Value Of Money: ২০৭০ সালে ভারতের ১০,০০০ টাকার দাম ব্রিটেনে কত হতে পারে? AI-এর উত্তর সকলকে চমকে দিতে পারে
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
আমরা যদি পিছনে ফিরে তাকাই, তাহলে দেখা যাবে, কয়েক দশক আগে পর্যন্ত যে জিনিসপত্র খুব কম দামে পাওয়া যেত, এখন তার দাম অনেক বেড়ে গিয়েছে।
অর্থনৈতিক বিষয়ের একটি অদ্ভুত দিক হল যে পণ্য ও পরিষেবার দাম সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। আমরা যদি পিছনে ফিরে তাকাই, তাহলে দেখা যাবে, কয়েক দশক আগে পর্যন্ত যে জিনিসপত্র খুব কম দামে পাওয়া যেত, এখন তার দাম অনেক বেড়ে গিয়েছে। এর একটি উদাহরণ হল যে ১৯৭০-এর দশকে সিনেমার টিকিট ছিল ১ টাকা। এখন মেট্রো শহরে তা ২০০ টাকার উপরে চলে গিয়েছে। মূল্যবৃদ্ধির এই বাজারে টাকার মান ক্রমশ কম হচ্ছে। এমন সময়ে আজকের ১ টাকার মান ১০ বছর পরে অনেকটাই কমে যেতে পারে।
advertisement
এ তো ছিল আমাদের দেশের ভিতরের ক্রয়ক্ষমতার একটা হিসেব মাত্র। কিন্তু বিদেশের মুদ্রার সঙ্গেও বিষয়টা তুলনা করে দেখা উচিত। এই বিষয়ে অনেকেরই মাথায় খুব স্পষ্ট ভাবে থাকে কেবল মার্কিন ডলারের দাম। রোজ তা কতটা বাড়ল বা কতটা কমল, তা মনে রাখেন অনেকেই। সে কাজের সূত্রেই হোক বা কিছু পছন্দের জিনিস কেনার জন্য হোক!
advertisement
অন্য দিকে, ব্রিটেনের পরিপ্রেক্ষিতে ভারতীয় মুদ্রার দরের বিচার খুব একটা করা হয়ে থাকে না। অথচ, ওই দেশেও ভারতীয়র সংখ্যা, অনাবাসী হোক বা প্রবাসী বড় কম নয়। আবার, ঘুরতেও যান অনেকেই। ফলে, সেই হিসাবটা সম্পর্কেও সচেতন থাকা দরকার বইকি! এখন প্রশ্ন হল, ২০৭০ সালে ভারতের ১০,০০০ টাকার দাম ব্রিটেনে কত হতে পারে? এআই-এর উত্তর সকলকে চমকে দিতে পারে।
advertisement
advertisement
advertisement
অন্য দিকে, এআই-এর হিসেব অনুযায়ী ২০৭০ সাল পর্যন্ত ব্রিটেনে প্রতি বছর ২-৩% হারে মূল্যবৃদ্ধি হতে পারে। অর্থাৎ এআই-এর হিসেব অনুযায়ী ব্রিটেনের মূল্যবৃদ্ধি ভারতের তুলনায় অনেকটাই কম। এই কারণেই ২০৭০ সালে ভারতের ১০,০০০ টাকার দাম ব্রিটেনে ১৫০০ থেকে ২৫০০ ব্রিটিশ পাউন্ড হতে পারে। অর্থাৎ ২০৭০ সালে ভারতের টাকার মান ব্রিটিশ পাউন্ডের থেকে অনেকটাই কম হতে পারে।