বিশ্বের বৃহত্তম Real Time Payment Sytem" ভারতের UPI-কে দরাজ স্বীকৃতি দিল IMF

Last Updated:
এই প্রসঙ্গে সোমবার কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় বলেন, "আইএমএফের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে ইউপিআই বিশ্বে সবচেয়ে বেশি রিয়েল-টাইম লেনদেনকারী সিস্টেম। ২০২৫ সালের জুন মাসের রিপোর্টের ভিত্তিতে এই স্বীকৃতি দিয়েছে আইএমএফ।
1/4
ET জানিয়েছে, প্রায় এক বছর ধরে DoT অফিসিয়াল এবং OTT কোম্পানিগুলোর মধ্যে আলোচনা চলেছে, কারণ অনলাইন প্রতারণা নিয়ে উদ্বেগ বাড়ছিল। ঠিক যেমন UPI পেমেন্টের ক্ষেত্রে হয়, সিম না থাকলে সেই অ্যাপ চালানো যায় না, তেমনই হবে হোয়্যাটসঅ্যাপ, টেলিগ্রাম ব্যবহারের ক্ষেত্রে।
ডিজিটাল পেমেন্টের জগতে সারা বিশ্বেই হইচই ফেলে দিয়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা (UPI)। একদমই ভারতের তৈরি এই অভিনব প্রযুক্তির এই পেমেন্ট ইন্টারফেস ব্যবহার করছে পৃথিবীর বহু দেশ। আর এই ইউপিআই-কেই এবার স্বীকৃতি দিল ইন্টারন্যাশনাল মনিটারিং ফান্ড (IMF)।
advertisement
2/4
UPI লাইট হল UPI-এর আরেকটি অংশ, যেখানে ব্যবহারকারীরা PIN বা ভেরিফিকেশনের প্রয়োজন ছাড়াই ছোট-মূল্যের লেনদেন সম্পন্ন করতে পারেন।
এছাড়াও এসিআই ওয়ার্ল্ডওয়াইড-এর ২০২৪ সালের রিপোর্টের ভিত্তিতে ১২৯.৩ বিলিয়ন লেনদেন এবং ৪৯% বৈশ্বিক বাজার শেয়ারের সঙ্গে ইউপিআইকে বিশ্বব্যাপী শীর্ষস্থানে রাখার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ব্রাজিলকে দ্বিতীয় স্থানে, থাইল্যান্ডকে তৃতীয় স্থানে এবং চিনকে যথাক্রমে চতুর্থ স্থানে রাখা হয়েছে।
advertisement
3/4
দেশের কোটি কোটি মানুষের ভরসা। শুরু যখন হয়েছিল, তখন কেউ ভাবতেও পারেননি যে UPI দৈনন্দিন জীবনের সঙ্গে এমন ভাবে মিশে যাবে। বড় অঙ্কের টাকা লেনদেন হোক বা পাড়ার দোকানে পকেটে খুচরো না থাকা, সব ক্ষেত্রেই ভরসা এখন UPI। পরিষেবা মসৃণ করার লক্ষ্যে তার ইন্টারফেসে নানা রকম পরিবর্তনও নিয়ে আসা হচ্ছে।
এছাড়াও, মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকার আরবিআই এবং এনসিপিআই ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণে সহায়তা করতে লাগাতার পদক্ষেপ করেছে।"বর্তমানে, ভারতের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সিস্টেম হল ইউপিআই। ২০১৬ সালে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা এই প্রযুক্তি চালু করা যায়।
advertisement
4/4
UPI লেনদেন সীমাতেও চলতি মাস থেকে কিছু পরিবর্তন এসেছে- বিনিয়োগ এবং বিমা: এখানে প্রতি লেনদেন ২ লাখ টাকার পরিবর্তে ৫ লাখ টাকা করা হল এবং ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। সরকারি ই-মার্কেটপ্লেস এবং কর প্রদান: এর সীমাও ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হবে প্রতি লেনদেনে। ভ্রমণ বুকিং: এখন ১ লাখ টাকার পরিবর্তে প্রতি লেনদেনে ৫ লাখ টাকা দেওয়া যাবে, দৈনিক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত। ক্রেডিট কার্ড বিল প্রদান: একবারে ৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া যাবে, তবে প্রতিদিন সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত।
ইউপিআই-এর বৈশিষ্ট্য হল, এটি বিভিন্ন ব্যাঙ্ক এবং পেমেন্ট অ্যাপগুলিকে একটি একক প্লাটফর্মে যুক্ত করে, যার ফলে টাকা পাঠানো এবং গ্রহণ করা অত্যন্ত সহজ হয়। এই ইউপিআই-এর মাধ্যমে গ্রাহকরা গুগল পে, পেটিএম, ভীম অথবা বাঙ্কের নিজস্ব অ্যাপেও পেমেন্ট করতে পারবেন। ডোকানেও কিউআর কোড স্ক্যান করে কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হতে পারে পেমেন্ট।
advertisement
advertisement
advertisement