হারিয়ে গিয়েছে Aadhaar Card ? মনে নেই আধার নম্বরও ? দেখে নিন কী করতে হবে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Aadhaar Card: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্যাস কানেকশন হোক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সব ক্ষেত্রেই আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷
advertisement
ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্যাস কানেকশন হোক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সব ক্ষেত্রেই আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷ সরকারি যোজনার সুবিধা পাওয়ার জন্যেও আধার নম্বর অত্যন্ত জরুরি৷ সেই জন্য আধার কার্ড হারিয়ে গিয়ে থাকলে মুশকিলে পড়তে হয় ৷ আজকাল অবশ্য অনলাইনে ই-আধার ডাউনলোড করার সুবিধা থাকায় এই সমস্যার অনেকটাই সুরাহা হয়েছে ৷ কিন্তু আধার নম্বর ভুলে গিয়ে থাকলে সে ক্ষেত্রে বড় সমস্যায় পড়তে হতে পারে ৷
advertisement
advertisement
-আধার নম্বর জানার জন্য প্রথমে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে-এরপর এই পেজে আধার কার্ডে দেওয়া নাম, মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে৷
- এবার Send OTP বটনে ক্লিক করতে হবে ৷
- আপনার আধার লিঙ্কড মোবাইল নম্বরে ওটিপি আসবে ৷ OTP দিতেই আপনার পেজে আধার কার্ডের সমস্ত তথ্য চলে আসবে ৷
-এছাড়া আপনি এখান থেকে আধার কার্ড ডাউনলোডও করতে পারবেন ৷
advertisement
advertisement