নেতার এই দাবিতে শোরগোল পড়ে যায়৷
অভিষেকের এই দাবির পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এ দিন সকালে শুনানির নোটিস দিতে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছয় কমিশনের প্রতিনিধিরা৷ যদিও এই মুহূর্তে অমর্ত্য সেন বিদেশে রয়েছেন৷
অমর্ত্য সেনের হয়ে তাঁর বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার এবং অমর্ত্য সেনের মামাতো ভাই শান্তভানু সেন নোটিস গ্রহণ করেন৷ নির্বাচন কমিশনের নোটিসে জানানো হয়েছে, অমর্ত্য সেনের সঙ্গে তাঁর মায়ের বয়সের পার্থক্য ১৫ বছরের কম৷ যা প্রত্যাশিত নয়৷ সেই কারণেই আগামী ১৬ জানুয়ারি তাঁকে শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে৷ অমর্ত্য সেন যেহেতু বিদেশে রয়েছেন, তিনি ভার্চুয়ালি এই শুনানিতে হাজিরা দিতে পারবেন৷
advertisement
advertisement
যদিও কমিশনের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার৷ তাঁর পাল্টা দাবি, বলছে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে তাঁর বয়সের পার্থক্য ১৫ বছরের কম৷ অমর্ত্য সেনের মায়ের জন্ম হয় ১৯১৪ সালের ১৯ মে৷ অমর্ত্য সেনের জন্মের সময় তাঁর মায়ের বয়স ছিল ১৯ বছর ৬ মাস৷ ১৯৩২ সালে অমর্ত্য সেনের মায়ের বিয়ে হয়৷ কমিশন ভুল করে ১৯১৪ সালের বদলে অমর্ত্য সেনের মায়ের জন্মসালকে ১৯১৮ সাল করে দিয়েছে৷ ওরা লিখতে ভুল করেছে, তার জেরে বিশ্ববন্দিত এত বড় মাপের একজন মানুষকে নোটিস পাঠিয়ে দিল৷ আমরা এই ভুলের কথা কমিশনকে জানাব৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement