ব্যাঙ্কে Fixed Deposit করেছেন? এখনই এই কাজ না করলে সরকার ট্যাক্স কেটে নেবে, জানতেও পারবেন না
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ফিক্সড ডিপোজিট করার সময়ই একটি ফর্ম পূরণ করার পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা। এই ফর্ম সম্পর্কে বিস্তারিত জানা জরুরী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এটা হল আয়কর আইন ১৯৬১- এর ধারা 197A-এর উপ-ধারা 1 এবং 1(A) এর অধীনে একটি ঘোষণাপত্র৷ এর মাধ্যমে ব্যাঙ্ক বিনিয়োগকারীর বার্ষিক আয় সম্পর্কে জানতে পারে। যদি বিনিয়োগকারীর আয় করের আওতায় না আসে, তাহলে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে টিডিএস কাটবে না। যাঁরা ট্যাক্স স্ল্যাবের আওতায় পড়েন না তাঁরা এই ফর্ম পূরণ করতে পারেন।
advertisement
অন্য দিকে, ফর্ম 15H ৬০ বছর বা তার বেশি বয়সের লোকেদের জন্য। এটি জমা করে প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটের সুদের উপর টিডিএস কাটা বন্ধ করতে পারেন। কিন্তু এই ফর্মটি শুধুমাত্র তাঁরাই জমা দিতে পারবেন যাঁদের করযোগ্য আয় শূন্য। ঋণ, অগ্রিম, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদির মতো আমানত ছাড়া অন্য কোনও উৎস থেকে সুদের আয় যদি ৫ হাজার টাকার বেশি হয়, তাহলে ফর্ম 15H জমা দিতে হবে।