আধার কার্ডের ১০ বছর হয়ে গেলে এখুনি এই কাজটি করতে হবে, না হলে পড়বেন বড় সমস্যায়

Last Updated:
আধার কার্ড সংক্রান্ত এই খবরটা জেনে রাখা অত্যন্ত জরুরি ৷
1/4
আধার কার্ড করিয়েছেন ১০ বছর হয়ে গিয়েছে ? তাদের জন্য এই খবরটা জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ইউআইডিআই-এর তরফে ১০ বছরের পুরনো আধার কার্ডের সমস্ত তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ আধার কার্ড হোল্ডারদের পরিচয় পত্র ও ঠিকানার প্রমান পত্র সংক্রান্ত তথ্যও আপডেট করার পরামর্শ দিয়েছে UIDAI ।
আধার কার্ড করিয়েছেন ১০ বছর হয়ে গিয়েছে ? তাদের জন্য এই খবরটা জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ইউআইডিআই-এর তরফে ১০ বছরের পুরনো আধার কার্ডের সমস্ত তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ আধার কার্ড হোল্ডারদের পরিচয় পত্র ও ঠিকানার প্রমান পত্র সংক্রান্ত তথ্যও আপডেট করার পরামর্শ দিয়েছে UIDAI ।
advertisement
2/4
আধার কার্ড অনলাইন ও অফলাইন দু’ভাবেই আপডেট করা যেতে পারে ৷ UIDAI এর তরফে জানানো হয়েছে, যে ব্যক্তিদের আধার দশ বছর আগে তৈরি করা হয়েছে এবং মাঝখানে একবারও আপডেট করা না হয়ে থাকলে, তাদের আধার আপডেট করা বাধ্যতামূলক ৷
আধার কার্ড অনলাইন ও অফলাইন দু’ভাবেই আপডেট করা যেতে পারে ৷ UIDAI এর তরফে জানানো হয়েছে, যে ব্যক্তিদের আধার দশ বছর আগে তৈরি করা হয়েছে এবং মাঝখানে একবারও আপডেট করা না হয়ে থাকলে, তাদের আধার আপডেট করা বাধ্যতামূলক ৷
advertisement
3/4
এটা করা বাধ্যতামূলক নয় - UIDAI স্পষ্ট জানিয়ে দিয়েছে এরকম করা বাধ্যতামূলক নয়, তবে এটা করে রাখলে আধার কার্ডহোল্ডারদের অনেকটাই সুবিধা হবে ৷ ইউআইডিএআই জানিয়েছে, ‘যে ব্যক্তিরা আধার দশ বছর আগে বানিয়েছেন এবং তারপর কখনও আপডেট না করিয়ে থাকলে, আধার কার্ড হোল্ডাররা নিজেদের সুবিধার্থে আধার সংক্রান্ত তথ্য আপডেট করিয়ে নিন ৷’
এটা করা বাধ্যতামূলক নয় - UIDAI স্পষ্ট জানিয়ে দিয়েছে এরকম করা বাধ্যতামূলক নয়, তবে এটা করে রাখলে আধার কার্ডহোল্ডারদের অনেকটাই সুবিধা হবে ৷ ইউআইডিএআই জানিয়েছে, ‘যে ব্যক্তিরা আধার দশ বছর আগে বানিয়েছেন এবং তারপর কখনও আপডেট না করিয়ে থাকলে, আধার কার্ড হোল্ডাররা নিজেদের সুবিধার্থে আধার সংক্রান্ত তথ্য আপডেট করিয়ে নিন ৷’
advertisement
4/4
কীভাবে করবেন আপডেট ?   ইউআইডিএআই আরও জানিয়েছে, আধার অনলাইন ও অফলাইন আপডেট করা যেতে পারে ৷ দুটি ভাবেই আপডেট করা যেতে পারে ৷ অনলাইন আধার আপডেট করার জন্য মাই আধার পোর্টালে যেতে হবে ৷ আধার হোল্ডাররা আধার সেন্টারে গিয়েও কাজ করতে পারবেন ৷ এর জন্য সামান্য কিছু চার্জ দিতে হতে পারে ৷
কীভাবে করবেন আপডেট ? ইউআইডিএআই আরও জানিয়েছে, আধার অনলাইন ও অফলাইন আপডেট করা যেতে পারে ৷ দুটি ভাবেই আপডেট করা যেতে পারে ৷ অনলাইন আধার আপডেট করার জন্য মাই আধার পোর্টালে যেতে হবে ৷ আধার হোল্ডাররা আধার সেন্টারে গিয়েও কাজ করতে পারবেন ৷ এর জন্য সামান্য কিছু চার্জ দিতে হতে পারে ৷
advertisement
advertisement
advertisement