advertisement
advertisement
advertisement
যে-কোনও পোস্ট অফিস বা অথোরাইজড ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন। কী কী নথি লাগবে? সন্তানের বার্থ সার্টিফিকেট অভিভাবকের অ্যাডরেস প্রুফ ও পরিচয় পত্র যেমন র্যাশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও এই নথিগুলো জমা দেওয়া যায়। অ্যাকাউন্ট খোলার পর পোস্ট অফিস বা ব্যাঙ্ক পাশ বই দিয়ে দেবে। photo source: collected
advertisement
advertisement
advertisement
মেয়ের ১৮ বছর বয়স হয়ে গেলে, আপনি চাইলে ৫০ শতাংশ টাকা তুলতে পারবেন। টাকা ম্যাচিওর করবে যখন আপনার সন্তানের বয়স হবে ২১। আগে টাকা না তুললে, সেই মসয় আপনি পাবেন ৫০ লক্ষ টাকা। যদি সন্তানের অকালমৃত্যু হয়, সেক্ষেত্রে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। অ্যাকাউন্টে যে টাকা থাকবে, তা অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে। photo source: collected