Money Tips: ফাঁকা জায়গায় লাগিয়ে দিন 'এই' গাছ! অযত্নেই বড় হবে! কয়েক বছর টাকার গদিতে বসে থাকবেন

Last Updated:
Money Tips: ছ'ফুট দূরত্ব বজায় রেখে এই গাছ লাগানো উচিত। নার্সারিগুলিতে খুব কম দামে এই গাছের চারা পাওয়া যায়।
1/5
আপনার মালিকানায় যদি ফাঁকা জায়গা পড়ে থাকে, তাহলে দেরি না করে লাগিয়ে দিন এই গাছ। অযত্নে বড় হবে। কম সময়ে হয়ে উঠবে পরিণত। ফাঁকা পড়ে থাকা জায়গায় এই গাছ বাড়তি টাকার জোগান দেবে।
আপনার মালিকানায় যদি ফাঁকা জায়গা পড়ে থাকে, তাহলে দেরি না করে লাগিয়ে দিন এই গাছ। অযত্নে বড় হবে। কম সময়ে হয়ে উঠবে পরিণত। ফাঁকা পড়ে থাকা জায়গায় এই গাছ বাড়তি টাকার জোগান দেবে।
advertisement
2/5
উদ্ভিদ বিদ্যার শিক্ষক পার্থ দে জানিয়েছেন, বাংলায় আগে শাল, সেগুনের ব্যাপক কদর ছিল। কিন্তু বর্তমানে সোনাঝুরি গাছ লাগানোর চাহিদা বাড়ছে। এমনকি বর্তমানে ইউক্যালিপটাসের থেকেও চাহিদা বেড়েছে এই গাছের। যার অন্যতম কারণ এই গাছ দ্রুত পরিণত হয়ে ওঠে।
উদ্ভিদ বিদ্যার শিক্ষক পার্থ দে জানিয়েছেন, বাংলায় আগে শাল, সেগুনের ব্যাপক কদর ছিল। কিন্তু বর্তমানে সোনাঝুরি গাছ লাগানোর চাহিদা বাড়ছে। এমনকি বর্তমানে ইউক্যালিপটাসের থেকেও চাহিদা বেড়েছে এই গাছের। যার অন্যতম কারণ এই গাছ দ্রুত পরিণত হয়ে ওঠে।
advertisement
3/5
তিনি জানিয়েছেন, ফাঁকা পড়ে থাকা জায়গায় দু'দিকেই ছ'ফুট দূরত্ব বজায় রেখে এই গাছ লাগানো উচিত। নার্সারিগুলিতে খুব কম দামে এই গাছের চারা পাওয়া যায়। কয়েক মাস একটু নজরে রাখলে আর দেখতে হবে না। মাত্র ১৫ বছরে পরিণত হয়ে ওঠে এই গাছ।
তিনি জানিয়েছেন, ফাঁকা পড়ে থাকা জায়গায় দু'দিকেই ছ'ফুট দূরত্ব বজায় রেখে এই গাছ লাগানো উচিত। নার্সারিগুলিতে খুব কম দামে এই গাছের চারা পাওয়া যায়। কয়েক মাস একটু নজরে রাখলে আর দেখতে হবে না। মাত্র ১৫ বছরে পরিণত হয়ে ওঠে এই গাছ।
advertisement
4/5
আপনি চাইলে ৮-১০ বছর বাদেও এই গাছ বিক্রি করতে পারেন। তবে পরিণত অবস্থায় বিক্রি করলে দাম ভাল পাওয়া যায়। পাশাপাশি এই গাছ লাগানোর আরও একটি সুবিধা, যেখানে সোনাঝুরি গাছ থাকবে, সেই জায়গার মাটি পরিষ্কার থাকবে। আগাছার উৎপাত হবে না।
আপনি চাইলে ৮-১০ বছর বাদেও এই গাছ বিক্রি করতে পারেন। তবে পরিণত অবস্থায় বিক্রি করলে দাম ভাল পাওয়া যায়। পাশাপাশি এই গাছ লাগানোর আরও একটি সুবিধা, যেখানে সোনাঝুরি গাছ থাকবে, সেই জায়গার মাটি পরিষ্কার থাকবে। আগাছার উৎপাত হবে না।
advertisement
5/5
শিক্ষক জানিয়েছেন, যে কোনও গাছ কাটার আগে অবশ্যই বন দফতরের অনুমতি নিতে হবে। অন্যথায় পড়তে হবে শাস্তির মুখে। গাছ কাটার কী কী নিয়ম রয়েছে, তা বন দফতরের আধিকারিকরা জানিয়ে দেবেন। পাশাপাশি সবুজ রক্ষা করতে যেখানে গাছ কাটা হবে, সেখানে আবার নতুন করে বৃক্ষরোপণ করা উচিত বলে তিনি জানিয়েছেন।
শিক্ষক জানিয়েছেন, যে কোনও গাছ কাটার আগে অবশ্যই বন দফতরের অনুমতি নিতে হবে। অন্যথায় পড়তে হবে শাস্তির মুখে। গাছ কাটার কী কী নিয়ম রয়েছে, তা বন দফতরের আধিকারিকরা জানিয়ে দেবেন। পাশাপাশি সবুজ রক্ষা করতে যেখানে গাছ কাটা হবে, সেখানে আবার নতুন করে বৃক্ষরোপণ করা উচিত বলে তিনি জানিয়েছেন।
advertisement
advertisement
advertisement