Investment Strategies: SIP-তে বিনিয়োগ করবেন না কি PPF-এ টাকা রাখবেন ? কোথায় বেশি লাভ ? হিসেব দেখে সিদ্ধান্ত নিন

Last Updated:
Investment Strategies: SIP ও PPF দুটি খুবই জনপ্রিয় স্কিম। এক নজরে দেখে নেওয়া যাক এর মধ্যে বিনিয়োগের সেরা মাধ্যম কোনটি।
1/8
SIP ও PPF দুটি খুবই জনপ্রিয় স্কিম। এক নজরে দেখে নেওয়া যাক এর মধ্যে বিনিয়োগের সেরা মাধ্যম কোনটি।
SIP ও PPF দুটি খুবই জনপ্রিয় স্কিম। এক নজরে দেখে নেওয়া যাক এর মধ্যে বিনিয়োগের সেরা মাধ্যম কোনটি।
advertisement
2/8
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়। সঙ্গে করছাড়ও মেলে। এই কারণেই অবসরকালীন সঞ্চয় স্কিম হিসেবে পিপিএফ এত জনপ্রিয়। তাছাড়া সরকার সমর্থিত হওয়ায় নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয় না।
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়। সঙ্গে করছাড়ও মেলে। এই কারণেই অবসরকালীন সঞ্চয় স্কিম হিসেবে পিপিএফ এত জনপ্রিয়। তাছাড়া সরকার সমর্থিত হওয়ায় নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয় না।
advertisement
3/8
সবচেয়ে বড় কথা, পিপিএফ বিনিয়োগকে ই-ই-ই ক্যাটাগরিতে রাখা হয়েছে। মানে বিনিয়োগ, সুদ এবং ম্যাচিউরিটির পরিমাণ সম্পূর্ন করমুক্ত। পিপিএফে বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড় পাওয়া যায়। তবে এই বিনিয়োগ আরও বাড়ানো যায়। শুধু তাই নয়, দ্বিগুণ সুদের সুবিধাও পেতে পারেন বিনিয়োগকারী।
সবচেয়ে বড় কথা, পিপিএফ বিনিয়োগকে ই-ই-ই ক্যাটাগরিতে রাখা হয়েছে। মানে বিনিয়োগ, সুদ এবং ম্যাচিউরিটির পরিমাণ সম্পূর্ন করমুক্ত। পিপিএফে বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড় পাওয়া যায়। তবে এই বিনিয়োগ আরও বাড়ানো যায়। শুধু তাই নয়, দ্বিগুণ সুদের সুবিধাও পেতে পারেন বিনিয়োগকারী।
advertisement
4/8
বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য বিনিয়োগ বিকল্পের পরিবর্তে স্ত্রী বা জীবনসঙ্গীর নামে পিপিএফ অ্যাকাউন্ট খোলা লাভজনক। কারণ বিনিয়োগকারীর কাছে দুটি বিকল্প থাকবে। নিজের অ্যাকাউন্ট এবং স্ত্রীর অ্যাকাউন্ট মিলিয়ে মোট ৩ লাখ টাকা জমা করতে পারবেন বিনিয়োগকারী। এই দুই অ্যাকাউন্টে আলাদা আলাদা সুদও পাওয়া যাবে। তবে যে কোনও একটা অ্যাকাউন্টেই করছাড়ের সুবিধা পাওয়া যাবে। ই-ই-ই ক্যাটাগরি হওয়ায় সুদ এবং ম্যাচিউরিটির পরিমাণের উপর করছাড়ও পাবেন।
বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য বিনিয়োগ বিকল্পের পরিবর্তে স্ত্রী বা জীবনসঙ্গীর নামে পিপিএফ অ্যাকাউন্ট খোলা লাভজনক। কারণ বিনিয়োগকারীর কাছে দুটি বিকল্প থাকবে। নিজের অ্যাকাউন্ট এবং স্ত্রীর অ্যাকাউন্ট মিলিয়ে মোট ৩ লাখ টাকা জমা করতে পারবেন বিনিয়োগকারী। এই দুই অ্যাকাউন্টে আলাদা আলাদা সুদও পাওয়া যাবে। তবে যে কোনও একটা অ্যাকাউন্টেই করছাড়ের সুবিধা পাওয়া যাবে। ই-ই-ই ক্যাটাগরি হওয়ায় সুদ এবং ম্যাচিউরিটির পরিমাণের উপর করছাড়ও পাবেন।
advertisement
5/8
