প্রতিদিন ৭৫ টাকা দিলেই মেয়ের জন্য পেয়ে যাবেন ১৪.৫ লাখ টাকা, LIC-র এই পলিসিতে ধামাকা অফার!

Last Updated:
কন্যাসন্তানদের জন্য বিশেষ সেভিংস স্কিম চালু করেছে এলআইসি। নাম ‘এলআইসি কন্যাদান পলিসি’।
1/7
কন্যাসন্তানদের জন্য বিশেষ সেভিংস স্কিম চালু করেছে এলআইসি। নাম ‘এলআইসি কন্যাদান পলিসি’। কন্যাসন্তানের শিক্ষা এবং বিবাহের খরচ মেটানোই এই স্কিমের প্রধান লক্ষ্য। পিতাকেই পলিসি চালাতে হবে। সন্তানের অ্যাকাউন্টে প্রবেশাধিকার নেই। পিতার মৃত্যুর পর কন্যা যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। এই স্কিম পরিবার, বিশেষ করে কন্যাসন্তানকে কঠিন সময়ে সাহায্য করবে। পলিসির মেয়াদ ২৫ বছর। বিমার সর্বনিম্ন মেয়াদ ১৩ বছর, সর্বোচ্চ ২৫ বছর। সন্তানের পিতার বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে।
কন্যাসন্তানদের জন্য বিশেষ সেভিংস স্কিম চালু করেছে এলআইসি। নাম ‘এলআইসি কন্যাদান পলিসি’। কন্যাসন্তানের শিক্ষা এবং বিবাহের খরচ মেটানোই এই স্কিমের প্রধান লক্ষ্য। পিতাকেই পলিসি চালাতে হবে। সন্তানের অ্যাকাউন্টে প্রবেশাধিকার নেই। পিতার মৃত্যুর পর কন্যা যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। এই স্কিম পরিবার, বিশেষ করে কন্যাসন্তানকে কঠিন সময়ে সাহায্য করবে। পলিসির মেয়াদ ২৫ বছর। বিমার সর্বনিম্ন মেয়াদ ১৩ বছর, সর্বোচ্চ ২৫ বছর। সন্তানের পিতার বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে।
advertisement
2/7
এলআইসি কন্যাদান পলিসির বৈশিষ্ট:
এলআইসি কন্যাদান পলিসির বৈশিষ্ট:
advertisement
3/7
ক) পিতার মৃত্যু হলে কোনও প্রিমিয়াম দিতে হবে না।  খ) দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে অবিলম্বে ১০ লাখ টাকা দেওয়া হবে।  গ) অ-দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে ৫ লাখ টাকা দেওয়া হয়।  ঘ) ম্যাচুরিটি পর্যন্ত প্রতি বছর মিলবে ৫০ হাজার টাকা।  ঙ) প্রতিদিন ৭৫ টাকা করে দিলেই মেয়ের বিয়ের সময় হাতে আসবে ১৪.৫ লাখ টাকা।
ক) পিতার মৃত্যু হলে কোনও প্রিমিয়াম দিতে হবে না। খ) দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে অবিলম্বে ১০ লাখ টাকা দেওয়া হবে। গ) অ-দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে ৫ লাখ টাকা দেওয়া হয়। ঘ) ম্যাচুরিটি পর্যন্ত প্রতি বছর মিলবে ৫০ হাজার টাকা। ঙ) প্রতিদিন ৭৫ টাকা করে দিলেই মেয়ের বিয়ের সময় হাতে আসবে ১৪.৫ লাখ টাকা।
advertisement
4/7
চ) প্রতিদিন ১৫১ টাকা সঞ্চয় করলে ম্যাচুরিটিতে মিলবে ৩১ লাখ টাকা।  দেখে নেওয়া যাক একবার সুকন্যা সমৃদ্ধি যোজনার বিবরণও:  ক) এনআরআই-সহ যে কোনও ভারতীয় কন্যাসন্তানের বিবাহের জন্য এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।  খ) যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলা যায়।
