Hourly Hotel Booking: ঘণ্টা হিসেবে হোটেল ভাড়া..! কলকাতাতেই দারুণ Hourly Room অফার! কী ভাবে বুক করবেন?

Last Updated:
Hourly Hotel Booking: গোটা দিনের ভাড়া গুনতে হবে না আর! এবার কলকাতায় ঘণ্টা হিসেবে হোটেল বুকিং পরিষেবা চালু। জেনে নিন বুকিংয়ের এ টু জেড!
1/13
সাধারণত খুব অল্প সময়ের প্রয়োজন হলেও কলকাতা ও অন্যান্য শহরে হোটেল বুকিংয়ে গোটা দিনের ভাড়াই দিতে হয়ে থাকে। কিন্তু এবার মানুষের প্রয়োজন ও দ্রুত জীবনধারার সঙ্গে পাল্লা দিতে কলকাতাতেও পাওয়া যাচ্ছে মাত্র কিছু সময়ের জন্য হোটেল বুক করার সুবিধা।
সাধারণত খুব অল্প সময়ের প্রয়োজন হলেও কলকাতা ও অন্যান্য শহরে হোটেল বুকিংয়ে গোটা দিনের ভাড়াই দিতে হয়ে থাকে। কিন্তু এবার মানুষের প্রয়োজন ও দ্রুত জীবনধারার সঙ্গে পাল্লা দিতে কলকাতাতেও পাওয়া যাচ্ছে মাত্র কিছু সময়ের জন্য হোটেল বুক করার সুবিধা।
advertisement
2/13
কলকাতা শহরে অল্প সময়ের জন্য হোটেল বুক করতে হলে সবচেয়ে সেরা অপশন কোনগুলি? দেখে নেওয়া যাক তালিকা।
কলকাতা শহরে অল্প সময়ের জন্য হোটেল বুক করতে হলে সবচেয়ে সেরা অপশন কোনগুলি? দেখে নেওয়া যাক তালিকা।
advertisement
3/13
বর্তমান যুগে অনলাইন সার্ভিসেই চলে আসছে বাজার থেকে পরিষেবা। তাই আজকাল হোটেল বুকিং থেকে শুরু করে ভাড়া মেটানো সব কিছুই হচ্ছে অনলাইনে। তবুও অনেকেই নতুন শহরে গিয়ে অল্প সময় বিশ্রাম নিতে চাইলে কোথায় থাকবেন, তা নিয়ে হয়রান হতে হয়ে আনকোরা অতিথিকে।
বর্তমান যুগে অনলাইন সার্ভিসেই চলে আসছে বাজার থেকে পরিষেবা। তাই আজকাল হোটেল বুকিং থেকে শুরু করে ভাড়া মেটানো সব কিছুই হচ্ছে অনলাইনে। তবুও অনেকেই নতুন শহরে গিয়ে অল্প সময় বিশ্রাম নিতে চাইলে কোথায় থাকবেন, তা নিয়ে হয়রান হতে হয়ে আনকোরা অতিথিকে।
advertisement
4/13
এবার সেই সমস্ত অল্প সময়ের অতিথিদের জন্যই কলকাতা শহরের বিভিন্ন এলাকায় সুবিধেজনক বিকল্প হিসেবে উঠে এসেছে ঘণ্টা হিসেবে হোটেল বুকিং পরিষেবা। এটি সাশ্রয়ী ও সুবিধাজনক পছন্দ বলে মনে করছেন অনেকেই।
এবার সেই সমস্ত অল্প সময়ের অতিথিদের জন্যই কলকাতা শহরের বিভিন্ন এলাকায় সুবিধেজনক বিকল্প হিসেবে উঠে এসেছে ঘণ্টা হিসেবে হোটেল বুকিং পরিষেবা। এটি সাশ্রয়ী ও সুবিধাজনক পছন্দ বলে মনে করছেন অনেকেই।
advertisement
5/13
কারও বাড়ি এয়ারপোর্ট বা নির্দিষ্ট স্টেশন থেকে অনেকটা দূরে হলে অনেকসময় তাঁদের কিছু সময়ের বিশ্রামের দরকার হয়। এয়ারপোর্ট এলাকা সংলগ্ন হোটেল সেক্ষেত্রে উত্তম অপশন।এমন ক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই ঘণ্টা হিসেবে হোটেল ভাড়া করতে পারেন।
কারও বাড়ি এয়ারপোর্ট বা নির্দিষ্ট স্টেশন থেকে অনেকটা দূরে হলে অনেকসময় তাঁদের কিছু সময়ের বিশ্রামের দরকার হয়। এয়ারপোর্ট এলাকা সংলগ্ন হোটেল সেক্ষেত্রে উত্তম অপশন।এমন ক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই ঘণ্টা হিসেবে হোটেল ভাড়া করতে পারেন।
advertisement
6/13
অনেক সময় জরুরি পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদি দেওয়ার আগে নির্দিষ্ট স্থানে চলে গেলেও এমন হোটেল বুকিং করা সুবিধাজনক। কিন্তু আপনি কি জানেন কী ভাবে এমন ঘণ্টা হিসাবে হোটেল বুকিং করবেন?
