Indian Currency: ভারতে দশ হাজার টাকার নোট! হ্যাঁ, একদম ঠিক! সেই নোটই নোটবন্দি করে বন্ধ করে দেওয়া হয়! কী হয়েছিল জানেন?

Last Updated:
Indian Currency: কয়েকবছর আগেই নোট বাতিল করা হয়েছিল কেন্দ্রের তরফে। বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল ১০০০ এবং ৫০০ টাকার নোট।
1/9
১০০, ৫০০, ২০০০ টাকার তো আমরা সকলেই চিনি, ব্যবহারও করি। দৈনন্দিন লেনদেনে এই নোটগুলি ব্যবহারও করেন মানুষ। কিন্তু ১০ হাজার টাকার নোট কখনও চোখে দেখেছেন কি?
১০০, ৫০০, ২০০০ টাকার তো আমরা সকলেই চিনি, ব্যবহারও করি। দৈনন্দিন লেনদেনে এই নোটগুলি ব্যবহারও করেন মানুষ। কিন্তু ১০ হাজার টাকার নোট কখনও চোখে দেখেছেন কি?
advertisement
2/9
কয়েকবছর আগেই নোট বাতিল করা হয়েছিল কেন্দ্রের তরফে। বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল ১০০০ এবং ৫০০ টাকার নোট। বদলে নতুন ৫০০ টাকার নোট এবং ২০০০ টাকার নোট চালু করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এর সঙ্গে নতুন নতুন ২০০, ১০০, ৫০, ২০ এবং ১০ টাকা মূল্যের নোটও বাজারে এনেছে আরবিআই।
কয়েকবছর আগেই নোট বাতিল করা হয়েছিল কেন্দ্রের তরফে। বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল ১০০০ এবং ৫০০ টাকার নোট। বদলে নতুন ৫০০ টাকার নোট এবং ২০০০ টাকার নোট চালু করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এর সঙ্গে নতুন নতুন ২০০, ১০০, ৫০, ২০ এবং ১০ টাকা মূল্যের নোটও বাজারে এনেছে আরবিআই।
advertisement
3/9
কিন্তু এক সময় এই সব মূল্য বাদে অন্য মূল্যেরও নোট চলত ভারতীয় বাজারে। অনেকেই হয়ত এক টাকা, দুই টাকা বা পাঁচ টাকার নোট দেখেছেন। তবে আজকের দিনে কেউ কি আরবিআই-এর ইস্যু করা ১০ হাজার টাকার নোট দেখেছেন?
কিন্তু এক সময় এই সব মূল্য বাদে অন্য মূল্যেরও নোট চলত ভারতীয় বাজারে। অনেকেই হয়ত এক টাকা, দুই টাকা বা পাঁচ টাকার নোট দেখেছেন। তবে আজকের দিনে কেউ কি আরবিআই-এর ইস্যু করা ১০ হাজার টাকার নোট দেখেছেন?
advertisement
4/9
অবিশ্বাস্য শোনালেও ভারতে সত্যিই এক সময় এই নোট প্রচলিত ছিল। ১০০০০ টাকার নোট দিয়ে নানা গুরুত্বপূর্ণ লেনদেন করা হত এই দেশেই।
অবিশ্বাস্য শোনালেও ভারতে সত্যিই এক সময় এই নোট প্রচলিত ছিল। ১০০০০ টাকার নোট দিয়ে নানা গুরুত্বপূর্ণ লেনদেন করা হত এই দেশেই।
advertisement
5/9
পরাধীন ভারতে প্রথম বার ১০ হাজার টাকার নোট ছাপা হয়েছিল। সালটা ছিল ১৯৩৮। ব্রিটিশ সরকারের অধীন রিজার্ভ ব্যাঙ্ক ছাপিয়েছিল এই নোট।
পরাধীন ভারতে প্রথম বার ১০ হাজার টাকার নোট ছাপা হয়েছিল। সালটা ছিল ১৯৩৮। ব্রিটিশ সরকারের অধীন রিজার্ভ ব্যাঙ্ক ছাপিয়েছিল এই নোট।
advertisement
6/9
রিজার্ভ ব্যাঙ্ক এখনও পর্যন্ত সর্বোচ্চ অঙ্কের যে নোট ছাপিয়েছে, তা হল এই ১০ হাজার। এক বার নয়, ভারতে দু’বার ১০ হাজার টাকার নোট ছাপানো হয়।
রিজার্ভ ব্যাঙ্ক এখনও পর্যন্ত সর্বোচ্চ অঙ্কের যে নোট ছাপিয়েছে, তা হল এই ১০ হাজার। এক বার নয়, ভারতে দু’বার ১০ হাজার টাকার নোট ছাপানো হয়।
advertisement
7/9
১৯৩৮ সাল থেকে দেশে ১০ হাজার টাকার নোট প্রচলিত ছিল। ১৯৪৬ সালে প্রথম বার তা নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেটাই ছিল দেশের প্রথম নোটবন্দি।
১৯৩৮ সাল থেকে দেশে ১০ হাজার টাকার নোট প্রচলিত ছিল। ১৯৪৬ সালে প্রথম বার তা নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেটাই ছিল দেশের প্রথম নোটবন্দি।
advertisement
8/9
এর পর ১৯৫৪ সালে ফের চালু হয় ১০ হাজারের নোট। ১৯৭৮ সালে তা আবার বাতিল করে দেওয়া হয়। সেটা ছিল ভারতের দ্বিতীয় নোটবন্দি। তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই নোটবন্দির সিদ্ধান্ত নেন।
এর পর ১৯৫৪ সালে ফের চালু হয় ১০ হাজারের নোট। ১৯৭৮ সালে তা আবার বাতিল করে দেওয়া হয়। সেটা ছিল ভারতের দ্বিতীয় নোটবন্দি। তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই নোটবন্দির সিদ্ধান্ত নেন।
advertisement
9/9
শুধু ১০ হাজার নয়, দেশে ৫ হাজার টাকার নোটও চালু ছিল এক সময়। ১৯৭৮ সালে ১০ হাজারের সঙ্গে ১ হাজার এবং ৫ হাজার টাকার নোটও বাতিল করে দেয় সরকার।
শুধু ১০ হাজার নয়, দেশে ৫ হাজার টাকার নোটও চালু ছিল এক সময়। ১৯৭৮ সালে ১০ হাজারের সঙ্গে ১ হাজার এবং ৫ হাজার টাকার নোটও বাতিল করে দেয় সরকার।
advertisement
advertisement
advertisement