1/ 4


ভারতীয় রেল যাত্রীদের সুবিদার্থে নিত্যনতুন পরিষেবা হাজির হচ্ছে ৷ সম্প্রতি একটি বিশেষ পরিষেবা নিয়ে হাজির হল ভারতীয় রেল ৷ রেলমন্ত্রী পীযূষ গয়াল ট্যুইট করে জানিয়েছেন, এবার থেকে যাত্রীদের তাদের স্টেশনে পৌঁছনোর আধ ঘণ্টা আগে Wake-up কলের মাধ্যমে অ্যালার্ট দেওয়া হবে ৷
2/ 4


এর জেরে সুবিধা হবে যাত্রীদের ৷ ট্রেনে থাকাকালীন গন্তব্য স্টেশনে আসার আধ ঘণ্টা আগেই জেনে যাবে যাত্রীরা ৷ ফলে আগে থেকেই তৈরি থাকতে পারবেন ৷ স্টেশন চলে আসার পর তাড়াহুড়ো করতে হবে ৷ অনেক সময় দেখা গিয়েছে দূরপাল্লার ট্রেনে যাত্রীরা ঘুমিয়ে থেকে যায় এবং তাদের স্টেশন পেরিয়ে চলে যায় ৷ এর জেরে অনেক সময়ই সমস্যায় পড়তে হয় ৷
3/ 4


যাত্রীদের এই সমস্যা দূর করতে এবং রেল যাত্রা আরও আরামদায়ক করতে ভারতীয় রেল এই বিশেষ পরিষেবা নিয়ে এসেছে ৷