ITR ফাইল করতে হাতে আর ৩ দিন, অনলাইনে কীভাবে রিটার্ন দাখিল করবেন? রইল ধাপে ধাপে নির্দেশিকা

Last Updated:
Income Tax Filing: করদাতাদের মধ্যে এখন ব্যস্ততা তুঙ্গে। আইটিআর দাখিলের জন্য হাতে আর বাকি মাত্র ৩ দিন।
1/11
আইটিআর ফাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। আগের অর্থবর্ষে একজন ব্যক্তি বা সংস্থা কত টাকা আয় করেছে, এর মাধ্যমে তা সরকারকে জানায় এবং কর প্রদান করে। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩১ জুলাই।
আইটিআর ফাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। আগের অর্থবর্ষে একজন ব্যক্তি বা সংস্থা কত টাকা আয় করেছে, এর মাধ্যমে তা সরকারকে জানায় এবং কর প্রদান করে। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩১ জুলাই।
advertisement
2/11
করদাতাদের মধ্যে এখন ব্যস্ততা তুঙ্গে। আইটিআর দাখিলের জন্য হাতে আর বাকি মাত্র ৩ দিন। তবে অনেকেই এখনও আইটিআর ফাইল করেননি। অনলাইনে কীভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয়, তার ধাপে ধাপে নির্দেশিকা রইল এখানে।
করদাতাদের মধ্যে এখন ব্যস্ততা তুঙ্গে। আইটিআর দাখিলের জন্য হাতে আর বাকি মাত্র ৩ দিন। তবে অনেকেই এখনও আইটিআর ফাইল করেননি। অনলাইনে কীভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয়, তার ধাপে ধাপে নির্দেশিকা রইল এখানে।
advertisement
3/11
প্রথম ধাপ: হাতের কাছে রাখতে হবে সমস্ত প্রয়োজনীয় নথিঅনলাইনে আইটিআর দাখিলের প্রক্রিয়া শুরু করার আগে হাতের কাছে কিছু নথিপত্র গুছিয়ে রাখতে হবে। সেগুলো হল - আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ফর্ম ১৬ (নিয়োগকর্তা ইস্যু করে), বিনিয়োগের প্রমাণ (পুরানো ট্যাক্স ব্যবস্থার অধীনে ডিডাকশনের দাবি করার জন্য), টিডিএস শংসাপত্র, ব্যাঙ্ক ও পোস্ট অফিস থেকে সুদের শংসাপত্র, এবং মূলধন লাভের বিবৃতি।
প্রথম ধাপ: হাতের কাছে রাখতে হবে সমস্ত প্রয়োজনীয় নথিঅনলাইনে আইটিআর দাখিলের প্রক্রিয়া শুরু করার আগে হাতের কাছে কিছু নথিপত্র গুছিয়ে রাখতে হবে। সেগুলো হল - আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ফর্ম ১৬ (নিয়োগকর্তা ইস্যু করে), বিনিয়োগের প্রমাণ (পুরানো ট্যাক্স ব্যবস্থার অধীনে ডিডাকশনের দাবি করার জন্য), টিডিএস শংসাপত্র, ব্যাঙ্ক ও পোস্ট অফিস থেকে সুদের শংসাপত্র, এবং মূলধন লাভের বিবৃতি।
advertisement
4/11
দ্বিতীয় ধাপ: ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালে সাইন আপইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালে সাইন ইন করতে হবে।

নতুন ইউজার হলে ‘রেজিস্টার ইওরসেলফ’ অপশনে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। জমা দিতে হবে প্যান কার্ড।

অন্যরা পাসওয়ার্ড এবং ক্যাপচা লিখে সাইন ইন করতে পারবেন।
দ্বিতীয় ধাপ: ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালে সাইন আপইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালে সাইন ইন করতে হবে। নতুন ইউজার হলে ‘রেজিস্টার ইওরসেলফ’ অপশনে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। জমা দিতে হবে প্যান কার্ড। অন্যরা পাসওয়ার্ড এবং ক্যাপচা লিখে সাইন ইন করতে পারবেন।
advertisement
5/11
তৃতীয় ধাপ: আইটিআর ফর্ম বাছাইআয়ের উৎসের উপর ভিত্তি করে যথাযথ আইটিআর ফর্ম বেছে নিতে হবে।

বেতনভোগী ব্যক্তি, যাঁদের আয় ৫০ লাখ টাকা পর্যন্ত, তাঁদের জন্য রয়েছে আইটিআর ১ (সহজ) ফর্ম।
তৃতীয় ধাপ: আইটিআর ফর্ম বাছাইআয়ের উৎসের উপর ভিত্তি করে যথাযথ আইটিআর ফর্ম বেছে নিতে হবে। বেতনভোগী ব্যক্তি, যাঁদের আয় ৫০ লাখ টাকা পর্যন্ত, তাঁদের জন্য রয়েছে আইটিআর ১ (সহজ) ফর্ম।
advertisement
6/11
ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের যাঁরা ব্যবস্থা বা পেশা ছাড়া অন্য উৎস থেকে আয় করেন, তাঁদের জন্য আইটিআর ২ ফর্ম।ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবারের যাঁরা ব্যবসা বা পেশা থেকে আয় করেন তাঁদের আইটিআর ৩ ফর্ম পূরণ করতে হবে।

