বিমা সংস্থার ওয়েবসাইট থেকে ফ্রি লুক পিরিয়ডের ফর্ম ডাউনলোড করতে পারবেন ৷ এতে পলিসিহোল্ডারকে পলিসির কাগজ কবে পেয়েছেন তার তারিখ, এজেন্টের ডিটেলস এবং পলিসি বাতিল করার কারন দিতে হবে ৷ এছাড়া সঙ্গে দিতে হবে পলিসির আসল কাগজ, প্রথম প্রিমিয়ামে রসিদ, ক্যানসেল চেক জমা দিতে হবে ৷ টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে গ্রাহককে তার ব্যাঙ্কের তথ্যও জমা দিতে হবে ৷