'টিকিটটা দেখি?' করতে করতে ১২৪৯ কেস! শিয়ালদহ টিকিট চেকিং অভিযানে TTE-রা মোট কত টাকা আদায় করলেন?
- Published by:Tias Banerjee
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: বিরাট কর্মযজ্ঞ! বারাসাত-বনগাঁ সেকশন থেকে মোট ₹১,৫৪,৭২০ এবং শিয়ালদহ-নৈহাটি সেকশন থেকে ₹১,৭৫,১৯৫ রাজস্ব আদায় করল শিয়ালদহ ডিভিশন।
যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে শিয়ালদহ বিভাগের ব্যাপক টিকিট চেকিং অভিযান। শিয়ালদহ বিভাগ সফলভাবে বারাসাত-বনগাঁ এবং শিয়ালদহ-নৈহাটি সেকশন জুড়ে একটি ব্যাপক টিকিট চেকিং অভিযান পরিচালনা করেছে।
advertisement
ই অভিযানের নেতৃত্বে ছিলেন প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ড. উদয় শঙ্কর ঝা, এবং তাঁর সঙ্গে ছিলেন শিয়ালদহ বিভাগের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শ্রী শশী রঞ্জন ।
advertisement
এই উদ্যোগের লক্ষ্য ছিল টিকিট সংক্রান্ত নিয়ম মেনে চলা নিশ্চিত করা, বিনা বুকিংয়ে লাগেজ বহনকে নিরুৎসাহিত করা এবং যাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতা বাড়ানো।এই কঠোর চেকিং অভিযানের ফলে বারাসাত-বনগাঁ সেকশনে ৬০৫টি এবং শিয়ালদহ-নৈহাটি সেকশনে ৬৪৪টি কেস ধরা পড়েছে।
advertisement
এই কেসগুলির মধ্যে প্রধানত টিকিট ছাড়া ভ্রমণকারী যাত্রী, বিনা বুকিংয়ে লাগেজ বহনকারী এবং রেল চত্বরে থুতু ফেলা সংক্রান্ত ঘটনা অন্তর্ভুক্ত ছিল।
advertisement
বারাসাত-বনগাঁ সেকশন থেকে মোট ₹১,৫৪,৭২০ এবং শিয়ালদহ-নৈহাটি সেকশন থেকে ₹১,৭৫,১৯৫ রাজস্ব আদায় হয়েছে, যা বকেয়া পাওনা পুনরুদ্ধারের একটি উল্লেখযোগ্য পরিমাণ।
advertisement
এই প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম শ্রী রাজীব সাক্সেনা বলেছেন যে এই বিশেষ অভিযান শুধুমাত্র অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য নয়, বরং জনসাধারণের মধ্যে সতর্কতা ও সচেতনতার বোধ জাগিয়ে তোলার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
advertisement
এর প্রাথমিক উদ্দেশ্য হল যাত্রীদের বৈধ টিকিট রাখার গুরুত্ব, লাগেজ সংক্রান্ত নিয়মাবলী এবং জনসমক্ষে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে শিক্ষিত করা। শিয়ালদহ বিভাগ জোর দিয়ে বলেছে যে এই ধরনের অভিযান দায়িত্বশীল ভ্রমণের অভ্যাস গড়ে তুলতে এবং সমস্ত যাত্রীর জন্য একটি আরামদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অপরিহার্য।
advertisement
এর আগেও একাধিকবার শিয়ালদহ ডিভিশনের নানা স্টেশনে এই ধরণের অভিযান চালানো হয়েছে। যদিও যাত্রীদের মধ্যে এখনও পুরোপুরি ভাবে টিকিট কেটে যেতে হবে এই মনোভাব তৈরি হয়নি।
advertisement