ব্যবসা ও পেশা থেকে অনুমানমূলক আয়ের ক্ষেত্রে বেছে নিতে হবে আইটিআর ৪ ফর্ম।
ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের যাঁরা ব্যবস্থা বা পেশা ছাড়া অন্য উৎস থেকে আয় করেন, তাঁদের জন্য আইটিআর ২ ফর্ম।ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবারের যাঁরা ব্যবসা বা পেশা থেকে আয় করেন তাঁদের আইটিআর ৩ ফর্ম পূরণ করতে হবে। ব্যবসা ও পেশা থেকে অনুমানমূলক আয়ের ক্ষেত্রে বেছে নিতে হবে আইটিআর ৪ ফর্ম।
advertisement
7/11
চতুর্থ ধাপ: বিস্তারিত তথ্যনাম, প্যান নম্বর, ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য লিখতে হবে।

দিতে হবে বেতন, বাড়ির মালিকানা, মূলধন লাভ এবং অন্যান্য আয়ের বিবরণ।
চতুর্থ ধাপ: বিস্তারিত তথ্যনাম, প্যান নম্বর, ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য লিখতে হবে। দিতে হবে বেতন, বাড়ির মালিকানা, মূলধন লাভ এবং অন্যান্য আয়ের বিবরণ।
advertisement
8/11
ধারা ৮০সি, ৮০ডি বা অন্য বিভাগের আওতায় প্রযোজ্য ছাড় হলে লিখতে হবে।নিশ্চিত করতে হবে সমস্ত টিডিএস তথ্য এবং অগ্রিম ট্যাক্স পেমেন্ট যেন সঠিক হয়।
ধারা ৮০সি, ৮০ডি বা অন্য বিভাগের আওতায় প্রযোজ্য ছাড় হলে লিখতে হবে।নিশ্চিত করতে হবে সমস্ত টিডিএস তথ্য এবং অগ্রিম ট্যাক্স পেমেন্ট যেন সঠিক হয়।
advertisement
9/11
পঞ্চম ধাপ: ফর্ম যাচাইসমস্ত প্রয়োজনীয় ক্ষেত্র সঠিকভাবে পূরণ করা হয়েছে এবং কোথাও কোনও ভুল নেই, নিশ্চিত করতে প্রতিটি ট্যাবে ‘ভ্যালিডেট’ বাটনে ক্লিক করতে হবে।
পঞ্চম ধাপ: ফর্ম যাচাইসমস্ত প্রয়োজনীয় ক্ষেত্র সঠিকভাবে পূরণ করা হয়েছে এবং কোথাও কোনও ভুল নেই, নিশ্চিত করতে প্রতিটি ট্যাবে ‘ভ্যালিডেট’ বাটনে ক্লিক করতে হবে।
advertisement
10/11
ষষ্ঠ ধাপ: গণনা এবং কর পরিশোধট্যাক্স লায়াবিলিটি গণনা করতে ‘ক্যালকুলেট ট্যাক্স’ বাটনে ক্লিক করতে হবে। বকেয়া ট্যাক্স পরিশোধের জন্য বেছে নিতে হবে ‘ই-পে ট্যাক্স’ বাটন।
ষষ্ঠ ধাপ: গণনা এবং কর পরিশোধট্যাক্স লায়াবিলিটি গণনা করতে ‘ক্যালকুলেট ট্যাক্স’ বাটনে ক্লিক করতে হবে। বকেয়া ট্যাক্স পরিশোধের জন্য বেছে নিতে হবে ‘ই-পে ট্যাক্স’ বাটন।
advertisement
11/11
সপ্তম ধাপ: যাচাই এবং জমাআধার ওটিপি, নেট ব্যাঙ্কিং বা সিপিসি-তে একটি স্বাক্ষরিত ITR-V ফ্যাক্স করে রিটার্ন যাচাই করে নিতে হবে। এরপর ক্লিক করতে হবে ‘সাবমিট’ অপশনে। তাহলেই আইটিআর রিটার্ন দাখিল হয়ে যাবে।
সপ্তম ধাপ: যাচাই এবং জমাআধার ওটিপি, নেট ব্যাঙ্কিং বা সিপিসি-তে একটি স্বাক্ষরিত ITR-V ফ্যাক্স করে রিটার্ন যাচাই করে নিতে হবে। এরপর ক্লিক করতে হবে ‘সাবমিট’ অপশনে। তাহলেই আইটিআর রিটার্ন দাখিল হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement