How to Reduce Electric Bill: টপ সিক্রেট...! একলাফে কমবে ইলেকট্রিক বিল! গরমকালে বাড়িতে 'ছোট্ট' কাজ করবে কামাল! বিদ্যুৎ খরচ জাস্ট নামমাত্র

Last Updated:
How to Reduce Electric Bill: অতিরিক্ত বিদ্যুৎ বিল মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে এমন অনেক ছোট ছোট সিক্রেট ফর্মুলা রয়েছে যেগুলি ফলো করলে বিদ্যুৎ বিল অনেকটাই কমানো যায়। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সেই বিষয়েই জানাব।
1/9
গরমকাল মানেই একদিকে যেমন দাবদাহে জীবন জেরবার। তেমনই চড়চড় করে বাড়তে থাকা ইলেকট্রিক বিলও পকেট ফুঁটো করে দেয় একনিমেষে। একদিকে সারাদিনের হাড় ভাঙা খাটুনির শেষে ঘরে ফিরে একটু জিরোতে গিয়ে ফ্যান এসি না চালালেও নয়, অন্যদিকে আবার ক্রমশ বাড়তে থাকা বিদ্যুৎ বিল মাসের শেষে হাতে ধরায় বিশাল বিদ্যুৎ বিল।
গরমকাল মানেই একদিকে যেমন দাবদাহে জীবন জেরবার। তেমনই চড়চড় করে বাড়তে থাকা ইলেকট্রিক বিলও পকেট ফুঁটো করে দেয় একনিমেষে। একদিকে সারাদিনের হাড় ভাঙা খাটুনির শেষে ঘরে ফিরে একটু জিরোতে গিয়ে ফ্যান এসি না চালালেও নয়, অন্যদিকে আবার ক্রমশ বাড়তে থাকা বিদ্যুৎ বিল মাসের শেষে হাতে ধরায় বিশাল বিদ্যুৎ বিল।
advertisement
2/9
অতিরিক্ত এই বিদ্যুৎ বিল মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে এমন অনেক ছোট ছোট সিক্রেট ফর্মুলা রয়েছে যেগুলি ফলো করলে বিদ্যুৎ বিল অনেকটাই কমানো যায়। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সেই বিষয়েই জানাব।
অতিরিক্ত এই বিদ্যুৎ বিল মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে এমন অনেক ছোট ছোট সিক্রেট ফর্মুলা রয়েছে যেগুলি ফলো করলে বিদ্যুৎ বিল অনেকটাই কমানো যায়। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সেই বিষয়েই জানাব।
advertisement
3/9
প্রাচীন যন্ত্রপাতি ও গ্যাজেটের ব্যবহার এড়িয়ে চলা:আপনার বাড়িতে যদি পুরনো বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকে তাহলে এখনই তা সরিয়ে ফেলুন। কারণ এই ধরণের যন্ত্রপাতিগুলি বৈদ্যুতিক বিল প্রচুর পরিমাণে খরচ করে। এর ফলে বিদ্যুৎ বিল অনেকটা বাড়িয়ে দেয়। এখন বাজারে শক্তি সাশ্রয়ী ৫ স্টার রেট যুক্ত যন্ত্রপাতি চলে এসেছে। সেগুলি ব্যবহার করলে বিদ্যুৎ অনেকটা সাশ্রয় করা যায়।
প্রাচীন যন্ত্রপাতি ও গ্যাজেটের ব্যবহার এড়িয়ে চলা:আপনার বাড়িতে যদি পুরনো বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকে তাহলে এখনই তা সরিয়ে ফেলুন। কারণ এই ধরণের যন্ত্রপাতিগুলি বৈদ্যুতিক বিল প্রচুর পরিমাণে খরচ করে। এর ফলে বিদ্যুৎ বিল অনেকটা বাড়িয়ে দেয়। এখন বাজারে শক্তি সাশ্রয়ী ৫ স্টার রেট যুক্ত যন্ত্রপাতি চলে এসেছে। সেগুলি ব্যবহার করলে বিদ্যুৎ অনেকটা সাশ্রয় করা যায়।
advertisement
4/9
বাড়ির ইলেকট্রিক যন্ত্রপাতিগুলির সুইচ অফ রাখা:শুধুমাত্র যেই ইলেকট্রিক যন্ত্রপাতিগুলি ব্যবহার করছেন সেগুলির সুইচ অন রাখা এর বাইরে যখন ঘরের বাইরে যাবেন তখন সেগুলি অবশ্য মনে করে অফ রাখবেন। এমন অনেক সময় দেখা যায় যে আমরা ঘরের বাইরে গেলে ইলেকট্রিক যন্ত্রপাতির সুইচগুলি অফ করতে ভুলে যাই।
