বিশ্বের বৃহত্তম Real Time Payment Sytem" ভারতের UPI-কে দরাজ স্বীকৃতি দিল IMF
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে সোমবার কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় বলেন, "আইএমএফের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে ইউপিআই বিশ্বে সবচেয়ে বেশি রিয়েল-টাইম লেনদেনকারী সিস্টেম। ২০২৫ সালের জুন মাসের রিপোর্টের ভিত্তিতে এই স্বীকৃতি দিয়েছে আইএমএফ।
advertisement
advertisement
এছাড়াও, মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকার আরবিআই এবং এনসিপিআই ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণে সহায়তা করতে লাগাতার পদক্ষেপ করেছে।"বর্তমানে, ভারতের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সিস্টেম হল ইউপিআই। ২০১৬ সালে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা এই প্রযুক্তি চালু করা যায়।
advertisement
ইউপিআই-এর বৈশিষ্ট্য হল, এটি বিভিন্ন ব্যাঙ্ক এবং পেমেন্ট অ্যাপগুলিকে একটি একক প্লাটফর্মে যুক্ত করে, যার ফলে টাকা পাঠানো এবং গ্রহণ করা অত্যন্ত সহজ হয়। এই ইউপিআই-এর মাধ্যমে গ্রাহকরা গুগল পে, পেটিএম, ভীম অথবা বাঙ্কের নিজস্ব অ্যাপেও পেমেন্ট করতে পারবেন। ডোকানেও কিউআর কোড স্ক্যান করে কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হতে পারে পেমেন্ট।





