পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে ১০ হাজার টাকা রাখলে ম্যাচিউরিটিতে কত পাবেন ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
১০ হাজার টাকা করে বিনিয়োগে কত রিটার্ন দেখে নিন হিসেব -
বেশিরভাগ মানুষের কাছেই সেভিংসের প্রথম ধাপ হচ্ছে রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করা ৷ ব্যাঙ্ক বা পোস্ট অফিস দু’জায়গায় খোলা যায় রেকারিং ডিপোজিট ৷ বর্তমানে ব্যাঙ্কের পাশাপাশি অনেকেই পোস্ট অফিসের ক্ষুদ্র প্রকল্প সঞ্চয়ে টাকা রাখছেন ৷ পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিম বেশ লাভজনক ৷ এখানে বিভিন্ন স্কিমে ভাল সুদের পাওয়া যায় ৷
advertisement
পোস্ট অফিসের একাধিক জনপ্রিয় স্কিমের মধ্যে একটি হচ্ছে রেকারিং ডিপোজিট ৷ এই স্কিমের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এখানে মাত্র ১০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যায়। তবে এখানে আপনাকে ৫ বছরের জন্য বিনিয়োগ করতেই হবে ৷
advertisement
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে (৫ বছরের পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট) বছরে ৫.৮ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। প্রত্যেক ত্রৈমাসিকে চক্রবৃদ্ধি হারে এই সুদ দেওয়া হয়।
advertisement
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদ পাঁচ বছর। এরপর আরও পাঁচ বছরের জন্য তা বাড়ানো যায়। এই স্কিমে মাসিক ১০ হাজার টাকা বিনিয়োগ করলে ম্যাচিউরিটিতে মিলবে ১৬ লাখ টাকা।
advertisement
এর পাশাপাশি অন্যান্য সুবিধাও রয়েছে। পোস্ট অফিসের স্কিম সরকার সমর্থিত। ফলে কোনও ঝুঁকি নেই। জমা টাকা সম্পূর্ণ নিরাপদ।
advertisement
১০ হাজার টাকা করে বিনিয়োগে কত রিটার্ন: প্রতি মাসে ১০ হাজার টাকা জমা করলে পাঁচ বছর পর ৬,৯৬,৯৬৮ টাকা রিটার্ন মিলবে। এর মধ্যে ৯৬,৯৬৮ টাকা সুদ। আর ৬ লাখ টাকা মোট বিনিয়োগ।
advertisement
১০ বছরে কত টাকা পাওয়া যাবে: যদি কেউ পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম পাঁচ বছর পর আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দেয় তাহলে ১৬,২৬,৪৭৬ টাকার গ্যারান্টিযুক্ত রিটার্ন মিলবে। এর মধ্যে মোট বিনিয়োগ হবে ১২ লাখ টাকা। আর সুদ মিলবে ৪,২৬,৪৭৬ টাকা।
advertisement
১০ বছরে কত টাকা পাওয়া যাবে: যদি কেউ পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম পাঁচ বছর পর আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দেয় তাহলে ১৬,২৬,৪৭৬ টাকার গ্যারান্টিযুক্ত রিটার্ন মিলবে। এর মধ্যে মোট বিনিয়োগ হবে ১২ লাখ টাকা। আর সুদ মিলবে ৪,২৬,৪৭৬ টাকা।
advertisement