জানেন, ভারতে কতজনের বার্ষিক আয় ১ কোটির বেশি? চমকে দেবে আয়কর দফতরের এই পরিসংখ্যান
- Published by:Tias Banerjee
Last Updated:
Income Tax Data: দেশের ঝাঁ চকচকে শহর, বিলাসব্যাসন চোখ ধাঁধিয়ে দেয় অনেক সময়। ঠিক কতজন মানুষ ভারতে এক কোটি টাকা আয় করেন জানেন? আয়কর দফতরের সাম্প্রতিক এই তথ্য মাথা ঘুরিয়ে দেবে।
advertisement
আয়কর দফতরের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, আয়কর রিটার্ন ফাইল করার সংখ্যায় গত এক বছরে গড়ে ৭.৮১ শতাংশ বৃদ্ধি হয়েছে। এর মধ্যে ITR-2 ফর্মে রিটার্ন জমা দেওয়ার হার বেড়েছে প্রায় ৩৪.৬৯ শতাংশ, ITR-৩-তে ১৬.৬৬ শতাংশ এবং ITR-১ ফর্মে মাত্র ০.৫৪ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। (Representational Image)
advertisement
advertisement
advertisement
আয়কর দফতরের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত মাত্র ৩.২৪ লক্ষ ব্যক্তি এমন আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যাতে বার্ষিক আয় ১ কোটির বেশি বলে জানানো হয়েছে। যদি এই হিসাবের মধ্যে সংস্থা, ফার্ম, ট্রাস্ট, হিন্দু অবিভক্ত পরিবার (HUF), সরকারি ও স্থানীয় সংস্থা যুক্ত করা হয়, তবে মোট সংখ্যা দাঁড়ায় ৪.৬৮ লক্ষে। (Representational Image)
advertisement
advertisement