মাসে মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগেই লাখপতি! পোস্ট অফিসের ‘এই’ ধামাকা স্কিমের জনপ্রিয়তা প্রতিদিন বাড়ছে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
পোস্ট অফিসের একাধিক ক্ষুদ্র সঞ্চয় স্কিম রয়েছে। ভাল রিটার্ন মেলে। টাকাও থাকে নিরাপদ।
advertisement
advertisement
advertisement
advertisement
এখন যদি কেউ পাঁচ বছর মেয়াদে রেকারিং ডিপোজিট স্কিমে প্রতি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি কত টাকা রিটার্ন পাবেন? আরডি ক্যালকুলেটর অনুযায়ী, পাঁচ বছরে বিনিয়োগকারীর মোট জমার পরিমাণ দাঁড়াচ্ছে ৩ লাখ টাকা। এর উপর ৬.৭ শতাংশ হারে ৫৬.৮৩০ টাকা সুদ হিসাবে মিলবে। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে তিনি ৩,৫৬,৮৩০ টাকা রিটার্ন পাবেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, ক্ষুদ্র সঞ্চয় স্কিমে প্রতি তিন মাস অন্তর সুদের হার সংশোধন করে সরকার। গত বার শুধুমাত্র রেকারিং ডিপোজিটেই সুদের হার বাড়ানো হয়। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (SCSS), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), কিষাণ বিকাশ পাত্র (KVP) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)-এর সুদের হারে কোনও পরিবর্তন হয়নি।