বাড়ির ইলেকট্রিক যন্ত্রপাতিগুলির সুইচ অফ রাখা:শুধুমাত্র যেই ইলেকট্রিক যন্ত্রপাতিগুলি ব্যবহার করছেন সেগুলির সুইচ অন রাখা এর বাইরে যখন ঘরের বাইরে যাবেন তখন সেগুলি অবশ্য মনে করে অফ রাখবেন। এমন অনেক সময় দেখা যায় যে আমরা ঘরের বাইরে গেলে ইলেকট্রিক যন্ত্রপাতির সুইচগুলি অফ করতে ভুলে যাই।
advertisement
5/9
এই ছোট্ট ভুলেই বিদ্যুৎ বিল অনেকটা বেশি চলে আসে। তাই অপ্রয়োজনে ইলেকট্রিক যন্ত্রের সুইচ সব সময় অফ রাখতে ভুলবেন না। এমনকি ফোনের চার্জার বা ল্যাপটপের মত ছোট ছোট ডিভাইসগুলির ক্ষেত্রে একই বিষয় মনে রাখতে হবে।
এই ছোট্ট ভুলেই বিদ্যুৎ বিল অনেকটা বেশি চলে আসে। তাই অপ্রয়োজনে ইলেকট্রিক যন্ত্রের সুইচ সব সময় অফ রাখতে ভুলবেন না। এমনকি ফোনের চার্জার বা ল্যাপটপের মত ছোট ছোট ডিভাইসগুলির ক্ষেত্রে একই বিষয় মনে রাখতে হবে।
advertisement
6/9
আধুনিক বাল্বের ব্যবহারআপনার বাড়িতে যদি এলইডি বাল্বের (LED Bulb) পরিবর্তে অন্য কোনও বাল্ব ব্যবহৃত হয়ে থাকে তাহলে আজই তা পরিবর্তন করুন কারণ বর্তমান সময়ে আধুনিক এলইডি লাইটগুলি অনেকটা বিদ্যুৎ সাশ্রয় করে তাই কিনে আনুন এলইডি আলো।
আধুনিক বাল্বের ব্যবহারআপনার বাড়িতে যদি এলইডি বাল্বের (LED Bulb) পরিবর্তে অন্য কোনও বাল্ব ব্যবহৃত হয়ে থাকে তাহলে আজই তা পরিবর্তন করুন কারণ বর্তমান সময়ে আধুনিক এলইডি লাইটগুলি অনেকটা বিদ্যুৎ সাশ্রয় করে তাই কিনে আনুন এলইডি আলো।
advertisement
7/9
অনর্থক বিদ্যুৎ অপচয় না করাখেয়াল রাখবেন যেন আপনার বিদ্যুৎ যেন অনর্থক কাজে ব্যয় না করা হয়। কম্পিউটার ও মোবাইল চার্জারের কাজ হয়ে গেলে তা সব সময় অফ রাখতে ভুলবেন না। এর সঙ্গে সঙ্গে আপনার ঘরে থাকা টিভিকে স্ট্যান্ডবাই মোডে কখনই রাখবেন না।
অনর্থক বিদ্যুৎ অপচয় না করাখেয়াল রাখবেন যেন আপনার বিদ্যুৎ যেন অনর্থক কাজে ব্যয় না করা হয়। কম্পিউটার ও মোবাইল চার্জারের কাজ হয়ে গেলে তা সব সময় অফ রাখতে ভুলবেন না। এর সঙ্গে সঙ্গে আপনার ঘরে থাকা টিভিকে স্ট্যান্ডবাই মোডে কখনই রাখবেন না।
advertisement
8/9
এসির সঠিক ব্যবহারগ্রীষ্মকালে বেশি করে এয়ার কন্ডিশনার (Air Conditioner) বা এসি (AC) ব্যবহার করতে হয়। তবে এসি (AC) ব্যবহার করলে যে বিদ্যুৎ বিল বেশি আসে ব্যাপারটা তেমন একেবারেই নয়। আসলে কেবলমাত্র এসির সঠিক ব্যবহার করতে না জানলে এসি থেকে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় হয়।
এসির সঠিক ব্যবহারগ্রীষ্মকালে বেশি করে এয়ার কন্ডিশনার (Air Conditioner) বা এসি (AC) ব্যবহার করতে হয়। তবে এসি (AC) ব্যবহার করলে যে বিদ্যুৎ বিল বেশি আসে ব্যাপারটা তেমন একেবারেই নয়। আসলে কেবলমাত্র এসির সঠিক ব্যবহার করতে না জানলে এসি থেকে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় হয়।
advertisement
9/9
এয়ার কন্ডিশনার মেশিন চালানোর সময় এসিকে যদি ২৪ ডিগ্রি অটোমেটিক সেটিংয়ে চালানো হয় তাহলে বিদ্যুৎ বিল অনেকটা কম আসে।
এয়ার কন্ডিশনার মেশিন চালানোর সময় এসিকে যদি ২৪ ডিগ্রি অটোমেটিক সেটিংয়ে চালানো হয় তাহলে বিদ্যুৎ বিল অনেকটা কম আসে।
advertisement
advertisement
advertisement