Farming Business Profit: চাষীদের বিরাট মুনাফা, হাতে প্রচুর টাকা, একই জমিতে দুই রকমের ফসল! বাড়ছে মাল্টি লেয়ার পদ্ধতির ফার্মিং
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Huge Profit: একই জমিতে দুই ধরনের ফসল চাষ করা হচ্ছে ,এতে যেমন বাড়তি আয় হচ্ছে তেমনই লাভবান হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার কৃষকরা
একই জমিতে দুই ধরনের ফসল চাষ করা হচ্ছে ,এতে যেমন বাড়তি আয় হচ্ছে তেমনই লাভবান হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার কৃষকরা। জানা গিয়েছে কৃষকরা আগে ফসলি জমিতে শুধু এক ধরনের চাষ করতেন। তাতে খুব একটা লাভ হতো না তাদের। এখন তারা জমিতে নিচে যে কোন ধরনের শাক সবজি ও আর তার উপরে মাচা করে উচ্ছে শশা এরকম ধরনের চাষ করে সাফলতাও পাচ্ছেন। ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে একই জমিতে একাধিক ফসল চাষ। (সুমন সাহা)
advertisement
advertisement
advertisement
বিশেষ করে ধান কাটার পর জমি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হতো। এখন বিজ্ঞানীদের এ গবেষণা সফল হওয়ায় ফলে এই পদ্ধতিতে ফসল চাষ শুরু হয়েছে। জমিকে সঠিকভাবে ব্যবহার করতে জানলে চাষাবাদে লাভ আসবেই। আগের দিনে কৃষকেরা এক ধরনের ফসল চাষে অভ্যস্ত ছিল না। বর্তমানে সেটা আর নেই। বেশিরভাগ চাষিই একাধিক ফসল চাষে লাভবান হচ্ছে।
advertisement
তবে মাথার ঘাম পায়ে ফেলে চাষ করা সবজির ন্যায্যমূল্য অনেক সময় কৃষকের ঘরে পৌঁছায় না বলে অভিযোগ করেন তারা। শীতকালীন সবজির মৌসুমে দক্ষিণ ২৪ পরগনা জেলার একইসঙ্গে একাধিক ফসল চাষ করছে। সেক্ষেত্রে কৃষি বিভাগও তাদের উৎসাহ ও সহযোগিতা দিয়ে আসছে। একাধিক ফসল চাষে কৃষকের যেমন বেশি মুনাফা হয় তেমনি জমির উর্বরতা শক্তিও বাড়ে।







