SIP Calculator: প্রতি মাসে ৬০০০ টাকার SIP করলে ১২ বছর পর কত টাকা পাবেন ? টাকা অ্যামাউন্ট জানলে চমকে যাবেন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
SIP Calculator: প্রতি মাসে ৬,০০০ টাকা SIP করলে ১২ বছরের মধ্যে আপনার বিনিয়োগ কত বড় হবে তা দেখে অবাক হয়ে যাবেন।
advertisement
advertisement
সবাই একটি উদ্দেশ্য নিয়ে SIP-তে বিনিয়োগ করেন। যেমন সন্তানের উন্নত ভবিষ্যতের জন্য, বিবাহের জন্য ইত্যাদি। বাবা-মায়েরা কোনও ঝামেলা ছাড়াই সন্তানের জন্য SIP শুরু করতে পারেন। প্রতিটি মিউচুয়াল ফান্ড সন্তানের নামে SIP শুরু করার অনুমতি দেয়। বিনিয়োগের পরিমাণের কোনও সীমা নেই। মনে রাখতে হবে যে, শিশুটিকে অবশ্যই পোর্টফোলিওর একমাত্র ধারক হতে হবে। সন্তানের নামে একটি ৩-ইন-১ অ্যাকাউন্ট (ব্যাঙ্ক + ট্রেডিং + ডিম্যাট) ওপেন করা যেতে পারে। ১৮ বছরের কম বয়সী সন্তানও শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে। তবে, এর জন্য পিতামাতারা দায়ী থাকবে।
advertisement
advertisement
advertisement
