এখনও যাঁরা Life Certificate জমা দেননি তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর

Last Updated:
সহজে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ৫টি উপায় রয়েছে ৷
1/8
নভেম্বরের প্রায় অর্ধেক মাস কেটে গিয়েছে ৷ এর মধ্যে বিপুল সংখ্যক পেনশনভোগীরা তাঁদের জীবন প্রমাণ পত্র জমা দিয়ে দিয়েছেন ৷ কেন্দ্র সরকারের পেনশনভোগীর সংখ্যা প্রায় ৬৯.৭৬ লক্ষ ৷ এর পাশাপাশি রাজ্য সরকার ও অন্যান্য সংস্থার পেনশনভোগীরাও রয়েছেন ৷ তবে এখনও অনেকেই রয়েছেন যাঁরা লাইফ সার্টিফিকেট জমা দেননি ৷ তার জন্য অবশ্য চিন্তার কোনও কারণ নেই ৷ এখন বাড়িতে বসেই সজেই লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন পেনশনভোগীরা ৷
নভেম্বরের প্রায় অর্ধেক মাস কেটে গিয়েছে ৷ এর মধ্যে বিপুল সংখ্যক পেনশনভোগীরা তাঁদের জীবন প্রমাণ পত্র জমা দিয়ে দিয়েছেন ৷ কেন্দ্র সরকারের পেনশনভোগীর সংখ্যা প্রায় ৬৯.৭৬ লক্ষ ৷ এর পাশাপাশি রাজ্য সরকার ও অন্যান্য সংস্থার পেনশনভোগীরাও রয়েছেন ৷ তবে এখনও অনেকেই রয়েছেন যাঁরা লাইফ সার্টিফিকেট জমা দেননি ৷ তার জন্য অবশ্য চিন্তার কোনও কারণ নেই ৷ এখন বাড়িতে বসেই সজেই লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন পেনশনভোগীরা ৷
advertisement
2/8
সহজে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ৫টি উপায় রয়েছে ৷
সহজে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ৫টি উপায় রয়েছে ৷
advertisement
3/8
ফেস অথেন্টিকেশন- জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার জন্য সরকার এখন ফেস অথেন্টিকেশন টেকনোলজি নিয়ে এসেছে  ৷ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে জীবন প্রমাণ পত্র জমা দিতে পারবেন ৷ ডিজিটাল লাইফ সার্টিফিকেট একটি বায়োমেট্রিক এনাবেল্ড ডিজিটাল পরিষেবা যা পেনশনভোগীদের জন্য ডিজাইন করা হয়েছে ৷
ফেস অথেন্টিকেশন- জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার জন্য সরকার এখন ফেস অথেন্টিকেশন টেকনোলজি নিয়ে এসেছে ৷ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে জীবন প্রমাণ পত্র জমা দিতে পারবেন ৷ ডিজিটাল লাইফ সার্টিফিকেট একটি বায়োমেট্রিক এনাবেল্ড ডিজিটাল পরিষেবা যা পেনশনভোগীদের জন্য ডিজাইন করা হয়েছে ৷
advertisement
4/8
Google Play Store থেকে পেনশনভোগীরা আধার ফেস আইডি ডাউনলোড করতে নিজের ফোনে ইনস্টল করতে পারবেন ৷ জীবন প্রমাণ অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে হবে ৷
Google Play Store থেকে পেনশনভোগীরা আধার ফেস আইডি ডাউনলোড করতে নিজের ফোনে ইনস্টল করতে পারবেন ৷ জীবন প্রমাণ অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে হবে ৷
advertisement
5/8
পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক -ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ( Indian Post Payment Bank) ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার জন্য আবেদন করতে পারবেন ৷ এরপর পোস্টম্যান আপনার বাড়িতে এসে লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন ৷ ২০২০ সালে পোস্টম্যানের মাধ্যমে ডোর স্টেপ পরিষেবা চালু করা হয়েছিল ৷ মোবাইলের সাহায্যে এই সুবিধা পেতে চাইলে PostInfo App ডাউনলোড করতে পারবেন ৷ পেনশনভোগীদের আধার নম্বর, মোবাইল নম্বর, ব্যাঙ্ক বা ডাকঘর অ্যাকাউন্টের নম্বরক ও পিপিও নম্বর দিতে হবে ৷
পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক -ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ( Indian Post Payment Bank) ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার জন্য আবেদন করতে পারবেন ৷ এরপর পোস্টম্যান আপনার বাড়িতে এসে লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন ৷ ২০২০ সালে পোস্টম্যানের মাধ্যমে ডোর স্টেপ পরিষেবা চালু করা হয়েছিল ৷ মোবাইলের সাহায্যে এই সুবিধা পেতে চাইলে PostInfo App ডাউনলোড করতে পারবেন ৷ পেনশনভোগীদের আধার নম্বর, মোবাইল নম্বর, ব্যাঙ্ক বা ডাকঘর অ্যাকাউন্টের নম্বরক ও পিপিও নম্বর দিতে হবে ৷
advertisement
6/8
সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস জানিয়েছে, যদি পেনশনভোগী উপস্থিত না থাকতে পারেন তাহলে Designated Official এর স্বাক্ষর লাগবে সার্টিফিকেটে ৷  CPAO বুকলেটে বলা হয়েছে পেনশনভোগীকে উপস্থিত থাকতে হবে না ৷
সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস জানিয়েছে, যদি পেনশনভোগী উপস্থিত না থাকতে পারেন তাহলে Designated Official এর স্বাক্ষর লাগবে সার্টিফিকেটে ৷ CPAO বুকলেটে বলা হয়েছে পেনশনভোগীকে উপস্থিত থাকতে হবে না ৷
advertisement
7/8
জীবন প্রমাণ পোর্টাল-জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করা যেতে পারে ৷ এর জন্য জীবন প্রমাণ অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ এছাড়া UIDAI এর টুল ব্যবহার করে ফিঙ্গার প্রিন্ট জমা করতে পারবেন ৷ ফিঙ্গারপ্রিন্ট রিডারকে স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করার জন্য ওটিপি কেবলের ব্যবহার করতে হবে ৷
জীবন প্রমাণ পোর্টাল-জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করা যেতে পারে ৷ এর জন্য জীবন প্রমাণ অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ এছাড়া UIDAI এর টুল ব্যবহার করে ফিঙ্গার প্রিন্ট জমা করতে পারবেন ৷ ফিঙ্গারপ্রিন্ট রিডারকে স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করার জন্য ওটিপি কেবলের ব্যবহার করতে হবে ৷
advertisement
8/8
ডোর স্টেপ ব্যাঙ্কিং-যে পেনশনভোগীরা ব্যাঙ্কে যেতে পারছেন না তাঁরা ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা নিতে পারবেন ৷ ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ে ব্যাঙ্কের আধিকারিক বাড়িতে গিয়ে পেনশনভোগী জীবিত রয়েছে তা যাচাই করে আসেন ৷ ৭০ বছরের বেশি বয়সের পেনশনভোগীরা এবং যাঁরা শারীরিক ভাবে অসুস্থ তাঁদের জন্য স্টেট ব্যাঙ্ক এই সুবিধা প্রদান করছেন ৷ এর জন্য অবশ্য কেওয়াইসি থাকা জরুরি ৷ পাশাপাশি ভ্যালিড মোবাইল নম্বর রেজিস্টার্ড থাকতে হবে ৷
ডোর স্টেপ ব্যাঙ্কিং-যে পেনশনভোগীরা ব্যাঙ্কে যেতে পারছেন না তাঁরা ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা নিতে পারবেন ৷ ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ে ব্যাঙ্কের আধিকারিক বাড়িতে গিয়ে পেনশনভোগী জীবিত রয়েছে তা যাচাই করে আসেন ৷ ৭০ বছরের বেশি বয়সের পেনশনভোগীরা এবং যাঁরা শারীরিক ভাবে অসুস্থ তাঁদের জন্য স্টেট ব্যাঙ্ক এই সুবিধা প্রদান করছেন ৷ এর জন্য অবশ্য কেওয়াইসি থাকা জরুরি ৷ পাশাপাশি ভ্যালিড মোবাইল নম্বর রেজিস্টার্ড থাকতে হবে ৷
advertisement
advertisement
advertisement