ইকনমি ক্লাসের টিকিট কেটেও বিমানে বিজনেস বা ফার্স্ট ক্লাসে ভ্রমণ সম্ভব ! কীভাবে ? জেনে নিন

Last Updated:
1/8
বিমানে বিজনেস বা ফার্স্ট ক্লাস ট্রাভেল করার ইচ্ছে তো সবারই থাকে ৷ কিন্তু সেই দামি টিকিট কাটার আর ক’জনেরই বা ক্ষমতা থাকে বলুন ৷ কিন্তু ইকনমি ক্লাসের টিকিট কেটে বিজনেস ক্লাসে ভ্রমণও কিন্তু সম্ভব ৷ অবাক হচ্ছেন ? আসলে এমন অনেক কিছু বিষয় রয়েছে যার মাধ্যমে আপনার ইকনমি টিকিটও বিজনেস, এমনকী ফার্স্ট ক্লাসে আপগ্রেড হতে পারে ৷ Photo Courtesy: Qatar Airways
বিমানে বিজনেস বা ফার্স্ট ক্লাস ট্রাভেল করার ইচ্ছে তো সবারই থাকে ৷ কিন্তু সেই দামি টিকিট কাটার আর ক’জনেরই বা ক্ষমতা থাকে বলুন ৷ কিন্তু ইকনমি ক্লাসের টিকিট কেটে বিজনেস ক্লাসে ভ্রমণও কিন্তু সম্ভব ৷ অবাক হচ্ছেন ? আসলে এমন অনেক কিছু বিষয় রয়েছে যার মাধ্যমে আপনার ইকনমি টিকিটও বিজনেস, এমনকী ফার্স্ট ক্লাসে আপগ্রেড হতে পারে ৷ Photo Courtesy: Qatar Airways
advertisement
2/8
ট্রেনে যেমন 2AC কামরার টিকিট অনেক সময়েই 1AC-তে আপগ্রেড হতে দেখা যায় ৷ বিমানেও এমন ঘটনা প্রায়শই ঘটতে থাকে ৷ এর জন্য অবশ্যই কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ৷ কারণ যদি আপনি যদি একটু স্মার্ট হন, তাহলেই কিন্তু আপনার যাত্রাও হবে ‘স্মার্ট’ ৷ Photo Courtesy: Qatar Airways
ট্রেনে যেমন 2AC কামরার টিকিট অনেক সময়েই 1AC-তে আপগ্রেড হতে দেখা যায় ৷ বিমানেও এমন ঘটনা প্রায়শই ঘটতে থাকে ৷ এর জন্য অবশ্যই কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ৷ কারণ যদি আপনি যদি একটু স্মার্ট হন, তাহলেই কিন্তু আপনার যাত্রাও হবে ‘স্মার্ট’ ৷ Photo Courtesy: Qatar Airways
advertisement
3/8
যে যে কারণে আপনার ইকনমি টিকিটও বিজনেসে আপগ্রেড হতে পারে, সেগুলি হল: ১. জনপ্রিয় ওয়েবসাইট Skyscanner-এর সমীক্ষা অনুযায়ী বছরের অফ সিজন, ব্যাঙ্কের ছুটির দিনগুলিতে যখন বিমানের অধিকাংশ বিজনেস ক্লাস আসনগুলি ফাঁকা থাকে, তখন আপনার ভাগ্য ভাল থাকলে ইকনমি ক্লাসের টিকিটও আপগ্রেড হতে পারে বিজনেসে ৷ অনেক সময় টিকিটের পাশাপাশি বিমানের অন্যান্য জিনিস যেমন অতিরিক্ত ব্যাগেজ এবং অন্যান্য সুবিধা বেশি পরিমাণে কিনলেও বিমানসংস্থা আপনাকে উপহার স্বরূপ বিজনেস ক্লাস টিকিট অফার করতে পারে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এক যাত্রী অতিরিক্ত চেক ইন লাগেজের জন্য ১৬০০ ডলার খরচ করেছিলেন ৷ বিমানসংস্থা তাঁকে ‘রিটার্ন গিফট’ হিসেবে ইকনমি টিকিট বিজনেসে আপগ্রেড করে দেয় ৷