চ) প্রতিদিন ১৫১ টাকা সঞ্চয় করলে ম্যাচুরিটিতে মিলবে ৩১ লাখ টাকা। দেখে নেওয়া যাক একবার সুকন্যা সমৃদ্ধি যোজনার বিবরণও: ক) এনআরআই-সহ যে কোনও ভারতীয় কন্যাসন্তানের বিবাহের জন্য এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। খ) যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলা যায়।
advertisement
5/7
গ) একটি কন্যাসন্তানের নামে দুটি অ্যাকাউন্ট খোলা যাবে না।  ঘ) ১৮ বছর বয়স হলে কন্যার উচ্চ শিক্ষার জন্য সর্বাধিক ৫০ শতাংশ অর্থ উত্তোলন করা যাবে।  ঙ) কন্যার ১০ বছর বয়সের আগে অ্যাকাউন্ট খুলতে হবে।  চ) অ্যাকাউন্ট খোলার সময় জন্ম শংসাপত্র, কন্যা এবং অভিভাবকের ঠিকানা, পরিচয়ের প্রমাণপত্র ইত্যাদি নথি জমা দিতে হবে।
গ) একটি কন্যাসন্তানের নামে দুটি অ্যাকাউন্ট খোলা যাবে না। ঘ) ১৮ বছর বয়স হলে কন্যার উচ্চ শিক্ষার জন্য সর্বাধিক ৫০ শতাংশ অর্থ উত্তোলন করা যাবে। ঙ) কন্যার ১০ বছর বয়সের আগে অ্যাকাউন্ট খুলতে হবে। চ) অ্যাকাউন্ট খোলার সময় জন্ম শংসাপত্র, কন্যা এবং অভিভাবকের ঠিকানা, পরিচয়ের প্রমাণপত্র ইত্যাদি নথি জমা দিতে হবে।
advertisement
6/7
ছ) সর্বনিম্ন ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়।  জ) সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট দেশের মধ্যে যে কোনও জায়গায় স্থানান্তর করা যায়।  ঝ) কন্যা সন্তানের মৃত্যুর ক্ষেত্রে- ১) মৃত্যু শংসাপত্র দেখিয়ে অ্যাকাউন্ট বন্ধ করা যায়। জমা অর্থ সুদ সহ অভিভাবককে দেওয়া হবে। ২) প্রাণঘাতী রোগের ক্ষেত্রে ৫ বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে।
ছ) সর্বনিম্ন ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। জ) সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট দেশের মধ্যে যে কোনও জায়গায় স্থানান্তর করা যায়। ঝ) কন্যা সন্তানের মৃত্যুর ক্ষেত্রে- ১) মৃত্যু শংসাপত্র দেখিয়ে অ্যাকাউন্ট বন্ধ করা যায়। জমা অর্থ সুদ সহ অভিভাবককে দেওয়া হবে। ২) প্রাণঘাতী রোগের ক্ষেত্রে ৫ বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে।
advertisement
7/7
ঞ) এই পলিসি সম্পূর্ণ করমুক্ত।  শিক্ষা ফি: মেয়ের ১৬ বছর বয়স হলে বার্ষিক ৫০ লক্ষ টাকা করে দেওয়া হবে, ২৬ বছর বয়স পর্যন্ত।  পেনশন: মেয়ের ২৬ বছর বয়স হলে প্রতি মাসে ৪৫ হাজার টাকা করে আজীবন পেনশন দেওয়া হবে। এটা ১ কোটি টাকার আজীবন ইনস্যুরেন্স প্ল্যান কভারের একটি অ্যাড অন।
ঞ) এই পলিসি সম্পূর্ণ করমুক্ত। শিক্ষা ফি: মেয়ের ১৬ বছর বয়স হলে বার্ষিক ৫০ লক্ষ টাকা করে দেওয়া হবে, ২৬ বছর বয়স পর্যন্ত। পেনশন: মেয়ের ২৬ বছর বয়স হলে প্রতি মাসে ৪৫ হাজার টাকা করে আজীবন পেনশন দেওয়া হবে। এটা ১ কোটি টাকার আজীবন ইনস্যুরেন্স প্ল্যান কভারের একটি অ্যাড অন।
advertisement
advertisement
advertisement