আয়করের ধারা ৬৪-র অধীনে স্ত্রীর পাওয়া উপহার বা টাকা স্বামীর আয়ের সঙ্গে যোগ হয়। এটাকে বলা হয় ‘ক্লাবিং’। তবে পিপিএফ ই-ই-ই ক্যাটাগরি হওয়ায় সম্পূর্ণ করমুক্ত। ক্লাবিং এতে লাগু হয় না। ফলে ম্যাচিউরিটির সময় স্ত্রীর পিপিএফ অ্যাকাউন্টে স্বামীর প্রাথমিক বিনিয়োগ থেকে আয়ের সঙ্গে বছরের পর বছর যোগ হবে। বিবাহিতরা পিপিএফ অ্যাকাউন্টে দ্বিগুণ অবদান রাখতে পারবেন। বলে রাখা ভাল, পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ ১৫ বছর। অকাল প্রত্যাহারে জরিমানা দিতে হয়। ম্যাচিউরিটির পরে PPF-এর সময় ৫-৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে।
আয়করের ধারা ৬৪-র অধীনে স্ত্রীর পাওয়া উপহার বা টাকা স্বামীর আয়ের সঙ্গে যোগ হয়। এটাকে বলা হয় ‘ক্লাবিং’। তবে পিপিএফ ই-ই-ই ক্যাটাগরি হওয়ায় সম্পূর্ণ করমুক্ত। ক্লাবিং এতে লাগু হয় না। ফলে ম্যাচিউরিটির সময় স্ত্রীর পিপিএফ অ্যাকাউন্টে স্বামীর প্রাথমিক বিনিয়োগ থেকে আয়ের সঙ্গে বছরের পর বছর যোগ হবে। বিবাহিতরা পিপিএফ অ্যাকাউন্টে দ্বিগুণ অবদান রাখতে পারবেন। বলে রাখা ভাল, পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ ১৫ বছর। অকাল প্রত্যাহারে জরিমানা দিতে হয়। ম্যাচিউরিটির পরে PPF-এর সময় ৫-৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে।
advertisement
6/8
অন্য দিকে, শেয়ার বাজারের সঙ্গে জড়িত SIP-তে প্রতি বছরে ১২% হারে সুদ পাওয়া যেতে পারে। SIP-তে কোনও লক ইন ইন পিরিয়ড নেই। বিনিয়োগকারীরা যখন খুশি এর থেকে টাকা তুলে নিতে পারেন। SIP-তে প্রতি মাসে একটি নির্দিষ্ট হারে টাকা বিনিয়োগ করতে হয়।
অন্য দিকে, শেয়ার বাজারের সঙ্গে জড়িত SIP-তে প্রতি বছরে ১২% হারে সুদ পাওয়া যেতে পারে। SIP-তে কোনও লক ইন ইন পিরিয়ড নেই। বিনিয়োগকারীরা যখন খুশি এর থেকে টাকা তুলে নিতে পারেন। SIP-তে প্রতি মাসে একটি নির্দিষ্ট হারে টাকা বিনিয়োগ করতে হয়।
advertisement
7/8
PPF-এ প্রতি মাসে ১২,৫০০ টাকা বিনিয়োগ করলে, ১৫ বছরে ৪০,৬৮,২০৯ টাকা পাওয়া যেতে পারে। কোটিপতি হওয়ার জন্য PPF-এ একটানা ২৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে হবে।
PPF-এ প্রতি মাসে ১২,৫০০ টাকা বিনিয়োগ করলে, ১৫ বছরে ৪০,৬৮,২০৯ টাকা পাওয়া যেতে পারে। কোটিপতি হওয়ার জন্য PPF-এ একটানা ২৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে হবে।
advertisement
8/8
অন্য দিকে, SIP-তে প্রতি মাসে ১২,৫০০ টাকা বিনিয়োগ করলে মাত্র ১৯ বছরেই ১,০৯,৪১,৫৬৮ টাকা পাওয়া যেতে পারে। অর্থাৎ SIP-তে কম সময়ে কোটিপতি হওয়া যেতে পারে। সেই দিক থেকে দেখলে PPF-এ বিনিয়োগ করে কোটিপতি হতে একটু বেশি সময় লাগতে পারে।
অন্য দিকে, SIP-তে প্রতি মাসে ১২,৫০০ টাকা বিনিয়োগ করলে মাত্র ১৯ বছরেই ১,০৯,৪১,৫৬৮ টাকা পাওয়া যেতে পারে। অর্থাৎ SIP-তে কম সময়ে কোটিপতি হওয়া যেতে পারে। সেই দিক থেকে দেখলে PPF-এ বিনিয়োগ করে কোটিপতি হতে একটু বেশি সময় লাগতে পারে।
advertisement
advertisement
advertisement