যে যে কারণে আপনার ইকনমি টিকিটও বিজনেসে আপগ্রেড হতে পারে, সেগুলি হল: ১. জনপ্রিয় ওয়েবসাইট Skyscanner-এর সমীক্ষা অনুযায়ী বছরের অফ সিজন, ব্যাঙ্কের ছুটির দিনগুলিতে যখন বিমানের অধিকাংশ বিজনেস ক্লাস আসনগুলি ফাঁকা থাকে, তখন আপনার ভাগ্য ভাল থাকলে ইকনমি ক্লাসের টিকিটও আপগ্রেড হতে পারে বিজনেসে ৷ অনেক সময় টিকিটের পাশাপাশি বিমানের অন্যান্য জিনিস যেমন অতিরিক্ত ব্যাগেজ এবং অন্যান্য সুবিধা বেশি পরিমাণে কিনলেও বিমানসংস্থা আপনাকে উপহার স্বরূপ বিজনেস ক্লাস টিকিট অফার করতে পারে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এক যাত্রী অতিরিক্ত চেক ইন লাগেজের জন্য ১৬০০ ডলার খরচ করেছিলেন ৷ বিমানসংস্থা তাঁকে ‘রিটার্ন গিফট’ হিসেবে ইকনমি টিকিট বিজনেসে আপগ্রেড করে দেয় ৷
advertisement
4/8
২. কোনও এয়ারলাইন্সের প্রতি ‘আনুগত্য’ দেখালেও অর্থাৎ কোনও এয়ারলাইন্সের আপনি Frequent Flyer হলেও কিন্তু টিকিটের আপগ্রেডেশন সম্ভব ৷ যখনই ট্রাভেল করছেন একই বিমানসংস্থার বিমানে ট্রাভেল করলে আপনার টিকিট আপগ্রেড হওয়ার সম্ভাবনা বেশি ৷ এছাড়া কোনও এয়ারলাইন্সের লয়্যালটি প্রোগ্রামে অংশ নিলেও বেশি দামি টিকিট জোটানো সম্ভব ৷
২. কোনও এয়ারলাইন্সের প্রতি ‘আনুগত্য’ দেখালেও অর্থাৎ কোনও এয়ারলাইন্সের আপনি Frequent Flyer হলেও কিন্তু টিকিটের আপগ্রেডেশন সম্ভব ৷ যখনই ট্রাভেল করছেন একই বিমানসংস্থার বিমানে ট্রাভেল করলে আপনার টিকিট আপগ্রেড হওয়ার সম্ভাবনা বেশি ৷ এছাড়া কোনও এয়ারলাইন্সের লয়্যালটি প্রোগ্রামে অংশ নিলেও বেশি দামি টিকিট জোটানো সম্ভব ৷
advertisement
5/8
৩. বিমান যাত্রার সময় ডোমেস্টিকের ক্ষেত্রে ২ ঘণ্টা এবং ইন্টারন্যাশনালে অন্তত ৩ ঘণ্টা আগে এয়ারপোর্টে পৌঁছনো উচিৎ ৷ এই তথ্য সবারই জানা ৷ অনেকসময় বিমান ছাড়ার অনেক আগেই চেক ইন কাউন্টারে পৌঁছলে আপনার ভাগ্য সহায় হলে বিমানসংস্থার তরফে আপনাকে বিজনেস, এমনকী ফার্স্ট ক্লাস টিকিটও অফার করা হতে পারে ৷ এক ব্যক্তি তাঁর স্ত্রী-কে নিয়ে ডমিনিকান রিপাবলিক যাচ্ছিলেন ৷ বিমান ছাড়ার অনেক আগেই গ্লাসগো এয়ারপোর্ট পৌঁছে গিয়েছিলেন ৷ বোর্ডিং পাস নেওয়ার জন্য কাউন্টারে কোনওরকম লাইনও ছিল না ৷ তখন কাউন্টারে থাকা বিমানসংস্থার কর্মীরা তাঁকে জানান, বিমানে দুটি ফার্স্ট ক্লাস আসন ফাঁকা আছে ৷ চাইলে তাতে ট্রাভেল করতে পারেন ৷ বলা বাহুল্য এমন সুযোগ কেউই ছাড়তে চাইবেন না ৷
