Income Tax Notice: স্বামীর কাছ থেকে মাসের খরচার টাকা নেওয়ার জন্য আয়কর নোটিস পেতে পারেন স্ত্রী ? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Income Tax Notice: বিনিয়োগ থেকে অর্জিত আয়ের উপর স্ত্রীকে কর দিতে হবে।
কেউ যদি নিজের স্বামীর কাছ থেকে গৃহস্থালির খরচের জন্য প্রতি মাসে টাকা পান বা স্বামী যদি স্ত্রীকে উপহার হিসাবে কিছু দেন, তাহলে কি তার উপর ট্যাক্স দিতে হবে? বিশেষজ্ঞদের মতে, এই আয়ের ওপর স্ত্রীকে কোনও কর দিতে হবে না। কর বিশেষজ্ঞ শরদ কোহলি সিএনবিসি আওয়াজকে বলেছেন যে, এই অর্থ শুধুমাত্র স্বামীর আয় হিসাবে দেখা হবে।
advertisement
advertisement
এটি লক্ষ্যণীয় যে একটি সীমা অতিক্রম করে নগদ লেনদেনের ক্ষেত্রে জরিমানা করার বিধানও রয়েছে। শরদ কোহলির মতে, আয়করের ধারা 269SS এবং 269T-এর অধীনে, ২০ হাজার টাকার বেশি নগদ লেনদেনে জরিমানা দেওয়ার বিধান রয়েছে। তবে রক্তের সম্পর্ক বা নিকটাত্মীয়রাও এই নিয়ম থেকে অব্যাহতিপ্রাপ্ত। বাবা-ছেলে, স্বামী-স্ত্রীসহ কয়েকজন নিকটাত্মীয়কে এ নিয়মের বাইরে রাখা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই ক্ষেত্রে কোন কোন বিষয়ে কর দিতে হতে পারে।
advertisement
advertisement
যেখানে বিনিয়োগের উপর কর দিতে হবে -স্ত্রী যদি স্বামীর দেওয়া অর্থ FD, SIP, স্টক মার্কেট, সোনা, সম্পত্তি বা অন্য কোনও বিকল্পে বিনিয়োগ করেন, তাহলে সেখান থেকে যে রিটার্ন পাবেন তার ওপর তাঁকে ট্যাক্স দিতে হবে। এই বিনিয়োগের আয়ের উপর মূলধন লাভ বিভিন্ন সময়কাল অনুযায়ী প্রযোজ্য। অতএব, সব ধরনের বিনিয়োগের উপর ট্যাক্স সমান হবে না।