Huge Drop in Gold Price: হুড়মুড়িয়ে কমল সোনার দাম, এক ধাক্কায় অনেকটাই সস্তা হল সোনালি ধাতু

Last Updated:
Huge Drop in Gold Price: সোনার দামে বড় পতন, এক ধাক্কায় অনেকটাই সস্তা হয়েছে সোনা। জেনে নিন আজকে ১গ্রামের দাম কত কমল ৷
1/5
সাধারণের জন্য বিরাট সুখবর ৷ গত কয়েকদিনে যে ভাবে দাম বেড়েছিল তাতে সোনার দাম প্রায় ১ লাখ হয়ে গিয়েছিল ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের পক্ষে সোনা কেনার প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল ৷ কিন্তু এর মাঝেই এল বড় স্বস্তির খবর ৷ এক ধাক্কায় শুক্রবার অনেকটাই কমে গেল সোনার দাম ৷ এর জেরে ৯০ হাজারের নীচে চলে এসেছে সোনার দাম ৷
সাধারণের জন্য বিরাট সুখবর ৷ গত কয়েকদিনে যে ভাবে দাম বেড়েছিল তাতে সোনার দাম প্রায় ১ লাখ হয়ে গিয়েছিল ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের পক্ষে সোনা কেনার প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল ৷ কিন্তু এর মাঝেই এল বড় স্বস্তির খবর ৷ এক ধাক্কায় শুক্রবার অনেকটাই কমে গেল সোনার দাম ৷ এর জেরে ৯০ হাজারের নীচে চলে এসেছে সোনার দাম ৷
advertisement
2/5
যে ভাবে দাম বেড়েছে তাতে একটু দাম কলেই খুশি হচ্ছে সাধারণ মানুষ ৷ তবে আসলে বর্তমানে সোনার যা দাম, তা এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরেই বলা চলে! সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে। সোনা বিক্রি করার থাকলে এটা সেরা সময় হতে পারে বলে অনেকেই মনে করছেন ৷
যে ভাবে দাম বেড়েছে তাতে একটু দাম কলেই খুশি হচ্ছে সাধারণ মানুষ ৷ তবে আসলে বর্তমানে সোনার যা দাম, তা এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরেই বলা চলে! সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে। সোনা বিক্রি করার থাকলে এটা সেরা সময় হতে পারে বলে অনেকেই মনে করছেন ৷
advertisement
3/5
গত কয়েক সপ্তাহে রেকর্ড গড়ছে সোনা। যার জেরে রেকর্ড হাই-এ পৌঁছে গিয়েছে হলুদ ধাতুর মূল্য। আসলে দেশীয় এবং বিদেশি বাজারে এক লহমায় প্রচুর দাম বেড়ে গেল সোনার।
গত কয়েক সপ্তাহে রেকর্ড গড়ছে সোনা। যার জেরে রেকর্ড হাই-এ পৌঁছে গিয়েছে হলুদ ধাতুর মূল্য। আসলে দেশীয় এবং বিদেশি বাজারে এক লহমায় প্রচুর দাম বেড়ে গেল সোনার।
advertisement
4/5
শুক্রবার ২ মে কমল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৮৮৫০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭২৬৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৯৫৩৩৯ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
শুক্রবার ২ মে কমল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৮৮৫০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭২৬৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৯৫৩৩৯ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
5/5
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement