Savings Tips: কিছুতেই রাশ টানতে পারছেন না খরচে? এই ৫ টিপস মেনে চলুন, মাসের শেষে টানাটানিতে পড়তে হবে না কোনওদিন

Last Updated:
Savings Tips: খরচের ঠেলায় মাথায় হাত। বাইরে বেরলেই এটা ওটা কিনতে মন চায়। আবার বিশেষ কোনও অনুষ্ঠান বা উৎসবের সময় প্রয়োজনের চেয়ে বেশি কেনাকাটা করে ফেলেন অনেকেই।
1/8
খরচের ঠেলায় মাথায় হাত। বাইরে বেরলেই এটা ওটা কিনতে মন চায়। আবার বিশেষ কোনও অনুষ্ঠান বা উৎসবের সময় প্রয়োজনের চেয়ে বেশি কেনাকাটা করে ফেলেন অনেকেই। মাসের শেষে টানাটানিতে পড়তে হয়। তখন আফসোস হয়, ইস, এসব না কিনলেই হত।
খরচের ঠেলায় মাথায় হাত। বাইরে বেরলেই এটা ওটা কিনতে মন চায়। আবার বিশেষ কোনও অনুষ্ঠান বা উৎসবের সময় প্রয়োজনের চেয়ে বেশি কেনাকাটা করে ফেলেন অনেকেই। মাসের শেষে টানাটানিতে পড়তে হয়। তখন আফসোস হয়, ইস, এসব না কিনলেই হত।
advertisement
2/8
পারিবারিক অনুষ্ঠানে বা কোথাও বেড়াতে গিয়ে অনেকেই এমন হাত খুলে খরচ করেন। প্রয়োজনের চেয়ে ব্যয় বেশি হলে ভুগতে হবেই। কিন্তু অনেকেই চেষ্টা করেও রাশ টানতে পারেন না। তাহলে উপায়? ব্যয় নিয়ন্ত্রণের কিছু পন্থা রয়েছে। সেগুলো মেনে চললেই খরচ থাকবে বাজেটের মধ্যে।
পারিবারিক অনুষ্ঠানে বা কোথাও বেড়াতে গিয়ে অনেকেই এমন হাত খুলে খরচ করেন। প্রয়োজনের চেয়ে ব্যয় বেশি হলে ভুগতে হবেই। কিন্তু অনেকেই চেষ্টা করেও রাশ টানতে পারেন না। তাহলে উপায়? ব্যয় নিয়ন্ত্রণের কিছু পন্থা রয়েছে। সেগুলো মেনে চললেই খরচ থাকবে বাজেটের মধ্যে।
advertisement
3/8
আগে যেভাবে আয় ব্যয়ের হিসাব রাখা হত: আগেকার দিনে প্রত্যেক সংসারে একটা করে খেরোর খাতা থাকত। তাতে লেখা থাকত খরচের খুঁটিনাটি হিসাব। আয় কত, আর কোথায় কত টাকা ব্যয় হল, সবটাই। এর ফলে খরচের উপর নিয়ন্ত্রণ থাকত। ব্যয় নিয়ন্ত্রণ করতে চাইলে এই ডিজিটাল যুগেও খেরোর খাতা সমান কার্যকর।
আগে যেভাবে আয় ব্যয়ের হিসাব রাখা হত: আগেকার দিনে প্রত্যেক সংসারে একটা করে খেরোর খাতা থাকত। তাতে লেখা থাকত খরচের খুঁটিনাটি হিসাব। আয় কত, আর কোথায় কত টাকা ব্যয় হল, সবটাই। এর ফলে খরচের উপর নিয়ন্ত্রণ থাকত। ব্যয় নিয়ন্ত্রণ করতে চাইলে এই ডিজিটাল যুগেও খেরোর খাতা সমান কার্যকর।
advertisement
4/8
এখন সব খরচই ক্রেডিট বা ডেবিট কার্ডে হয়। সেটাই লিখে রাখতে হবে। মাসের শেষে সব খরচ যোগ করে দেখতে হবে হাতে টাকা বাঁচল না কি খরচ বেশি হল। এ থেকে বোঝা যাবে খরচ কোথায় বেশি হচ্ছে। কিংবা কোথায় খরচ কমানো যায়।
এখন সব খরচই ক্রেডিট বা ডেবিট কার্ডে হয়। সেটাই লিখে রাখতে হবে। মাসের শেষে সব খরচ যোগ করে দেখতে হবে হাতে টাকা বাঁচল না কি খরচ বেশি হল। এ থেকে বোঝা যাবে খরচ কোথায় বেশি হচ্ছে। কিংবা কোথায় খরচ কমানো যায়।
