Detel E-Bike | পেট্রোলের দুশ্চিন্তা থেকে ছুটি, জলের দরে বাইক, এক চার্জে ছুটবে ৬০ কিমি!

Last Updated:
Detel E-Bike | বাইকপ্রেমীদের জন্য চরম সুখবর। ওলা স্কুটির পর আরও বড় চমক। ১৯৯৯ টাকায় বুক করা যাবে সস্তার এই বাইক!
1/7
বাইকচালকদের তেলের দাম নিয়ে দুর্ভাবনার দিন কার্যত শেষ। ওলা স্কুটির পর দেশি কোম্পানি ডেটেল এবার নিয়ে এল ই-বাইক। কোনও বিশেষ অঞ্চলের জন্য নয়, গোটা দেশের বাইকপ্রেমীরাই। এই বাইক বুক করতে পারবেন সংস্থার ওয়েবসাইটে গিয়ে। বুকিং করতে লাগবে মাত্র ১৯৯০ টাকা।
বাইকচালকদের তেলের দাম নিয়ে দুর্ভাবনার দিন কার্যত শেষ। ওলা স্কুটির পর দেশি কোম্পানি ডেটেল এবার নিয়ে এল ই-বাইক। কোনও বিশেষ অঞ্চলের জন্য নয়, গোটা দেশের বাইকপ্রেমীরাই। এই বাইক বুক করতে পারবেন সংস্থার ওয়েবসাইটে গিয়ে। বুকিং করতে লাগবে মাত্র ১৯৯০ টাকা।
advertisement
2/7
পেট্রোল চালিত গাড়ির তুলনায় প্রায় অর্ধেক দাম এই বাইকের। জিএসটি বাদ দিয়ে গাড়িটির দাম ৩৯ হাজার ৯৯৯ টাকা। জিএসটি মিলিয়ে এই গাড়ির দাম পড়ে ৪১ হাজার ৯৯৯ টাকা।
পেট্রোল চালিত গাড়ির তুলনায় প্রায় অর্ধেক দাম এই বাইকের। জিএসটি বাদ দিয়ে গাড়িটির দাম ৩৯ হাজার ৯৯৯ টাকা। জিএসটি মিলিয়ে এই গাড়ির দাম পড়ে ৪১ হাজার ৯৯৯ টাকা।
advertisement
3/7
 বুকিং মূল্য দেওয়া থাকলে বাইকটি ঘরে আনার আগের দিন এই টাকা জমা করলেই চলবে।
বুকিং মূল্য দেওয়া থাকলে বাইকটি ঘরে আনার আগের দিন এই টাকা জমা করলেই চলবে।
advertisement
4/7
একবার চার্জ দিলে এই বাইকটি ন্যূনতম ৬০ কিলোমিটার যেতে পারে। লো স্পিড  বাইকের গতি সর্বোচ্চ ২৫ কিলোমিটার।
একবার চার্জ দিলে এই বাইকটি ন্যূনতম ৬০ কিলোমিটার যেতে পারে। লো স্পিড বাইকের গতি সর্বোচ্চ ২৫ কিলোমিটার।
advertisement
5/7
 বাইকে সওয়ারির আসনের নীচে একটি কুড়ি এইএইচ-এর ব্যাটারি রয়েছে। লিথিয়াম ব্যাটারি চার্জ হতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা।
বাইকে সওয়ারির আসনের নীচে একটি কুড়ি এইএইচ-এর ব্যাটারি রয়েছে। লিথিয়াম ব্যাটারি চার্জ হতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা।
advertisement
6/7
 সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ডঃ যোগেশ ভাটিয়ার কথায়, দেশে ই স্কুটারের গ্রহণযোগ্যতা বাড়াতে চায় ডেটেল। সেই কারণেই বাজারচলতি বাইকের তুলনায় এত কম দাম রাখা হয়েছে এই বাইকের। যদিও মানের সঙ্গে কোনও ভাবেই আপস করা হয়নি।  আপাতত তিনটি রঙে পাওয়া যাবে ডেটেল বাইক।
সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ডঃ যোগেশ ভাটিয়ার কথায়, দেশে ই স্কুটারের গ্রহণযোগ্যতা বাড়াতে চায় ডেটেল। সেই কারণেই বাজারচলতি বাইকের তুলনায় এত কম দাম রাখা হয়েছে এই বাইকের। যদিও মানের সঙ্গে কোনও ভাবেই আপস করা হয়নি। আপাতত তিনটি রঙে পাওয়া যাবে ডেটেল বাইক।
advertisement
7/7
ডেটেল মূলত হরিয়ানার সংস্থা। একবার চার্জ দিলে অন্তত ৬০ কিলোমিটার যাওয়া যাবে এই বাইকে চড়ে, জানিয়ে দিচ্ছে সংস্থা। তবে আর দেরি কেন! ঘরে নিয়ে আসুন ডেটেলের বাইক।
ডেটেল মূলত হরিয়ানার সংস্থা। একবার চার্জ দিলে অন্তত ৬০ কিলোমিটার যাওয়া যাবে এই বাইকে চড়ে, জানিয়ে দিচ্ছে সংস্থা। তবে আর দেরি কেন! ঘরে নিয়ে আসুন ডেটেলের বাইক।
advertisement
advertisement
advertisement