৫ লক্ষ টাকা SBI-এর ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে কত রিটার্ন আসবে? রইল নতুন বছরের সুদের হার
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আসলে এসবিআই এফডি থেকে প্রাপ্ত আয় মার্কেট-লিঙ্কড নয়। ফলে সবথেকে বড় কথা হল, এতে ঝুঁকি একেবারেই থাকে না।
advertisement
advertisement
advertisement
advertisement
এসবিআই: ১ বছরের জন্য ৫ লক্ষ টাকার উপর সুদ১. ১ বছরের ম্যাচিউরিটির ডিপোজিটের ক্ষেত্রে এসবিআই-এর সুদের হার ৬.৮০ শতাংশ।
২. যদিও ২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ডিপোজিটের উপর সুদের হার ৫.৭৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬ শতাংশ।
৩. ১ বছরের জন্য ৫ লক্ষ টাকা জমা করলে মেয়াদপূর্তিতে মিলবে ৫৩৪৮৭৬ টাকা। অর্থাৎ সুদ থেকে আয় হবে ৩৪৮৭৬ টাকা।
advertisement
advertisement
এসবিআই: ২ বছরের জন্য ৫ লক্ষ টাকার উপর সুদ১. ৩ বছরের মেয়াদের ডিপোজিটের জন্য সুদের হার ৬.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৫০ শতাংশ করেছে এসবিআই। অর্থাৎ ডিপোজিটের হার বৃদ্ধি পেয়েছে ০.২৫ শতাংশ।
২. ফলে ৩ বছরের জন্য কেউ ৫ লক্ষ টাকা ডিপোজিট করলে মেয়াদপূর্তিতে পাওয়া যাবে ৬,১১,১৯৬ টাকা। তবে আগের সুদের হার থাকলে মিলত ৬,০৬,৭০৩ টাকা।
৩. তাহলে নতুন হারে ৪৪৯৩ টাকা বেশি সুদ মিলছে।
advertisement
advertisement
এসবিআই: সিনিয়র সিটিজেন এফডি সুদের হার ২০২৪১. এমনিতে এসবিআই সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের বিভিন্ন মেয়াদপূর্তির ডিপোজিটের উপর অন্যান্য গ্রাহকদের তুলনায় ০.৫০ শতাংশ বেশি সুদের হার প্রদান করে থাকে।
২. আবার উইকেয়ার ডিপোজিট স্কিমের আওতায় প্রবীণ নাগরিকেরা ০.৫ শতাংশ হারে বেশি সুদ পান ৫ বছর কিংবা তার বেশি মেয়াদের ডিপোজিটের উপরে। অর্থাৎ মোট লাভ হচ্ছে ১ শতাংশ।
৩. একজন প্রবীণ বিনিয়োগকারী এই স্কিমে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদপূর্তিতে তিনি পেয়ে যাবেন ৭,২৪,৯৭৪ টাকা।
৪. এইভাবে নতুন হারের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ৩৪৭৬৫ টাকা পেয়ে যাবে। আগামী ৩১ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত এসবিআই উইকেয়ার সুবিধা লাভ করা যাবে।
advertisement