৩. বিমান যাত্রার সময় ডোমেস্টিকের ক্ষেত্রে ২ ঘণ্টা এবং ইন্টারন্যাশনালে অন্তত ৩ ঘণ্টা আগে এয়ারপোর্টে পৌঁছনো উচিৎ ৷ এই তথ্য সবারই জানা ৷ অনেকসময় বিমান ছাড়ার অনেক আগেই চেক ইন কাউন্টারে পৌঁছলে আপনার ভাগ্য সহায় হলে বিমানসংস্থার তরফে আপনাকে বিজনেস, এমনকী ফার্স্ট ক্লাস টিকিটও অফার করা হতে পারে ৷ এক ব্যক্তি তাঁর স্ত্রী-কে নিয়ে ডমিনিকান রিপাবলিক যাচ্ছিলেন ৷ বিমান ছাড়ার অনেক আগেই গ্লাসগো এয়ারপোর্ট পৌঁছে গিয়েছিলেন ৷ বোর্ডিং পাস নেওয়ার জন্য কাউন্টারে কোনওরকম লাইনও ছিল না ৷ তখন কাউন্টারে থাকা বিমানসংস্থার কর্মীরা তাঁকে জানান, বিমানে দুটি ফার্স্ট ক্লাস আসন ফাঁকা আছে ৷ চাইলে তাতে ট্রাভেল করতে পারেন ৷ বলা বাহুল্য এমন সুযোগ কেউই ছাড়তে চাইবেন না ৷
advertisement
6/8
৪. তবে শুধু তাড়াতাড়ি নয় ৷ অনেক সময় অনেক দেরি করে পৌঁছলেও ভাগ্য ভাল থাকলে বিজনেস ক্লাসের টিকিট আপনার জুটে যেতে পারে ৷ তবে এটা প্রচণ্ড ঝুঁকিরও বটে ৷ কারণ খুব বেশি দেরি করলে আপনি ফ্লাইট মিসও করতে পারেন ৷ অনেক সময় বিমানের ইকনমি ক্লাসের আসন ভরে গেলে যদি বেশ কয়েক ঘণ্টার মধ্যে ওই বিমান সংস্থার একই রুটে আর কোনও ফ্লাইট না থাকে তাহলে ইকনমি ক্লাসের টিকিটই বিজনেস ক্লাসে আপগ্রেড করে দেওয়া হয় ৷ এর পাশাপাশি ই-মেল সবসময় চেক করাটা অত্যন্ত প্রয়োজন ৷ কারণ অনেকসময়েই বিমানসংস্থা সস্তায় (বিনামূল্যে নয়) ইকনমি ক্লাসের টিকিট বিজনেস ক্লাসে আপগ্রেড করার অফার দেয় ৷ তাই যদি সামান্য টাকাই বেশি লাগে ৷ তাহলে বিলাসবহুল যাত্রার জন্য অন্তত এতুটুকু খরচ করা যেতেই পারে ৷
৪. তবে শুধু তাড়াতাড়ি নয় ৷ অনেক সময় অনেক দেরি করে পৌঁছলেও ভাগ্য ভাল থাকলে বিজনেস ক্লাসের টিকিট আপনার জুটে যেতে পারে ৷ তবে এটা প্রচণ্ড ঝুঁকিরও বটে ৷ কারণ খুব বেশি দেরি করলে আপনি ফ্লাইট মিসও করতে পারেন ৷ অনেক সময় বিমানের ইকনমি ক্লাসের আসন ভরে গেলে যদি বেশ কয়েক ঘণ্টার মধ্যে ওই বিমান সংস্থার একই রুটে আর কোনও ফ্লাইট না থাকে তাহলে ইকনমি ক্লাসের টিকিটই বিজনেস