অনেক সময় জরুরি পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদি দেওয়ার আগে নির্দিষ্ট স্থানে চলে গেলেও এমন হোটেল বুকিং করা সুবিধাজনক। কিন্তু আপনি কি জানেন কী ভাবে এমন ঘণ্টা হিসাবে হোটেল বুকিং করবেন?
advertisement
7/13
জানা যাচ্ছে, বেশ কয়েকটি অনলাইন হোটেল বুকিংকারী সংস্থা এই সুবিধা অফার করে। এমনই একটি সংস্থা, mistay .in এটি এমন একটি সংস্থা যারা ঘণ্টা প্রতি হোটেল বুকিংয়ের অনলাইন পরিষেবাপ্রদানকারী হিসেবে বাজারে বেশ নাম পেয়েছে ইতিমধ্যেই। এদের ওয়েবসাইটে গিয়ে আপনিও পছন্দের মতো ঘর ও সময় বুঝে বুক করে নিতে পারেন।
জানা যাচ্ছে, বেশ কয়েকটি অনলাইন হোটেল বুকিংকারী সংস্থা এই সুবিধা অফার করে। এমনই একটি সংস্থা, mistay .in এটি এমন একটি সংস্থা যারা ঘণ্টা প্রতি হোটেল বুকিংয়ের অনলাইন পরিষেবাপ্রদানকারী হিসেবে বাজারে বেশ নাম পেয়েছে ইতিমধ্যেই। এদের ওয়েবসাইটে গিয়ে আপনিও পছন্দের মতো ঘর ও সময় বুঝে বুক করে নিতে পারেন।
advertisement
8/13
ব্রিভিস্টে  ব্রিভিস্টে-তে দেওয়া তথ্য অনুসারে এমন হোটেল রয়েছে চিংড়িঘাটা, সল্টলেক, এসপ্ল্যানেড, চিনারপার্ক, মুকুন্দপুর, পার্ক সার্কাস-সহ একাধিক এলাকায়। ওয়েবসাইটে (brevistay.com)
ব্রিভিস্টে ব্রিভিস্টে-তে দেওয়া তথ্য অনুসারে এমন হোটেল রয়েছে চিংড়িঘাটা, সল্টলেক, এসপ্ল্যানেড, চিনারপার্ক, মুকুন্দপুর, পার্ক সার্কাস-সহ একাধিক এলাকায়। ওয়েবসাইটে (brevistay.com)
advertisement
9/13
ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, চিনারপার্কে বিলাসবহুল হোটেলের ৩ ঘণ্টার ভাড়া রয়েছে ৯৯৯ টাকা। যা দিনের হিসেবে ভাড়া রয়েছে প্রায় ২৫০০ টাকা। পার্ক সার্কাস এলাকায় ৩ ঘণ্টার জন্য হোটেল ভাড়া রয়েছে ৭৯৯ টাকা। ব্রিভিস্টে-র ওয়েবসাইটে গিয়ে হোটেল বুকিং করতে পারেন।
ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, চিনারপার্কে বিলাসবহুল হোটেলের ৩ ঘণ্টার ভাড়া রয়েছে ৯৯৯ টাকা। যা দিনের হিসেবে ভাড়া রয়েছে প্রায় ২৫০০ টাকা। পার্ক সার্কাস এলাকায় ৩ ঘণ্টার জন্য হোটেল ভাড়া রয়েছে ৭৯৯ টাকা। ব্রিভিস্টে-র ওয়েবসাইটে গিয়ে হোটেল বুকিং করতে পারেন।
advertisement
10/13
ব্যাগ2ব্যাগ.ইন  ব্যাগ2ব্যাগ.ইন নামে একটি অনলাইন হোটেল বুকিংকারী সংস্থার ওয়েবসাইট বলছে বিধাননগরে ১ ঘণ্টার জন্য হোটেল বুকিং করতে খরচ রয়েছে ৪৯৯ টাকা। যদিও আসন্ন দুর্গাপুজো বা কলকাতায় ইডেন গার্ডেন স্টেডিয়ামে কোনও আন্তর্জাতিক ম্যাচ ইত্যাদির মতো ইভেন্টে এই হোটেলগুলির ভাড়া বেড়ে যায়।
