Indigo-র নতুন অফার, এবার বিমান যাত্রা করতে পারবেন মাত্র ১৯৯৯ টাকায়
Last Updated:
বাজেট এয়ারলাইন্স ইন্ডিগো ৫ সেপ্টেম্বর থেকে যোধপুর ও দিল্লি, যোধপুর ও আহমেদাবাদের মধ্যে নন স্টপ বিমান পরিষেবা চালু করতে চলেছে ৷ ট্যুইটে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে দিল্লি ও আহমেদাবাদ থেকে প্রতিদিন নন স্টপ বিমান চালু করা হবে ৷ নতুন এই রুটের বিমানের ভাড়া ১৯৯৯ টাকা থেকে শুরু হবে ৷ যোধপুর ইন্ডিগোর ৫৬ নম্বর ডেস্টিনেশন হতে চলেছে ৷
advertisement
এই বিমান সংস্থা ২০ জুলাই কলকাতা থেকে শিলংয়ের মধ্যে নতুন বিমান শুরু করেছে ৷ পাশাপাশি ২২ অগাস্ট থেকে মুম্বই-ব্যাঙ্কক রুটে প্রতিদিন নন স্টপ বিমান পরিষেবা চালু করা হবে ৷ এছাড়া দিল্লি ও মুম্বই থেকে ৬টি আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা হবে ৷ বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, দিল্লি-যোধপুর, মুম্বই-কুওয়েত, মুম্বই-দুবাইয়ের রুটে চলবে বিমান ৷ ইন্ডিগো তাদের রুট বিস্তারিত করছে ৷ জুনের শেষে ইন্ডিগোর কাছে ২৩৫টি বিমান ছিল ৷
advertisement
advertisement