Post Office Schemes: পোস্ট অফিসের ধুরন্ধর এই স্কিমে পেতে পারেন দারুণ লাভ! মাসে মাসে অল্প কিছু টাকা বিনিয়োগেই জমিয়ে ফেলতে পারবেন ২৫ লক্ষ টাকা!

Last Updated:
প্রত্যেকেই জীবনে আয়ের সঙ্গে কিছু সঞ্চয়ের ভাবনা করে থাকেন। আর সঞ্চয়ের সঙ্গে ভাল রিটার্নের আশাও করে থাকেন অনেকেই। পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় প্রকল্পে বিভিন্ন বয়সের মানুষদের জন্য বিভিন্ন স্কিম রয়েছে।
1/6
 প্রত্যেকেই জীবনে আয়ের সঙ্গে কিছু সঞ্চয়ের ভাবনা করে থাকেন। আর সঞ্চয়ের সঙ্গে ভাল রিটার্নের আশাও করে থাকেন অনেকেই। পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় প্রকল্পে বিভিন্ন বয়সের মানুষদের জন্য বিভিন্ন স্কিম রয়েছে।
প্রত্যেকেই জীবনে আয়ের সঙ্গে কিছু সঞ্চয়ের ভাবনা করে থাকেন। আর সঞ্চয়ের সঙ্গে ভাল রিটার্নের আশাও করে থাকেন অনেকেই। পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় প্রকল্পে বিভিন্ন বয়সের মানুষদের জন্য বিভিন্ন স্কিম রয়েছে।
advertisement
2/6
২০২৫ সালে কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোর সুদের হার অপরিবর্তিত রেখেছে। জানুয়ারি-মার্চ ২০২৬ ত্রৈমাসিকের জন্য পরবর্তী পর্যালোচনাটি ডিসেম্বর ২০২৫-এর শেষ সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), কিষাণ বিকাশ পত্র (KVP) ইত্যাদি।
আর এই বিভিন্ন স্কিমগুলি অত্যন্ত জনপ্রিয় কারণ, তা অত্যন্ত নিরাপদ বলে মনে করা হয় । তেমনই একটি সরকারি প্রকল্প হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা আরডি স্কিম। নিয়মিত ভাবে বিনিয়োগ করলে যা আপনার কাছে অত্যন্ত সুবিধাজনক হয়ে উঠতে পারে। আর ঝুঁকিহীন এই বিনিয়োগে লাভও প্রচুর।
advertisement
3/6
প্রথম সপ্তাহের নিয়ম কী? যাঁদের অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত খরচ করার অভ্যাস আছে তাঁদের জন্য এই নিয়মটি খুবই সহায়ক। জেনে নেওয়া যাক কীভাবে বেতন আসার পরে প্রথম সপ্তাহের নিয়মটি ব্যবহার করতে হবে। এই নিয়ম অনুযায়ী, মাসের প্রথম সপ্তাহে কোনও নতুন জিনিস কেনা এড়িয়ে চলা উচিত। একই সঙ্গে, যতটা সম্ভব বিনিয়োগ করার জন্য এই সময়টিকে কাজে লাগাতে হবে।  যদি এক সপ্তাহ পরেও মনে হয় যে কোনও কিছু সত্যিই প্রয়োজন, তাহলে তখন সেটা কেনা যেতে পারে। এই নিয়মটি অপ্রয়োজনীয় খরচ রোধ করতে সাহায্য করে। 
যদি আপনি ঝুঁকিহীন অত্যন্ত সুবিধাজনক ইন্টারেস্ট রেট পেতে চান, তাহলে পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজিট স্কিম আপনার জন্যে অত্যন্ত সুবিধাজনক হতে চলেছে। আপনি এখানে যাই বিনিয়োগ করুন না কেন, সরকারের সুরক্ষার ফলে আপনার টাকা ঝুঁকিহীন ভাবে থাকবে।
advertisement
4/6
do you have account in post office then do this immediately otherwise your account will be closed all savings gone পোস্ট অফিস জানিয়েছে, বহুদিন ব্যবহার না হওয়া অ্যাকাউন্টগুলি জালিয়াতদের লক্ষ্যবস্তু হয়ে ওঠে। তাই ৩ বছর ধরে নিষ্ক্রিয় পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেকারিং ডিপোজিট আপনি শুরু করতে পারেন মাত্র ১০০ টাকায়। এবারে আপনি কীভাবে ২৫ লক্ষ টাকা আরডি থেকে করতে পারবেন?পোস্ট অফিস আরডি ক্যালকুলেটরে আপনি দেখে নিতে পারেন কীভাবে আপনি সঞ্চয় ২৫ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যেতে পারেন।
advertisement
5/6
মান্থলি ইনকাম স্কিম- মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগকারীরা পাবেন ৭.৪ শতাংশ সুদ ৷
এই জন্য আপনি ১৫ হাজার টাকা আপনাকে প্রতি মাসে জমা করতে হবে। ফলে আরডি স্কিমে আপনার পাঁচ বছরে ১০ লক্ষ ৭০ হাজার ৪৯২ টাকা জমবে। ম্যাচুরিটি শেষে আপনি ১ লক্ষ ৭০ হাজার ৪৯২ টাকা পাবেন।
advertisement
6/6
ছোট সঞ্চয় প্রকল্পে সর্বশেষ সুদের হার- সুকন্যা সমৃদ্ধি যোজনা: সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে জমার উপর সুদের হার আগের মতোই ৮.২% থাকছে। তিন বছরের পোস্ট অফিস ডিপোজিট: তিন বছরের বিনিয়োগের উপর সুদের হার অপরিবর্তিত থাকছে ৭.১ শতাংশে ।
যদি আপনি এই বিনিয়োগ আরও পাঁচ বছর বাড়িয়ে নেন। তাহলে ১০ বছরে আপনার এই বিনিয়োগ গিয়ে দাঁড়াবে ৭ লক্ষ ৫২ হাজার ৮২২ টাকা। এর ফলে ইন্টারেস্ট যুক্ত হয়ে আপনার টোটাল দাঁড়াবে ২৫ লক্ষ ৬২ হাজার ৮২২ টাকা।
advertisement
advertisement
advertisement