এই ভাবে প্রতিদিন ফোনে চার্জ দিলেই এক ঘণ্টা বেশি চলবে আপনার ফোনের ব্যাটারি
Last Updated:
স্মার্টফোনের সঙ্গে দিনের বেশিরভাগ সময়েই আমরা ব্যস্ত থাকি ৷ ফলে দু'-এক ঘণটার মধ্যেই প্রায় শেষ হয়ে যায় ফোনের চার্জ ৷ ফোনের চার্জ ক্রমশ কমতে থাকলে আমাদের দমবন্ধ হওয়ার মত এক পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে কীভাবে চার্জ দেওয়া যাবে ? এই সমস্যার থেকে মুক্তি পেতে Novel অ্যাপ তৈরি হয়েছে ৷ যার সাহায্যে স্মার্টফোনের ব্যাটারি আয়ু ২০ থেকে ২৫ শতাংশ বেড়ে যেতে পারে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
এক সমীক্ষায় জানতে পারা গিয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজার্স ইনবিল্ট মাল্টি ফিচার্স আছে ৷ এই কারণেই অপারেটিং সিস্টেমকে ল্যাপটপে সংযুক্ত করে বেশ কয়েকটি ফাইল একত্রে ব্যবহার করতে পারে যায় ৷ এর ফলেই ফোনের ব্যাটারির চার্জ দ্রুত পতন হয়েছে ৷ কানাডার এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জানিয়েছেন এমনই এক অ্যাপ আবিষ্কার করা হয়েছে ৷ বেশির ভাগ জটিল অ্যাপের ব্রাইটনেস এমনিতেই কমিয়ে দিয়ে থাকে ৷ ফলে ব্যাটারিতে চাপ পড়ে কম ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
তিনি আরও জানিয়েছেন স্মার্টফোনের ব্যাটারিতে ফুল চার্জ দিয়ে ব্যবহার না করলেও পরের দিন সব চার্জ শেষ হয়ে যায় ৷ স্মার্টফোনে এমন কিছু ফিচার থাকে যা ক্রমাগত কাজ করে চলে ৷ বেশি শক্তি ব্যবহৃত হয় বলেই মাঝে মধ্যেই পোন গরম হয়ে যায় ৷ এরপরে আস্তে আস্তে ফোনের চার্জ শেষ হয়ে যায় ৷ ফলে ব্যাটারিরও আয়ু কমে আসে ৷ ছবি সংগৃহীত ৷