এক লিটার পেট্রোলের দাম ২৫ টাকারও কম ! দেখে নিন কোথায়...
Last Updated:
ভারতে পেট্রোল ও ডিজেলের দাম আকাশছোঁয়া হলেও এরকম বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে পেট্রোলের দাম অনেকটাই কম ৷
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে লাগাতার বদলাতে থাকায় তার প্রভাব দেশের বাজারেও পড়ে ৷ সম্প্রতি পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে ৷ মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল মধ্যবিত্ত ৷ মঙ্গলবার গত ১ বছরে পেট্রোলের দাম ছিল সব থেকে বেশি ৷ ভারতে পেট্রোল ও ডিজেলের দাম আকাশছোঁয়া হলেও এরকম বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে পেট্রোলের দাম অনেকটাই কম ৷
advertisement
advertisement
advertisement
প্রতিবেশ দেশগুলি ছাড়া এই দেশগুলিতে প্রায় ২৫ টাকারও বেশি সস্তা পেট্রোল ৷ গ্লোবাল পেট্রোল প্রাইস ডট কম অনুযায়ী, সস্তার দিক থেকে বিশ্বের প্রথম ছ’টি দেশ হল আলজেরিয়া, কুয়েত, অঙগোলা, সুডান, ইরান ও ভেনেজুয়েলা ৷ আলজেরিয়ায় লিটারপ্রতি পেট্রোলের দাম ২৫ টাকা ৷ কুয়েতে ২৪.৭৩ টাকা ৷ অঙগোলায় পেট্রোলের দাম ২৪.১১ টাকা প্রতি লিটারে ৷ সুডানে পেট্রোলের দাম চমকে যাবে ৷ এক লিটার পেট্রোলের দাম মাত্র ৯.৭৯ টাকা ৷ ইরানে ৮.৭৯ টাকা প্রতি লিটারে ৷ এবং সবচেয়ে সস্তা পেট্রোল মেলে ভেনেজুয়েলাতে ৷ সেখানে পেট্রোলের দাম লিটার প্রতি ০.০৪ টাকা ৷ অথার্ৎ এক লিটার পেট্রোলের জন্য দিতে হয় মাত্র ৪ পয়সা ৷