ক্লাসে আপগ্রেড করে দেওয়া হয় ৷ এর পাশাপাশি ই-মেল সবসময় চেক করাটা অত্যন্ত প্রয়োজন ৷ কারণ অনেকসময়েই বিমানসংস্থা সস্তায় (বিনামূল্যে নয়) ইকনমি ক্লাসের টিকিট বিজনেস ক্লাসে আপগ্রেড করার অফার দেয় ৷ তাই যদি সামান্য টাকাই বেশি লাগে ৷ তাহলে বিলাসবহুল যাত্রার জন্য অন্তত এতুটুকু খরচ করা যেতেই পারে ৷
advertisement
7/8
 ৫. এছাড়া প্রত্যেক বিমানসংস্থারই টিকিট কাটার সময় ‘এয়ার মাইলস’ পাওয়া যায় ৷ সেই মাইলস ব্যবহার করে বা প্রিভিলেজ ক্লাবের মেম্বারশিপ নেওয়া থাকলেও বিজনেস বা ফার্স্ট ক্লাস টিকিটে অনেক ডিসকাউন্ট পাবেন ৷ পাশাপাশি এয়ারপোর্টের বিলাসবহুল লাউঞ্জগুলিও ব্যবহার করতে পারবেন ৷
৫. এছাড়া প্রত্যেক বিমানসংস্থারই টিকিট কাটার সময় ‘এয়ার মাইলস’ পাওয়া যায় ৷ সেই মাইলস ব্যবহার করে বা প্রিভিলেজ ক্লাবের মেম্বারশিপ নেওয়া থাকলেও বিজনেস বা ফার্স্ট ক্লাস টিকিটে অনেক ডিসকাউন্ট পাবেন ৷ পাশাপাশি এয়ারপোর্টের বিলাসবহুল লাউঞ্জগুলিও ব্যবহার করতে পারবেন ৷
advertisement
8/8
৬. এর পাশাপাশি বিমানে ট্রাভেল করার সময় বিশেষ করে বিদেশে যাত্রার সময় ভাল পোশাক পরাটাও খুব প্রয়োজন ৷ তাই বিমানযাত্রার সময় ট্র্যাকশুট বা হাফ প্যান্টগুলিকে ব্যাগের ভিতরেই রাখুন ৷ খুব ক্যাস্যুয়াল ড্রেস আপ না করে সুন্দর ফর্মালস বা ‘classy’ পোশাক পরার চেষ্টা করুন ৷ বিজেনস বা ফার্স্ট ক্লাসের আসন ফাঁকা থাকলে কে বলতে পারে আপনাকে দেখেই আপনার ইকনমি ক্লাসের টিকিট আপগ্রেড করে দিলেন কাউন্টারের কর্মীরা ৷ কারণ ফাঁকা বিমান নিয়ে ট্রাভেল করতে কিন্তু কোনও বিমানসংস্থাই পছন্দ করে না ৷ Photo Courtesy: Emirates Airlines
৬. এর পাশাপাশি বিমানে ট্রাভেল করার সময় বিশেষ করে বিদেশে যাত্রার সময় ভাল পোশাক পরাটাও খুব প্রয়োজন ৷ তাই বিমানযাত্রার সময় ট্র্যাকশুট বা হাফ প্যান্টগুলিকে ব্যাগের ভিতরেই রাখুন ৷ খুব ক্যাস্যুয়াল ড্রেস আপ না করে সুন্দর ফর্মালস বা ‘classy’ পোশাক পরার চেষ্টা করুন ৷ বিজেনস বা ফার্স্ট ক্লাসের আসন ফাঁকা থাকলে কে বলতে পারে আপনাকে দেখেই আপনার ইকনমি ক্লাসের টিকিট আপগ্রেড করে দিলেন কাউন্টারের কর্মীরা ৷ কারণ ফাঁকা বিমান নিয়ে ট্রাভেল করতে কিন্তু কোনও বিমানসংস্থাই পছন্দ করে না ৷ Photo Courtesy: Emirates Airlines
advertisement
advertisement
advertisement