ব্যাগ2ব্যাগ.ইন ব্যাগ2ব্যাগ.ইন নামে একটি অনলাইন হোটেল বুকিংকারী সংস্থার ওয়েবসাইট বলছে বিধাননগরে ১ ঘণ্টার জন্য হোটেল বুকিং করতে খরচ রয়েছে ৪৯৯ টাকা। যদিও আসন্ন দুর্গাপুজো বা কলকাতায় ইডেন গার্ডেন স্টেডিয়ামে কোনও আন্তর্জাতিক ম্যাচ ইত্যাদির মতো ইভেন্টে এই হোটেলগুলির ভাড়া বেড়ে যায়।
advertisement
11/13
স্লাইসরুমস ডট কম  আছে স্লাইস রুমস নামে একটি ওয়েবসাইটে দাম রয়েছে আরও সস্তা। বিধাননগরে এমন ঘণ্টা প্রতি হিসেবে হোটেল ভাড়া পেতে খরচ করতে হবে ৩৯৯ টাকা। নিউ টাউনে এমন হোটেলের ভাড়া রয়েছে ৫০০ টাকা।
স্লাইসরুমস ডট কম আছে স্লাইস রুমস নামে একটি ওয়েবসাইটে দাম রয়েছে আরও সস্তা। বিধাননগরে এমন ঘণ্টা প্রতি হিসেবে হোটেল ভাড়া পেতে খরচ করতে হবে ৩৯৯ টাকা। নিউ টাউনে এমন হোটেলের ভাড়া রয়েছে ৫০০ টাকা।
advertisement
12/13
অ্যাগোডা  এছাড়াও জনপ্রিয় ওয়েবসাইট অ্যাগোডা থেকেও আপনি হোটেল বুকিং করতে পারেন। সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৩ ঘণ্টার জন্য ৯৯৯ টাকায় নিউটাউনে হোটেল বুকিং করতে পারেন। এরফলে অনেকটাই খরচ বাঁচানো সম্ভব হবে।
অ্যাগোডা এছাড়াও জনপ্রিয় ওয়েবসাইট অ্যাগোডা থেকেও আপনি হোটেল বুকিং করতে পারেন। সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৩ ঘণ্টার জন্য ৯৯৯ টাকায় নিউটাউনে হোটেল বুকিং করতে পারেন। এরফলে অনেকটাই খরচ বাঁচানো সম্ভব হবে।
advertisement
13/13
শর্ত ত্যাগ: হোটেল ভাড়া সময় ও পরিস্থিতি অনুযায়ী কম বেশি হতে পারে। এখানে শুধুমাত্র হোটেল ভাড়া সম্পর্কে ধারণা তুলে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত যাবতীয় তথ্যও সংশ্লিষ্ট ওয়েবসাইটের। এগুলির সঙ্গে নিউজ 18 বাংলার কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ নেই। বুকিংয়ের আগে নিজে খতিয়ে দেখে নেবেন ভাল মন্দ। নিতে পারেন বাজার ও পরিষেবা বিশেষজ্ঞদের পরামর্শ।
শর্ত ত্যাগ: হোটেল ভাড়া সময় ও পরিস্থিতি অনুযায়ী কম বেশি হতে পারে। এখানে শুধুমাত্র হোটেল ভাড়া সম্পর্কে ধারণা তুলে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত যাবতীয় তথ্যও সংশ্লিষ্ট ওয়েবসাইটের। এগুলির সঙ্গে নিউজ 18 বাংলার কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ নেই। বুকিংয়ের আগে নিজে খতিয়ে দেখে নেবেন ভাল মন্দ। নিতে পারেন বাজার ও পরিষেবা বিশেষজ্ঞদের পরামর্শ।
advertisement
advertisement
advertisement