advertisement
5/8
এভাবে ক্ষতিপূরণ করতে হবে: অতিরিক্ত খরচ হলে সেই ক্ষতি পূরণ করার দুটি উপায় রয়েছে। এক, খরচ কমিয়ে সঞ্চয় বাড়ানো। দুই, আয় বৃদ্ধির উপায় খুঁজে বের করা। খরচ বেশি হলে পরের মাসের বাজেট থেকে তা কেটে রাখতে হবে। আর যদি প্রতি মাসেই বেশি খরচ হতে থাকে তাহলে আয় বৃদ্ধি ছাড়া আর কোনও পথ নেই।
এভাবে ক্ষতিপূরণ করতে হবে: অতিরিক্ত খরচ হলে সেই ক্ষতি পূরণ করার দুটি উপায় রয়েছে। এক, খরচ কমিয়ে সঞ্চয় বাড়ানো। দুই, আয় বৃদ্ধির উপায় খুঁজে বের করা। খরচ বেশি হলে পরের মাসের বাজেট থেকে তা কেটে রাখতে হবে। আর যদি প্রতি মাসেই বেশি খরচ হতে থাকে তাহলে আয় বৃদ্ধি ছাড়া আর কোনও পথ নেই।
advertisement
6/8
খরচের উপর কড়া নজর: প্রতি মাসে কিছু বাঁধাধরা খরচ থাকে। সেগুলো কাটছাঁট করা যায় না। যেমন বাড়ি ভাড়া, সন্তানের স্কুলের ফি, সংসার খরচ ইত্যাদি। কিন্তু কিছু খরচ কমানো যায়, যেমন উইকএন্ডে রেস্তোরাঁয় না গিয়ে বাড়িতেই খাওয়াদাওয়ার আয়োজন করতে পারেন, এতে অনেক টাকা বাঁচবে। কেনাকাটা বা বেড়াতে যাওয়ার মতো খরচেও রাশ টানা যায়।
খরচের উপর কড়া নজর: প্রতি মাসে কিছু বাঁধাধরা খরচ থাকে। সেগুলো কাটছাঁট করা যায় না। যেমন বাড়ি ভাড়া, সন্তানের স্কুলের ফি, সংসার খরচ ইত্যাদি। কিন্তু কিছু খরচ কমানো যায়, যেমন উইকএন্ডে রেস্তোরাঁয় না গিয়ে বাড়িতেই খাওয়াদাওয়ার আয়োজন করতে পারেন, এতে অনেক টাকা বাঁচবে। কেনাকাটা বা বেড়াতে যাওয়ার মতো খরচেও রাশ টানা যায়।
advertisement
7/8
আয়ের নতুন পথ: বর্তমান সময়ে খরচ অনেক বেড়ে গিয়েছে। এ কথা মানতেই হবে। এখন বাড়তি খরচ সামলানোর জন্য অতিরিক্ত আয় করা ছাড়া অন্য কোনও উপায় নেই। এখন প্রশ্ন হল, বাড়তি আয় আসবে কোথা থেকে? উত্তরে বলা যায়, টিউশনি, ফ্রিলান্সিং কিংবা এনজিওতে কাজ। সোজা কথায়, নিজের দক্ষতাকে কাজে লাগাতে হবে।
আয়ের নতুন পথ: বর্তমান সময়ে খরচ অনেক বেড়ে গিয়েছে। এ কথা মানতেই হবে। এখন বাড়তি খরচ সামলানোর জন্য অতিরিক্ত আয় করা ছাড়া অন্য কোনও উপায় নেই। এখন প্রশ্ন হল, বাড়তি আয় আসবে কোথা থেকে? উত্তরে বলা যায়, টিউশনি, ফ্রিলান্সিং কিংবা এনজিওতে কাজ। সোজা কথায়, নিজের দক্ষতাকে কাজে লাগাতে হবে।
advertisement
8/8
ধৈর্য ও পরিশ্রমই শেষ কথা: হ্যাঁ, ধৈর্য ও পরিশ্রমই শেষ কথা। এতে শুধু অতিরিক্ত খরচ মেটানো সম্ভব হবে তাই নয়, ভবিষ্যতের আর্থিক ভিত্তিও মজবুত হবে।
ধৈর্য ও পরিশ্রমই শেষ কথা: হ্যাঁ, ধৈর্য ও পরিশ্রমই শেষ কথা। এতে শুধু অতিরিক্ত খরচ মেটানো সম্ভব হবে তাই নয়, ভবিষ্যতের আর্থিক ভিত্তিও মজবুত হবে।
advertisement
advertisement
advertisement