দেরিতে হলেও বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে৷ আর সেই সঙ্গে উঠেছে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞাও।
গত দু' দিনে তুমুল বদলেছে আবহাওয়ার পরিস্থিতি৷ ধীরে ধীরে ইলিশ ধরার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে৷ ইতিমধ্যেই সমুদ্রে পারি জমিয়েছেন মৎস্যজীবীরা। ঝাঁকে ঝাঁকে ঢুকতে শুরু করেছে রুপালি শস্য (Hilsa| West Bengal News)।