India Budget: বাজেট পেশ যে কোনও অর্থমন্ত্রীর স্বপ্ন! জানেন, ভারতে কে সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছেন? নামটা শুনেই চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India Budget: জানেন কি, ভারতে কে সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছেন?
advertisement
advertisement
কিন্তু জানেন কি, ভারতে কে সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছেন? দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ১০ বার বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই। কিন্তু ১৯৬৯ সালে তাঁর বদলে বাজেট পেশ করেন ইন্দিরা গান্ধি। ইন্দিরার ক্যাবিনেটে অর্থমন্ত্রকের পাশাপাশি উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করতেন মোরারজি। কিন্তু আর্থিক সংস্কারের প্রশ্নে তাঁর সঙ্গে কয়েকটি ব্যাপারে ইন্দিরার সংঘাত তৈরি হয়। এমতাবস্থায় তাঁর হাত থেকে অর্থমন্ত্রক নিয়ে নেন ইন্দিরা। এরপর উপ-প্রধানমন্ত্রীর পদও ছেড়ে দেন মোরারজি ।
advertisement
১৯৫৯ সালের ২৮ ফেব্রুয়ারি মোরারজি দেশাই প্রথমবার বাজেট পেশ করেছিলেন। এরপরে পরপর দুইবার বাজেট পেশ করেন। ১৯৬২ সালে অন্তর্বর্তী বাজেটও পেশ করেন তিনি। এরপরে পরপর দুই বছর ফের বাজেট পেশ করেন তিনি। ৪ বছর ব্যবধানের পর ১৯৬৭ সালে তিনি আবার অন্তর্বর্তী বাজেট পেশ করেন। এরপরে ১৯৬৭, ১৯৬৮ ও ১৯৬৯ সালে তিনটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন।
advertisement
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও মোট ৯ বার বাজেট পেশ করেছেন। তিনি ১৯৯৬ সালের ১৯ মার্চ তিনি প্রথম বাজেট পেশ করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার আমলে তিনি ফের বাজেট পেশ করেন। ২০০৪ সাল থেকে ২০০৮ সালের মধ্যে তিনি ৫বার বাজেট পেশ করেন। ইউপিএ জমানায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পর তিনি ফের বাজেট পেশের দায়িত্ব পান অর্থমন্ত্রী হিসাবে। ২০১৩ ও ২০১৪ সালে বাজেট পেশ করেন।
advertisement
আসলে বাজেট পেশ করা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে স্বপ্নের মতো। তবে অর্থমন্ত্রীর দায়িত্বে থেকেও কেউ কেউ এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। প্রথমেই বলতে হয়, হেমবতিনন্দন বহুগুনার কথা। কংগ্রেসের এই দাপুটে নেতা অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন প্রায় সাড়ে পাঁচ মাস। কিন্তু বাজেটের আগেই পড়ে যায় সরকার। আর তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করা হয়নি বহুগুনার।
advertisement
advertisement