Money Making Tips: হাতে টাকাও থাকবে, জীবনে স্বাচ্ছন্দ্যও, তাড়াতাড়ি অবসর নিতে ৫৫৫ ফর্মুলা ব্যবহার করুন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
অনেকে আবার আগেই অবসর গ্রহণ করতে চান। এদের জন্যও নির্দিষ্ট উপায় রয়েছে।
advertisement
advertisement
বিনিয়োগকারীদের অবসর পরিকল্পনা তাঁদের বিনিয়োগ কৌশলগুলিকে সারিবদ্ধ করার পথ প্রশস্ত করে৷ সবাই যে অনির্দিষ্টকালের জন্য কাজ করতে চান না তা মাথায় রেখে আর্থিক উপদেষ্টারা আর্থিক স্বাধীনতা এবং প্রাথমিক অবসর (FIRE) অর্জনের জন্য সংক্ষিপ্ত এবং কার্যকর টিপস প্রদান করেন। এই টিপস মেনে চললে নির্দিষ্ট সময়ের আগে অবসর গ্রহণ করলেও আর্থিক বিষয়ে বেশি চিন্তা করার প্রয়োজন হয় না।
advertisement
advertisement
এর কারণ হল, SIP-এর মাধ্যমে, যে কেউ ধারাবাহিকভাবে একটি পূর্বনির্ধারিত পরিমাণ, সম্ভবত মাসিক বিনিয়োগ করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই বিনিয়োগ শুধুমাত্র বাজারের রিটার্ন থেকে উপকৃত হয় না বরং আগের বছর থেকে পুনঃবিনিয়োগকৃত আয়ের উপরও রিটার্ন অর্জন করে। এই ক্রমবর্ধমান প্রভাব চক্রবৃদ্ধির মাধ্যমে সম্পদ আহরণের পিছনে আসল চালিকা শক্তি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
একটি উদাহরণের মাধ্যমে "৫৫৫ সূত্র" দেখে নেওয়া যাক -ধরে নেওয়া যাক যে ২৫ বছর বয়সী একজন বিনিয়োগকারী একটি মিউচুয়াল ফান্ডে ১০,০০০ টাকার মাসিক বিনিয়োগ শুরু করেন। যার আনুমানিক বার্ষিক রিটার্ন রেট ১২ শতাংশ। তারপর, ধীরে ধীরে প্রতি ৫ শতাংশ বিনিয়োগ বাড়িয়ে, বিনিয়োগকারী ৫৫ বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত পরবর্তী ৩০ বছরের জন্য বিনিয়োগ করেন। তাহলে বিনিয়োগের পরিমাণ হবে -
advertisement
advertisement
advertisement
advertisement
প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ শুরু করা চক্রবৃদ্ধি সুদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সর্বোত্তম। যা অর্থকে সময়ের সঙ্গে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সক্ষম করে। তবে মাথায় না রাখলেই নয় যে এভাবে অবসর নিয়ে সুখে থাকতে হলে বিনিয়োগ খুব অল্প বয়স থেকেই শুরু করতে হবে, না হলে আর্থিক লক্ষ্য পূরণ করা অসম্ভব হয়ে উঠবে।