এই শেয়ার কিনেছেন তাহলে জলে গেল টাকা, ১ লক্ষ টাকার মূল্য দাঁড়াল মাত্র ৫০০০
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এই শেয়ারের দাম যে ভাবে পড়েছে তাতে হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে যে ২০১০ সালে আপনি যদি ১ লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে বর্তমানে আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু কমে দাঁড়িয়েছে মাত্র ৫০০০ টাকা ৷
গত এক দশকে যেখানে বেশ কিছ স্টক্স ১০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে, সেখানে একাধিক শেয়ার বুল রানের লাভ ওঠাতে পারেনি ৷ অথার্ৎ এই শেয়ারে যারা টাকা লাগিয়েছেন তাদের টাকা ডুবে গিয়েছে ৷ রিলায়েন্স কমিউনিকেশন, কক্স অ্যান্ড কিংগ্স, জেপি অ্যাসোসিয়েটস, MMTC, রিলায়েন্স ক্যাপিটল এবং সিজি পাওয়ারের মত শেয়ার গত ১০ বছরে বিনিয়োগকারীদের প্রায় ৯৫ শতাংশের বেশি ইনভেস্টমেন্ট বর্বাদ করে দিয়েছে ৷
advertisement
advertisement
advertisement